![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ
Activity-3
১. ঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম-
ক) ভার্টিব্রা
খ) টিবিয়া
গ) হিউমেরাস
ঘ) ফিমার
উত্তর- গ) হিউমেরাস।
১.২ একটি বন্য প্রাণীর উদাহরণ হল -
ক) গরু
খ) ছাগল
গ) শিয়াল
ঘ) ভেড়া
উত্তর- গ) শিয়াল।
১.৩ যে প্রাণীটি অমেরুদন্ডী সেটি হল-
ক) রুই মাছ
খ) কেঁচো
গ) কাক
ঘ) কুকুর
উত্তর - খ) কেঁচো।
২. একটি বাক্যে উত্তর দাও:
২.১. কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?
উত্তর- যক্ষা।
২.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের
সারা দেহে ছড়িয়ে যায়?
উত্তর - হৃদপিণ্ড।
২.৩ কোন ধরনের মাটিতে কাদার ও বালির
ভাগ প্রায় সমান পরিমাণ থাকে?
উত্তর - দোআঁশ মাটি।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ তোমার চেনা দু'রকম রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
৩.২ বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো?
উত্তর -
i) গবাদিপশুর স্নান করানো যায়।
ii) চাষাবাদের কাজে লাগানো যায়।
iii) রান্নার কাজেও লাগানো যায়।
iv) গাড়ি ধোলাই, মৎস্য চাষ এর কাজে
লাগানো যায়।
v) বাসন মাজা, কাপড় কাচাতে ও কাজে
লাগে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৪.১. মাটি কিভাবে তৈরি হয়?
উত্তর
- পাথর, শিলা প্রভৃতি চূর্ণ-বিচূর্ণ হয়ে খনিজ পদার্থ ও জৈব যৌগ মিশ্রিত হয়ে মাটি তৈরি হয়েছে। জৈব পদার্থের উপস্থিতিতে
ভূমিক্ষয়, আবহবিকার, বিচূর্ণীভবন প্রভৃতি প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের দ্বারাই
পাথর থেকে মাটির সৃষ্টি হয়েছে।
আমাদের Website-Digital Porasona-য় থাকার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতেও তোমরা পরবর্তী Model activity task এর সমাধান পাবে এখানে।তোমরা তোমাদের বন্ধুদের কেউ Share(শেয়ার) করে তাদেরকেও প্রশ্নের উত্তর সমাধান করার সুযোগ করে দাও। শিক্ষা ও গৃহশিক্ষকের সহযোগিতা পেতে যুক্ত থেকো আমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো এবং ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্ন ভাবে শিক্ষা লাভ করতে থাকো।
Thanks
ReplyDelete