Solution of New Poribesh Model Activity Task of Class V 2021

Solution of New Poribesh Model Activity Task of Class V
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো। সম্প্রীতি স্কুল বিদ্যালয় বন্ধ তাই West Bengal Board of Secondary Education, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ধারাবাহিকভাবে প্রত্যেক মাসে শিক্ষার্থীদের হাতে  তুলে দিচ্ছে Model activity task, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার সাথে যুক্ত থাকে। তার জন্য ধারাবাহিকতা বজায় রেখে চলেছে কিন্তু শিক্ষার্থীদের একা হাতে সমস্ত প্রশ্নের উত্তর বা সমাধান করা দুষ্কর তাই আমরা সহযোগী বন্ধু হয়ে, আমাদের Digital Porasona Online Educational Platform এ Class 5 এর আমাদের পরিবেশ New Part 4 এর সমস্ত প্রশ্ন উত্তর বা সমাধান পোস্ট করলাম। আশা করি সকলে উপকৃত হবে।   
তাছাড়া আমাদের Digital Porasona এ তোমরা নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক ও প্রশ্নের ব্যাখ্যা পাবে, এমনকি English Grammar, বাংলা ব্যাকরণ এর সুস্পষ্ট সাবলীল আলোচনা ও ব্যাখ্যা পাবে। আর বেশি দেরি না করে আজকের বিষয় শুরু করে। 

Model Activity Task Class 5 Fully Solved 
Model Activity Task Class 5 Amader Poribesh Fully Solved
Solution of New Poribesh Model Activity Task of Class V 2021

পঞ্চম শ্রেণি

আমাদের পরিবেশ 

Activity-3

১. ঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম- 

ক) ভার্টিব্রা

খ) টিবিয়া

গ) হিউমেরাস

ঘ) ফিমার

উত্তর- গ) হিউমেরাস

১.২ একটি বন্য প্রাণীর উদাহরণ হল -

ক) গরু

খ) ছাগল

গ) শিয়াল

ঘ) ভেড়া

উত্তর- গ) শিয়াল

১.৩ যে প্রাণীটি অমেরুদন্ডী সেটি হল-

ক) রুই মাছ

খ) কেঁচো

গ) কাক

ঘ) কুকুর

উত্তর - খ) কেঁচো

. একটি বাক্যে উত্তর দাও:

২.১. কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?

উত্তর- যক্ষা

২.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?

উত্তর - হৃদপিণ্ড

২.৩ কোন ধরনের মাটিতে কাদার ও বালির ভাগ প্রায় সমান পরিমাণ থাকে?

উত্তর - দোআঁশ মাটি

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

৩.১ তোমার চেনা দু'রকম রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।


৩.২ বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো?

উত্তর -

i) গবাদিপশুর স্নান করানো যায়।

ii) চাষাবাদের কাজে লাগানো যায়।

iii) রান্নার কাজেও লাগানো যায়।

iv) গাড়ি ধোলাই, মৎস্য চাষ এর কাজে লাগানো যায়।

v) বাসন মাজা, কাপড় কাচাতে ও কাজে লাগে।

. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

৪.১. মাটি কিভাবে তৈরি হয়?

উত্তর - পাথর, শিলা প্রভৃতি চূর্ণ-বিচূর্ণ হয়ে খনিজ পদার্থ ও জৈব যৌগ  মিশ্রিত হয়ে মাটি তৈরি হয়েছে। জৈব পদার্থের উপস্থিতিতে ভূমিক্ষয়, আবহবিকার, বিচূর্ণীভবন প্রভৃতি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের দ্বারাই পাথর থেকে মাটির সৃষ্টি হয়েছে।

আমাদের Website-Digital Porasona-য় থাকার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতেও তোমরা পরবর্তী Model activity task এর সমাধান পাবে এখানে।তোমরা তোমাদের বন্ধুদের কেউ Share(শেয়ার) করে তাদেরকেও প্রশ্নের উত্তর সমাধান করার সুযোগ করে দাও। শিক্ষা ও গৃহশিক্ষকের সহযোগিতা পেতে যুক্ত থেকো আমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো এবং ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্ন ভাবে শিক্ষা লাভ করতে থাকো। 

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

1 Comments

Post a Comment
Previous Post Next Post