New Model Activity Task Math Class 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণির গণিত

New Model Activity Task Math Class 8
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমাদের Digital Porasona -র Online Platform-এ তোমাদের সকলকে সাদর আমন্রণ।এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক পাঠ্য ও অনুশীলনীর সহজ ও বোধগম্য ব্যাখ্যা। 

তাছাড়া  English Grammar এবং বাংলা ব্যাকরণের বেসিক থেকে খুঁটিনাটি আলোচনা।

আজ আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ West Bengal Board of Secondary Education প্রদত্ত অষ্টম শ্রেণীর  মডেল অ্যাক্টিভিটি টাস্ক, গণিত, Model Activity Task, Class-VIII, Math, এর সমাধান নিয়ে। 
ছাত্র-ছাত্রীদের প্রতি অনুরোধ তোমরা অতি সত্ত্বর খাতায় এর উত্তর লিখে নিজের বিদ্যালয়ে ধার্য সময়ে শিক্ষক মহাশয়ের নিকট তা  জমা করবে । 

আজ আমরা 2021 এর Class 8 Math এর Model Activity Task এর সমস্ত প্রস্নের উত্তর নিয়ে সুস্পষ্ট আলোচনা করলাম ।আগামী পোষ্টে আমরা আগত Model Activity Task এর সমাধান নিয়ে যথা শীঘ্রই হাজির হবো । তবে চলো আমরা বিষয়ের গভীরে প্রবেশ করি। 

New Model Activity Task Math Class 8

Fully Solved New Model Activity Task Math Class 8
মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণির গণিত
মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণির গণিত এর সমাধান

1.  100 টাকার 15% = ________টাকা।

2 . 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ ?

3. কোন সংখ্যার 20%, 15 হবে ?

4. নীচের চিত্রের ফাঁকা স্থানগুলো পূর্ণ করো-

(i) দশমিক থেকে শতকরায় পরিণত করো-

(a) o.29 =

(b) শতকরা থেকে দশমিকে  পরিণত করো-

(a) 91% =

(b) 8% =

(iii) ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো-

(a) 3/4 =

(b) 2/5 =

(iv) শতকরা থেকে ভগ্নাংশে  পরিণত করো-

(a) 23% =

(b) 7.9% =

(v) দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো-

(a) 0.02% =

(b) 1.51% =

(vi) ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো-

(a) 6/7 =

(b) 9/11 =

5. 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে তার শতকরা হার নির্ণয় করো।

ANSWER-




আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ই পোষ্টটি সহপাঠীদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও উপরিক্তি কোন প্রশ্নোত্তরে সমস্যা থাকলে আমাদের Comment Section-এ অবশ্যই জানাও আমরা তা সমাধানে সদা তৎপর ও সচেষ্ট থাকব, ধন্যবাদ
Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

1 Comments

Post a Comment
Previous Post Next Post