New Model Activity Task Part 6 Class 5 Amader Paribesh September 2021
Model Activity Task Part 6 Class 5 Amader Paribesh September 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ ২০২১
Class 5 Model Activity Task Amader Paribesh
September 2021 Model Activity Task Amader Paribesh Class 5
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ ২০২১
পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
১. ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ পশ্চিমবঙ্গে চা চাষ হয়-
ক) রাঢ় অঞ্চলে
খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে
গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে।
উত্তরঃ গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
১.২ যেটি সমুদ্রের মাছ সেটি হলো-
ক) পারসে
খ) ট্যাংরা
গ) রুই
ঘ) সার্ডিন।
উত্তরঃ ঘ) সার্ডিন।
১.৩ সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পালিত হয় যে দিবস রুপে সেটি হল-
ক) শিক্ষক দিবস
খ)পরিবেশ দিবস
গ) শিশু দিবস
ঘ)সাধারণতন্ত্র দিবস।
উত্তরঃ ক) শিক্ষক দিবস ।
২. শূন্যস্থান পূরণ করো:
২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশে জাতীয় সংগীত তাহলে ভারত ও..............।
উত্তরঃ বাংলাদেশ।
২.২ বিপ্লবী সূর্যসেন............ নামে পরিচিত ছিলেন।
উত্তরঃ মাস্টারদা।
২.৩ একটি নিত্যবহ নদীর নাম হল...............।
উত্তরঃ গঙ্গা।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এই অঞ্চলের মাটিতে লবণাক্ততার তাই সমুদ্রের লবণাক্ত হয়ে ওঠে।
সমুদ্র সুন্দরবন অঞ্চলের নিকটে তাই পলি যুক্ত হয় 3 এখানকার মাটিতে বালির পরিমাণ কম ও চাঁদার পরিমাণ বেশি থাকে 4 এখানকার মাটিতে বিশেষ করে সুন্দরী গরান গেওয়া অর্থাৎ ম্যানগ্রোভ প্রকৃতির উদ্ভিদ জন্মায়।
৩.২ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
উত্তরঃ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ যে সমস্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে সেগুলো নিম্নরূপ মাছগুলোকে অধিক পরিমাণে সংরক্ষিত জলাশয়ে রেখে কাজ করতে হবে লুপ্তপ্রায় সনাক্তকরণ করে জনসাধারণ বিশেষ করে জেলে সচেতন করতে হবে এবং এর গুরুত্ব তাদেরকে বোঝাতে হবে গোয়া সমুদ্র ও অন্যান্য মাছ ধরার সময় ওই প্রকৃতিকে আবার রেখে দিতে হবে,এভাবেই লুপ্তপ্রায় মাছ গুলিকে সংরক্ষণ করা যেতে পারে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৪.১ কেন আমরা সাধারনতন্ত্র দিবস পালন করি?
উত্তরঃ সাধারণতন্ত্র দিবস ভারতে 1950 সালে ভারতীয় সংবিধানে এই শব্দটি স্থান সাধারণতন্ত্র দিবস যুক্ত হয় এবং ওই শব্দটি উদ্দেশ্যে 26 শে জানুয়ারি জনসাধারণ সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয় প্রতিবছর পালিত হওয়ার কারণ সাধারণের ক্ষমতা হোয়াটসঅ্যাপ পড়বে যেমন রাজার ছেলে রাজা হত পৈতৃক সম্পত্তির মত পরবর্তীতে কিন্তু সেটা পরিবর্তন হয় আর জনসাধারণের মতামত নিয়ে অর্থাৎ ভোট দানের ব্যবস্থা শুরু হয় এবং ভোট দানের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রার্থী হয়ে জয় হয়ে সে জনগণের মুখ্যমন্ত্রী অথবা দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয় একে সাধারণতন্ত্র দিবস বলা হয় কিন্তু পূর্বে যে ব্যবস্থা ছিল সেটি ছিল একনায়কতন্ত্র রাজতন্ত্র আর এই রাজতন্ত্রের বিরুদ্ধে অনেক সংগ্রামের মাধ্যমে উন 950 সালে সাধারণতন্ত্র ভারত বর্ষ আর ওই সময় থেকে ভারতবর্ষে এখনো পর্যন্ত সাধারণতন্ত্র হিসেবে 26 শে জানুয়ারি প্রতিবছর উদযাপিত হয়।
3
link for other Subjects
New Model Activity Task Part 6 Class 5 English | September 2021 | পঞ্চম শ্রেণির ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021