New Model Activity Task Math Class 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ট শ্রেণির গণিত

New Model Activity Task Math Class 6
মডেল অ্যাক্টিভিটি টাস্ক

স্নেহের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ(West Bengal Board of Secondary  Education) ষষ্ঠ শ্রেণির জুলাই মাসের নতুন পাঠ গণিতের Model Activity Task-এর প্রশ্নপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন হিসেবে তার সমাধান করে ধার্য সময়ের যাতে তারা  শিক্ষক মহাশয়ের হাতে তুলে দেয়, সেই উদ্দেশ্যে কিন্তু অধিকার শিক্ষার্থী প্রশ্নপত্রের সমাধান করতে অসুবিধা হচ্ছে তাদের এই অসুবিধাকে দূর করতে আমরা তাদের পাশে সহযোগী স্বরূপ সমাধান পত্র উপস্থাপন করলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের আবেদন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই সমাধান খাতায় লিখে নিজ নিজ বিদ্যালয়ে জমা করে।   

Digital Porasona -এর Online Educational Platform- এ সকলকে সু-স্বাগতম আমাদের এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ও অনুশীলনীর খুঁটিনাটি ব্যাখ্যা ও আলোচনা তাছাড়া বাংলা ব্যাকরণEnglish Grammar এর সুস্পষ্ট, সহজ-সরল আলোচনা।

 আজকের পোষ্টে আমরা 2021 এর Model Activity Task Class 6 এর Math Part 4 এর  যথাযথ সমাধান নিয়ে আলোচনা করেছি আগামীতে আমরা পরবর্তী Model Activity Task -এর সমাধান নিয়ে হাজির হবো তবে এসো আমরা আজকের বিষয়ে প্রবেশ করি। 

New Model Activity Task Math Class 6

Class 6 Math Model Activity Task

গণিত

ষষ্ঠ শ্রেণি 


নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। :

1 . বহু মুখে উত্তর ধর্মী প্রশ্ন( MCQs) :

i. আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো

(a) ( 00000001-9999999)

(b) (11111111-9999999)

(c) (100000000 - 9999999)

(d) ( 10000000 - 9999999 )

উত্তর- (d) ( 10000000 - 9999999 )

ii) 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো

(a) C

(b) D

(c) L

(d) M

উত্তর - (b) D

iii) (3×1/5)- কে লেখা যায়-

(a)  5 x 1/3

(b) 1/5x1/3

(c) 1/3 + 1/3 +1/3 +1/3 + 1/3

(d) 1/5 + 1/5 + 1/5

উত্তর- (d) 1/5 + 1/5 + 1/5

2. সত্য /মিথ্যা লেখো-(T/F)

(i) 1/3 ÷ 15 = 5

উত্তর- মিথ্যা।

(ii) 50 টাকার 1/5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না।

উত্তর- সত্য।

(iii) 5501- এর সবথেকে কাছে 1000- গুণিতকে পূর্ণসংখ্যা হলো 6000।

উত্তর-সত্য।

3. স্তম্ভ মেলাও( যে কোনো 3টি)

প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ
y-7<20 th=""> y-7, 20-এর সমান এবং 20-এর ছোট
y-7>_20 y-7, 20-এর অসমান
y-7#20 y-7, 20-এর-থেকে বড়ো
y-7<_20 th="">y-7, 20-এর-থেকে ছোট
y-7>20 y-7, 20-এর সমান এবং 20-এর থেকে বড়ো

উত্তর-

প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ
y-7<20 th=""> y-7, 20-এর-থেকে ছোট
y-7>_20 y-7, 20-এর সমান এবং 20-এর থেকে বড়ো
y-7#20 y-7, 20-এর অসমান

4. i) তুমি তোমার দাদার থেকে বছরের ছোট। চল ব্যবহার করে  তোমার দাদার বয়স কে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো।

উত্তর- ধরিলাম, আমার বয়স x বছর

আমার দাদা আমার থেকে 5 বছরের বড়

আমার দাদার বয়স = (x + 5) বছর।

ii) 5005005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো।

উত্তর- 5000000 + 000000 + 00000+ 5000 +000 + 00 + 5

আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ই পোষ্টটি সহপাঠীদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও উপরিক্তি কোন প্রশ্নোত্তরে সমস্যা থাকলে আমাদের Comment Section-অবশ্যই জানাও আমরা তা সমাধানে সদা তৎপর ও সচেষ্ট থাকব, ধন্যবাদ

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

Post a Comment (0)
Previous Post Next Post