Darogababu Ebong Habu Class 5 Bangla Part 1 | দারোগাবাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদার পার্ট ১ বাংলা

 

Darogababu Ebong Habu Class 5 Bangla Part 1
Darogababu Ebong Habu Class 5 Bangla Part 1

Darogababu Ebong Habu Class 5 Bangla Part 1 | দারোগাবাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদার পার্ট ১ বাংলা 

Class 5 Bangla Darogababu Ebong Habu Part 1 

 দারোগা বাবু এবং হাবু  
ভবানীপ্রসাদ মজুমদার

থানায় গিয়ে সেদিন ভোরে
 বলল কেঁদেই হাবু, 
নালিশ আমার মন দিয়ে খুব
 শুনুন বড়বাবু। 

চারজন ভাই আমরা
 একটা ঘরেই থাকি , 
দুঃখে আমি সারা দিন -রাত
 ভগবানকেই ডাকি। 

বড়দা ঘরেই সাতটা বিড়াল
 পোষেন ছোট-বড়ো, 
মেজদা পোষান আটটা কুকুর 
যতই বারণ করো। 

সেজদা পাগল দশটা ছাগল
 রাখেন ঘরেই বেঁধে, 
গন্ধে তাদের প্রাণ যায় যায় 
মরছি কেঁদে কেঁদে।

দারোগাবাবু বললে, হাবু 
তোমরা কি সব ভুলো
 সদাই খুলে রাখবে ঘরের
 জানালা দরজা গুলো। 

শুনেই হাবু বেজায় কাবু
 বললে করুন সুরে ,
দেড়শো পোষা পায়রা আমার 
যাবেই যে সব উড়ে । 

কবি পরিচিতি-

ভবানীপ্রসাদ মজুমদার ( জন্ম ১৯৫৩ ): বাংলা শিশুসাহিত্য, বিশেষ করে ছোটোদের ছড়া-কবিতার জগতে অত্যন্ত পরিচিত। তাঁর লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয়ও থাকে ঢের। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘ মজার ছড়া’, ‘নাম তাঁর শুকুমার’। তাঁর লেখার স্বীকৃতি হিসাবে পেয়েছেন ‘সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার’, ‘ সত্যজিৎ রায় পুরুস্কার’, শিশুসাহিত্য পরিষদ পুরস্কার’, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক, ‘ ছড়া-সাহিত্য পুরস্কার’, ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক পুরস্কার। এখনও পর্যন্ত সহজ কথায়, সরল ছন্দে, বিচিত্র বিষয়ে ষোলো হাজারেরও বেশি ছড়া লিখেছেন।

👉১. ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো:

১.১ হাবু থানায় গিয়েছিল ( বেড়াতে/ অভিযোগ জানাতে/ চিকিৎসা করাতে/ হারানো পাখি খুঁজতে )।

উত্তর- হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে।

১.২ বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না ( টিয়া/ পায়রা/ ময়না/ কোকিল )।

উত্তর- বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোকিল ।

১.৩ হাবু ও তাঁর দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা ( ১৭৫/ ১৫০/ ১৭০/ ২৫ )।

উত্তর- হাবু ও তাঁর দাদাদের পোষা মোট পশু-পাখির সংখ্যা ১৭৫।

👉২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো:

উত্তর- 

নালিশ

অভিযোগ

বারণ

নিষেধ

পাগল

উন্মাদ

সদাই

সবসময়

কাবু

কাহিল

👉৩. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো : পায়রা, নালিশ, দুঃখ, বড়োবাবু, থানা, কাবু, খুব, করুণ, পোষা, চারজন।।

উত্তর- 

বিশেষ্য

বিশেষণ

পায়রা, নালিশ, দুঃখ, বড়োবাবু, থানা।

কাবু, খুব, করুণ, পোষা, চারজন।

👉৪. ‘ কেঁদে কেঁদে ’-এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো।

উত্তর- i) হেসে-হেসে ii) নেচে-নেচে iii) গেয়ে-গেয়ে iv) দিকে-দিকে v) চেয়ে-চেয়ে

👉৫. ক্রিয়ার নীচে দাগ দাও:

