Bimolar Oviman Nobkrishno Vottacharz Bangla Part 1 Class 5 |
Bimolar Oviman Nobkrishno Vottacharz Bangla Part 1 Class 5
বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্য বাংলা পার্ট ১ পঞ্চম শ্রেণি
Class 5 Bimolar Oviman
বিমলার অভিমান
নবকৃষ্ণ ভট্টাচার্য
খাব না তো আমি
দাদাকে কতটা ক্ষীর, অতখানা অবনীর,
আমার বেলায় বুঝি, ক্ষীর মাত্র নাম- ই
খাব না তো আমি!
ফুল আনিবার বেলা, যা পূজা যা,
পূজা করি, দাও এনে, সোনামণি মা ;
কান্দিলে দুরন্ত খোকা রাখা তারে ভার
তার বেলা ও বিমলা নে মা একবার
ছাগলতে নটে গাছ খেলে যে মুড়িয়ে
যা মা একবার ,গিয়ে মা তাড়িয়ে ,
দাদা বসিয়াছে খেতে--- দাও তো মা নুন,
পানটা যে বড় ঝাল, দে মা এনে চুন
যার যত ফরমাস সব তুমি করো
তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো
খাবারটি আসে যেই----- আর তারে মনে নেই
তার বেলা রাধু মাধু বামী বামী শ্যামী--
খাব না তো আমি!
দাদা বড়ো, বেশি বেশি খাবে দাদা তাই,
অবু বেশি খাবে-- আহা সেটি ছোট ভাই
দু ধারে সোনার চুড়ো, মাঝেতে ছাইয়ের নুড়ো
তাই বুঝি বিমলার কমে গেছে দাম -ই
খাব না তো আমি!