Bomba Gorer Raja By Sukumar Roy Part 1 Bangla Class 5 |
Bomba Gorer Raja By Sukumar Roy Part 1 Bangla Class 5 | বোম্বাগড়ের রাজা সুকুমার রায় বাংলা পর্ব ১ পঞ্চম শ্রেণি
Class 5 Bomba Gorer Raja By Sukumar Roy Part 1 Bangla
বোম্বাগড়ের রাজা সুকুমার রায় বাংলা পর্ব ১ পঞ্চম শ্রেণি
পঞ্চম শ্রেণি
bomba-gorer-raja-by-sukumar-roy-part
বোম্বাগড়ের রাজা
সুকুমার রায়
কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা---
ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা?
রানির মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা?
পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানির দাদা ?
কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে?
জোছনা রাতে সবাই কেন আলতা মাথায় চোখে?
ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে?
টাকের 'পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে!
রাত্রে কেন ট্যাক ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে ?
কেন রাজার বিছানা পাতে শিরীষ কাগজ দিয়ে?
সভায় কেন চেঁচায় রাজা" হুক্কা হুয়া" বলে?
মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে?
সিংহাসনে ঝোলায় কেন ভাঙ্গা বোতল শিশি ?
কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি?
রাজার খুড়ো নাচেন কেন হুঁকির মালা পরে?
এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে?