Bonovojon Golam Mustofa Bangla Class 4 |
Bonovojon Golam Mustofa Bangla Class 4
Bonovojon Golam Mustofa Bangla Class 4 | বনভোজন গোলাম মোস্তফা বাংলা চতুর্থ শ্রেণি
বনভোজন
গোলাম মোস্তফা
নূপুর, পুশি, আয়েশা, শফি--- সবাই এসেছে ,
আম বাগিচার তলায় যেন তারা হেসেছে!
রাধুনিদের সখের রাঁধার পড়ে গেছে ধুম,
বোশেখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম।
বাপ -মা তাদের ঘুমিয়ে আছে, এই সুবিধা পেয়ে
বনভোজনে মিলেছে আজ দুষ্টু ক'টি মেয়ে !
কেউ এনেছে আঁচল ভরে কুড়িযে আমের গুটি
নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি
কেউ এনেছে চৈত্র পুজোতে কেনা রঙিন হাড়ি
কেউ এনেছে ছোট্ট বঁটি এনেছে ছুরি ।
ব'সে গেছে সবাই আজি বিপুল আয়োজনে,
ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে!
কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত,
কেউ বা বলে-- দুত্তরি ছাই, পুড়েও গেল হাত !
বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা,
তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা!
কোর্মা পোলাও কেউ বা রাঁধে, কেউ বা চখে নুন,
অকারণে বারেবারে হেসেই বা কেউ খুন।
রান্না তাদের শেষ হলো যেই, গিন্নি হলো নূরু,
এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু !
ধুলো- বালির কোর্মা- পোলাও, আর সে কাদার পিঠে
মিছিমিছি খেয়ে সবাই বেল্লে-----' বেজায় মিঠে'!
এমন সময় হঠাৎ আমি পড়েছি সেই এসে,
পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে!
শব্দার্থ
১.বাগিচা
২. বনভোজন
৩. দুষ্টু
৪. আচল আচল
৫. গুটি
৬. চৈত্র পূজা
৭. বিপুল
৮. দুত্তরি ছাই
৯. কোরমা পোলাও
১০. গিন্নি
শব্দগুলি ভেঙে লেখ
১. দুষ্টু-
২. ছোট্ট
৩. ব্যস্ত
৪. নিমন্ত্রণ
৫. দুত্তরি
৬. কোর্মা
৭. রান্না-