উত্তর-

৫.১ বললে কেঁদেই হাবু।

৫.২ সাতটা বেড়াল পোষেন ছোটো বড়ো।

৫.৩ বললে করুণ সুরে।

৫.৪ যাবেই যে সব উড়ে

৫.৫ ভগবানকেই ডাকি

👉৬. বাক্য রচনা করো : নালিশ, ভগবান, বারণ, করুণ, ভোর।

নালিশ- হাবু দারোগাবাবুকে নালিশ জানিয়েছিল।

ভগবান- বিপদে পড়লে মানুষ ভগবানকে ডাকে।

বারণ-বড়োদের বারণ আকান্ত শনা উচিৎ।

করুণ- দেশে বর্তমানে বেকার যুবকদের করুণ অবস্থা।

ভোর- ভোর হলেই পাখির ডাক শুরু হল।

👉৭.ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো :

৭.১ হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাল।

৭.২ জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়।

৭.৩ হাবুর চার ভাই একটা ঘরেই থাকে।

৭.৪ বড়দা সাট্টা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে।

৭.৫ দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল।

উত্তর- হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাল। হাবুর চার ভাই একটা ঘরেই থাকে। বড়দা সাট্টা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে। জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়। দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল।

👉৮. কবিতাটিতে অন্ত্যমিল আছে, এমন পাঁচজোড়া শব্দ লেখো।

উত্তর-

i)             হাবু, কাবু

ii)           বড়ো, করো

iii)         ডাকি, থাকি

iv)          সুরে, উড়ে

v)           বেঁধে, কেঁদে

vi)          গুলো, ভুলো

👉৯. বাক্য বাড়াও-

৯.১ হাবু গিয়েছিল। ( কোথায়? কখন? )

উত্তর- হাবু ভোর বেলায় থানায় নালিশ জানাতে গিয়েছিল।

৯.২ বড়দা পোষেন বেড়াল। ( কয়টি ? কেমন ?)

উত্তর- বড়দা ছোটো বড়ো সাতটা বেড়াল পোষেন।

৯.৩ হাবু ভগবানকে ডাকে। ( কেন? কখন)

উত্তর- হাবু দুঃখে সারা দিন-রাত ভগবানকে ডাকে।

৯.৪ দারোগাবাবু বলেন ঘরের জানলা-দরজা খুলে রাখতে।( কাক?)

উত্তর- হাবুকে দারোগাবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে বলেন।

৯.৫ হাবুর পায়রা উড়ে যাবে।( কয়টি?)

উত্তর- হাবুর দেরশো পোষা পায়রা উড়ে যাবে।

১০.১ ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম লেখো।

উত্তর- ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম- কাজীনজরুল ইসলাম, সুকুমার রায়।

১০.২ তোমার পাঠ্য কবিতাটির কবিকে?

উত্তর- আমার পাঠ্য কবিতাটির কবি- ভবানীপ্রসাদ মজুমদার।

১০.৩ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।

উত্তর- ‘ মজার ছড়া’, ‘নাম তাঁর শুকুমার’।

👉১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

১১.১ হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল?

উত্তর- হাবু একদিন ভোরবেলায় থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল।

১১.২ হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন?

উত্তর- হাবুর বড়দা ছোটো বড়ো সাতটি বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল পোষেন।

১১.৩ হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়?

উত্তর- হাবুর করুণ অবস্থার জন্য হাবু নিজেই দায়ী ছিল। তাঁর কারণ হাবু ঘরে পায়রাদের থাকার ব্যবস্থা না করে অন্যত্র করে দিলে, যথেষ্ট ভাবেই নিজের ঘরে সুস্থিরভাবে পরিচ্ছন্নভাবে বাস করতে পারত আর এরকম করুণ অবস্থাও তাকে দেখতে হত না।

১১.৪ দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তাঁর পছন্দ হল না কেন?

উত্তর- দারোগাবাবু হাবুকে জানলা দরজা খোলার পরামর্শ দিয়েছিলেন । কিন্তু হাবুর সেসব পরামর্শ পছন্দ হয়নি তাঁর কারণ হাবুর পোষা দেড়শটি পায়রা উড়ে যাবে জানলা দরজা খোলা রাখলে।

১১.৫ দারোগাবাবুর কাছে হাবু তাঁর যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো?

উত্তর- দারোগাবাবুর কাছে হাবু গিয়ে জানায় যে তাঁর বড়দা ছোটো বড়ো সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর পোষে। পাগল সেজদা দশটা ছাগল পোষে। গন্ধে প্রাণ যায় হাবুর। চারভাই একটি ঘরেই থাকে। তাই সে দিন-রাত ভগবানকে ডাকে।

১১.৬ তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁক বা তাঁর সম্পর্কে বন্ধুকে লেখো।


Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post