![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোই আছো। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ শ্রেণীভিত্তিক মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ট শ্রেণির পরিবেশ ও ভূগোল New Model Activity Task Class 6 Poribesh O Bhugol এর প্রশ্ন-পত্র বিতরণ করেছে। হোম টাক্স হিসেবে উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয় জমা দিতে হবে। আমরা তোমাদের পাশে বন্ধুর মতো হাজির হয়ে ষষ্ট শ্রেণির পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান করে দিলাম । আশা করি তোমরা উপকৃত হবে।
Digital Porasona -এর Online Educational Platform- এর সকলকে সু-স্বাগতম। আমাদের এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ও অনুশীলনীর খুঁটিনাটি ব্যাখ্যা ও আলোচনা। তাছাড়া বাংলা ব্যাকরণ ও English Grammar এর সুস্পষ্ট, সহজ-সরল আলোচনা।
আজকের পোষ্টে আমরা 2021 এর Model Activity Task Class 6 এর পরিবেশ ও ভূগোল এর যথাযথ সমাধান নিয়ে আলোচনা করেছি। আগামীতে আমরা পরবর্তী Model Activity Task -এর সমাধান নিয়ে হাজির হবো। তবে এসো আমরা আজকের বিষয়ে প্রবেশ করি।
পরিবেশ ও ভূগোল
Class - VI
Activity-3
১.
বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১. ঠিক জোড়াটি
নির্বাচন করো:
ক) গ্রহ -
নিজস্ব আলো আছে।
খ) গ্রহাণু-
গ্রহের তুলনায় আয়তনে বড়।
গ) উপগ্রহ-
নক্ষত্রের আলোয় আলোকিত।
ঘ) উল্কা-
লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক।
উত্তরঃ - গ)
উপগ্রহ- নক্ষত্রের আলোয় আলোকিত।
১.২.
নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হল –
ক) মকরক্রান্তি
রেখা
খ)
কর্কটক্রান্তি রেখা
গ) মূল
মধ্যরেখা
ঘ) কুমেরুবৃত্ত
রেখা
উত্তরঃ - খ)
কর্কটক্রান্তি রেখা।
১.৩. নিচের
যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হল-
ক) অরুণাচল
প্রদেশ
খ)
মহারাষ্ট্র
গ) হিমাচল
প্রদেশ
ঘ)
পশ্চিমবঙ্গ।
উত্তরঃ - ঘ)
পশ্চিমবঙ্গ।
২. বাক্যটি
সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখো :
২.১. গোলাকার পৃথিবী দ্রুতগতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত।
উত্তর- ঠিক
২.২. 0° ও 180° দ্রাঘিমারেখা প্রকৃতপক্ষে একটিই রেখা।
উত্তর- ভুল
২.৩. সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন।
উত্তর- ঠিক
৩. সংক্ষিপ্ত
উত্তর দাও।
৩.১. তারার রঙের
সঙ্গে উষ্ণতার সম্পর্ক লিখো।
উত্তরঃ -
তারার রঙ ও উষ্ণতার মধ্যে এক নিবিড় সম্পর্ক আছে। যে তারা সাদা রঙের তাদের উষ্ণতা বেশি।
যে তারা
গুলির রঙ নীল বর্ণের তাদের উষ্ণতা মাঝারি।
যে তারার রঙ
লালচে তাদের উষ্ণতা সবচেয়ে কম। এই তারাগুলি মহাকাশে বেশি সংখ্যায় আছে।
৩.২. পৃথিবীর
কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রী কোণে হেলে অবস্থান করছে তা
এঁকে দেখাও।
৪. হিমালয়ের উত্তর থেকে
দক্ষিনে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তরঃ - হিমালয়ের উত্তর থেকে
দক্ষিনে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণী হলো-
ii) হিমাচল হিমালয়- প্রবল ভূ
আলোড়ন এর সময় 2.5-3 কোটি বছর
আগে হিমাচল হিমালয়ের সৃষ্টি হয়। হিমাচল হিমালয়ের গড় উচ্চতা 3500-4500 মিটার। হিমাচল হিমালয়ের উল্লেখযোগ্য পর্বতশ্রেণী গুলি হল-
পিরপাঞ্জাল, ধাউলাধার, মিশরী প্রভৃতি।
iii) শিবালিক হিমালয়- আজ থেকে
প্রায় কুড়ি লক্ষ থেকে 2 কোটি বছর আগে
প্রবল ভূ-আলোড়ন শিবালিক হিমালয়ের উৎপত্তি হয়। এটি হিমালয়ের সর্বোচ্চ দক্ষিণের
পর্বতশ্রেণী। এখানে ডাফলা, মিরি প্রভৃতি
পাহাড় দেখা যায়। হিমাচল হিমালয় ও শিবালিক হিমালয়ের মাঝের অংশকে দুন বলে।
দেরাদুন ভারতের বৃহত্তম দুন।
আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পোষ্টটি সহপাঠীদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। উপরিক্তি কোন প্রশ্নোত্তরে সমস্যা থাকলে আমাদের Comment Section-এ অবশ্যই জানাও। আমরা তা সমাধানে সদা তৎপর ও সচেষ্ট থাকব, ধন্যবাদ।