![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
ইতিহাস
ষষ্ঠ শ্রেণি
১. সঠিক শব্দ বেছে নিয়ে
শূন্যস্থান পূরণ করো :
(ক) এখনো পর্যন্ত সবচেয়ে
পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে ___ ( এশিয়াতে/
পূর্ব আফ্রিকাতে/ আমেরিকাতে )।
উত্তর - পূর্ব আফ্রিকাতে।
( খ ) মেহেরগড় সভ্যতা
আবিষ্কার করেন____ ( জাঁ ফ্রান্সোয়া জারিজ / চার্লস ম্যাসন /দয়ারাম সাহানি )।
উত্তর - জাঁ ফ্রান্সোয়া
জারিজ।
( গ ) হরপ্পা সভ্যতা _____ যুগের সভ্যতা ( প্রাক- ইতিহাস /প্রায়- ইতিহাস / ঐতিহাসিক )।
উত্তর - প্রায়- ইতিহাস।
২. ক - স্তম্ভের সাথে খ- স্তম্ভ মিলিয়ে লেখো ঃ
উত্তর –
৩. একটি বা দুটি বাক্যে লেখোঃ
( ক ) মেহেরগড় সভ্যতা কোন
কোন পণ্য উৎপাদিত হত ?
উত্তর - মেহেরগড় সভ্যতা যে
সমস্ত ফসল উৎপাদিত হতো বা পণ্য উৎপাদিত হতো অথবা চাষ করা হতো। সেই গুলি হল গম, জব জাতীয় শস্য। এছাড়াও পরবর্তীতে কার্পাস চাষের নিদর্শন
পাওয়া যায়।
( খ ) উপমহাদেশের পুরনো
গুহা বসতি প্রমান পাওয়া গেছে এমন কয়েকটি স্থানের নাম লেখো।
উত্তর -
উপমহাদেশের যে সমস্ত অঞ্চলে পুরনো গুহার সন্ধান মিলেছে সেগুলি হল ভীমবেটকা, হুনশগি ও বাগোর প্রভৃতি স্থানে।
৪. নিজের ভাষায় লেখ (৩ – ৪) টি বাক্যেঃ
তুমি কি মনে
করো,
আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন?
উত্তর -
আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে এক আমূল পরিবর্তন এনে দেয়।
যেমন- ১)
আগেকার দিনে মানুষ বন জঙ্গলে বসবাস করত
এবং তাদের সেখানে পশুদের ভয়ে প্রাণ হারানোর ভয় থাকতো।
২) আগুন
আবিষ্কারের পর তারা পশুদের থেকে নিজেদেরকে রক্ষা করতে শিখল।
৩) আগেকার
দিনে মানুষ বনে জঙ্গলে থাকার সময় ফল,মূল এবং কাঁচা মাংস খেত, আগুন আবিষ্কারের পরে তারা পশুর মাংস পুড়িয়ে খেতে শিখলো।
৪) পরবর্তীতে
তারা রান্না করতে শিখলো এবং রান্না করে খাবার খেতে শিখলো।
৫) মাটি থেকে
মাটি থেকে ইট তৈরি করতে শিখলো, লোহাকে কাজে লাগাতে শিখলো , পাকা ঘর-বাড়ি বানাতে শিখল।
এছাড়াও
আগুনের ফলে বিভিন্ন যন্ত্রপাতি ও দৈনন্দিন ব্যবহারে প্রয়োজন মেটাতে শিখলো।
শিক্ষার্থী বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। অতি শীঘ্রই আগামী ট্যাক্স এর সমাধান নিয়ে আমরা হাজির হব। উপরিক্ত প্রশ্নোত্তরে কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই Comment Section-এ লিখে পাঠাও।
ধন্যবাদ