![]() |
Model Activity Task Part 5 Swathya o Sharir Siksha Class 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীরশিক্ষা অষ্টম শ্রেণি |
তোমরা আমাদের Website Digital Porasona পাবে সমস্ত All English Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
Model Activity Task Part 5 Swathya o Sharir Siksha Class 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীরশিক্ষা অষ্টম শ্রেণি-র সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সম্মুক্ষে হাজির হলাম। তোমরা আর সময় অপচয় না করে, এবার তোমরা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীরশিক্ষা সমস্ত উত্তর গুলো ঝটপট লিখে নাও।
Model Activity Task Part 5 Swathya o Sharir Siksha Class 8 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীরশিক্ষা অষ্টম শ্রেণি
Model Activity Task Part 5 Swathya o Sharir Siksha Class 8, 2021
Class 8 Model Activity Task Part 5 Swathya o Sharir Siksha Solved
(দ্বিতীয় অধ্যায় :স্বাস্থ্য শিক্ষা)
(ক) WHO পুরো নাম ____ Health Organization.
উত্তর - World
(খ) বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা ___ও সুরক্ষিত হতে হবে।
উত্তর - নিরাপদ।
(গ) স্বাস্থ্যবিধান হল বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে____ সুস্থ, সুন্দর ও নীরোগ রাখা যায়।
উত্তর - শরীরকে।
(ঘ) দরিদ্র পরিবারগুলির চিকিৎসা ব্যয় এর 60 ___খরচ হয় স্বাস্থ্য বিধানের অভাবজনিত জলবাহিত রোগের চিকিৎসায়।
উত্তর - শতাংশ।
(ঙ) কোন দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার ওপর নির্ভর করে ওই দেশের মানব_____সূচক।
উত্তর - উন্নয়ন।
২. সঠিক উত্তরটি নির্বাচন করো:
(ক) শিক্ষার্থীদের শরীরে আয়োডিন নামক খনিজ মৌলটির অভাব হলে কি কি উপসর্গ দেখা দেবে?
i) চোখে ট্যারা ভাব
iv) গলগন্ড
v) সব কয়টি
উত্তর :(v) সব কয়টি।
(খ) কোন রোগটি আয়রন নামক খনিজ মৌলের অভাবজনিত রোগ?
i) চর্মরোগ
ii) ডেঙ্গু
iii) ম্যালেরিয়া
iv) রক্তাল্পতা
v) রাতকানা
উত্তর :-iv) রক্তাল্পতা
(গ) কোনটি ভিন্ন ধরনের রোগ?
i) ম্যালেরিয়া
ii) ফাইলেরিয়া বা গোদ
iii) টিটেনাস
iv) ডেঙ্গু
v) চিকনগুনিয়া
উত্তর :- iii) টিটেনাস।
ii) কোন মশা কামড়ালে চিকুনগুনিয়া রোগ হয়
iii) কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়
iv) কোন মশা কামড়ালে ফাইলেরিয়া রোগ হয়
উত্তর :-iii) কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়।
(ঙ) কখন কখন হাত ধুতে হবে?
i) খাবার খাওয়ার আগে ও পরে
ii) শৌচাগার ব্যবহারের পরে
iii) রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে
iv) স্নান করার পরে
v) i +ii +iii নং এর ক্ষেত্রে
vi) সবকটি ক্ষেত্রেই।
উত্তর:-v) i +ii +iii নং এর ক্ষেত্রে।
৩. নিজের মত করে লেখো:
(ক) নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো।
উত্তর- নির্মাল বাংলা অভিযানের প্রধান লক্ষ্য হলো নির্মল গ্রাম গঠন করা। গ্রামাঞ্চলের সার্বিক স্বাস্থ্যবিধান কে উন্নত করতে ভারত সরকার 2003 সালে নির্মল গ্রাম পুরস্কার চালু করেন।
নির্মল গ্রাম এর বৈশিষ্ট্য :
১)গ্রাম পঞ্চায়েত সভায় উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করা যাবে না এবং নিয়ম ভঙ্গকারি কে শাস্তি দানের ব্যবস্থা করতে হবে।
২) শৌচাগার গুলি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন হয় এবং আলো-বাতাস বাধাহীনভাবে প্রবেশ করতে পারে এরকম ব্যবস্থা নিতে হবে ।
৩)ভাগাড়্ থাকবে জনবসতি থেকে দূরে যাতে দুর্গন্ধ, রোগজীবাণু লোকালয়ে আসতে না পারে।
৪)ব্যবহৃত জলকে পূর্নব্যবহার করতে হবে, যেমন ফুল চাষ বা সবজি চাষ ক্ষেত্রে সেই জল ব্যবহার করা যেতে পারে।
৫)পরিবেশকে নির্মল রাখতে বৃক্ষরোপনের প্রতি জোর দিতে হবে।
(খ) বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে?
উত্তর- বিদ্যালয়ে যাতে প্রত্যেক শিক্ষার্থী সুরক্ষিত থাকতে পারে সেদিকে দৃষ্টিপাত রেখে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে ।
১) বিদ্যালয়ে পানীয় জল এবং নলকূপ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে।
৩) মিড ডে মিল আহারের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করতে হবে।
৪) খাবার আগে ও পরে হাত ধোয়ার জন্য নলকূপের কাছে সাবান ,হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করতে হবে এমনকি বেসিনের ব্যবহার করতে হবে।
৬) বিদ্যালয় প্রাঙ্গণে সবজি, ফুল -ফলের বাগান করতে হবে।
৭) বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা হেতু ফার্স্ট এইড বক্সের ব্যবস্থা নিতে হবে।
Model Activity Task Part 5 Swasthya O Sharir Siksha Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীরশিক্ষা অষ্টম শ্রেণি
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টিগোচর করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেনা। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি ও উপকৃত হয়েছো, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 Swasthya O Sharir Siksha Class 8 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ স্বাস্থ্য ও শারীরশিক্ষা অষ্টম শ্রেণি করার সুযোগ করে দাও।