![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
স্নেহের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ West Bengal Board of Secondary Education ষষ্ঠ শ্রেণির জুলাই মাসের নতুন পাঠ বাংলা Model Activity Task-এর প্রশ্নপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন হিসেবে। তার সমাধান করে ধার্য সময়ের যাতে তারা শিক্ষক মহাশয়ের হাতে তুলে দেয়, সেই উদ্দেশ্যে কিন্তু অধিকার শিক্ষার্থী প্রশ্নপত্রের সমাধান করতে অসুবিধা হচ্ছে তাদের এই অসুবিধাকে দূর করতে আমরা তাদের পাশে সহযোগী স্বরূপ সমাধান পত্র উপস্থাপন করলাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের আবেদন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই সমাধান খাতায় লিখে নিজ নিজ বিদ্যালয়ে জমা করে।
Digital Porasona -এর Online Educational Platform- এর সকলকে সু-স্বাগতম। আমাদের এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ও অনুশীলনীর খুঁটিনাটি ব্যাখ্যা ও আলোচনা। তাছাড়া বাংলা ব্যাকরণ ও English Grammar এর সুস্পষ্ট, সহজ-সরল আলোচনা।
আজকের পোষ্টে আমরা 2021 এর Model Activity Task Class 6 এর Bengali Part 4 এর যথাযথ সমাধান নিয়ে আলোচনা করেছি। আগামীতে আমরা পরবর্তী Model Activity Task -এর সমাধান নিয়ে হাজির হবো। তবে এসো আমরা আজকের বিষয়ে প্রবেশ করি।
Solution of New Bengali Model Activity Task of Class VI 2021
১.১ ‘ ভরদুপুরে
’ কবিতায় ‘ শুকনো খড়ের আঁটি ‘ রয়েছে-
(ক) অশ্বত্থ গাছের নিচে
(খ) মাঠে
(গ) গোলাঘরে
(ঘ) নৌকার খোলে
উত্তর- (ঘ) নৌকার খোলে।
১.২ ‘ তাকে আসতে বলবে কাল।‘---আসতে বলা হয়েছে
(ক) শংকর সেনাপতিকে
(খ) অভিমুন্য সেনাপতিকে
(গ) বিভীষণ দাসকে
(ঘ) পঞ্চানন অপেরা
মল্লিককে
উত্তর- (খ) অভিমুন্য সেনাপতিকে
১.৩ ‘ আকাশে নয়ন তুলে ‘ দাঁড়িয়ে রয়েছে
(ক) বুনো পাহাড়
(খ) মরুভূমি
(গ) প্রভাতসূর্য
(ঘ) পাইন গাছ
উত্তর- (ঘ) পাইন গাছ
১.৪ ‘ যেতে পারি কিন্তু কেন যাব ‘ কাব্যগ্রন্থটির রচয়িতা
(ক) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(খ) অরুণ মিত্র
(গ) শক্তি চট্টোপাধ্যায়
(ঘ) অমিয় চক্রবর্তী
উত্তর- (গ) শক্তি চট্টোপাধ্যায়
১.৫ পূর্ববঙ্গের মাহুতের ভাষায়
মাইল শব্দের অর্থ
(ক) পিছনে যাও
(খ) সাবধান
(গ) বস
(ঘ) কাত হও
উত্তর- (খ) সাবধান
২. খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
২.১ ‘ওতো পথিক জনের ছাতা ’---- পথিক জনের ছাতা কোনটি ?
উত্তর- আলোচ্য উদ্ধৃত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘ ভরদুপুরে ’ কবিতার পথিক জনের ছাতা হলো অশথ গাছটি।
২.২ ‘ এখানে বাতাসের ভিতর সব সময়
ভিজে জলের ঝাপটা থাকে----কেন এমনটি
হয় ?
উত্তর- এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে কারণ
পাচ-সাত মাইলের মধ্যে বঙ্গোপসাগর।
২.৩ ‘ মন ভালো করা ‘ কবিতায় কবি রোদ্দুরকে কিসের
সঙ্গে তুলনা করেছেন ?
উত্তর- ‘ মন ভালো করা ‘ কবিতায় কবি
রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের সঙ্গে তুলনা করেছেন।
২.৪ ‘ আমি কথা দিয়ে এসেছি ‘-----কথক কোন কথা দিয়ে এসেছেন ?
উত্তর- অরুণ মিত্রের ’ ঘাসফড়িং ‘ কবিতায় কথক কথা দিয়ে এসেছেন
যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন।
৩. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখোঃ
৩.১ ‘ দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে ।’----কে এমন স্বপ্ন
দেখে ? কেন সে এমন স্বপ্ন দেখে ?
উত্তর- উদ্ধৃত অংশে স্বপ্ন দেখে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা
পাইন গাছ।
পাইন গাছের স্বপ্ন দেখার কারণ পাইন গাছের পরিবেশ ঠান্ডা সেখানে সবসময় বরফে ঢাকা কিন্তু
পাইন গাছের ইচ্ছা সে পাম গাছের মতো মরুভূমির ওপর দাঁড়িয়ে থাকবে তাই সে এমন স্বপ্ন
দেখে।
৩.২ ‘ তাই তারা স্বভাবতই নীরব।‘ ।----- কাদের কথা বলা হয়েছে ? তারা নীরব কেন ?
উত্তর- উদ্ধৃত অংশে জঙ্গলের পশুদের সম্পর্কে একথা বলা হয়েছে।
জঙ্গলের পশুদের সর্বদাই নিজের প্রাণ বাঁচিয়ে চলতে হয় তাই
স্বভাবতই তারা নীরবে চলাফেরা করে।
৩.৩ ‘এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত
স্থান খুঁজতে বের হয় ‘----উপযুক্ত স্থান
খুঁজে নেওয়ার কৌশলটি ‘কুমোরে-পোকার বাসাবাড়ি রচনাংশ অনুসরণে লেখো।
উত্তর- যখনই ডিম পাড়ার সময় হয় তখনই কুমোরে-পোকা বাসা বানানোর জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে। তারপর বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা করে
জায়গাটি।নিকটবর্তী
স্থান থেকে
এরপর কাদা মাটি সংগ্রহ করে আনে ।বারবার যাতায়াত করে রাস্তা চিনে নেয় ভালোভাবে। চল্লিশ-পঞ্চাশ এমনকি কখনো
কখনো দেড়শ-দুশো গজ দূর
থেকেও কাদা মাটি সংগ্রহ করে আনে এবং বাসা তৈরীর কাজে লেগে যায়।
৪. নির্দেশ অনুসারে উত্তর দাও:
৪.১ বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে ‘র’ হচ্ছে----এমন দুটি উদাহরণ দাও।
উত্তর-
নিরালয় = নিঃ + আলয়
নিরাকার = নিঃ + আকার
৪.২ বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত
হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে----- এমন দুটি উদাহরণ দাও।
উত্তর-
নিরাপদ = নিঃ +আপদ
নীরব = নিঃ + রব
৪.৩ উদাহরণ দাও-জোড়বাঁধা সাধিত
শব্দ, শব্দখন্ড বা
শব্দাংশ জুড়ে সাধিত শব্দ।
উত্তর- জোড়বাঁধা সাধিত শব্দ - পিতা মাতা।
শব্দ খন্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ- দেবালয়= দেব + আলয়।
৪.৪ সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দের
পার্থক্য কোথায়?
উত্তর-
সংখ্যাবাচক- সংখ্যাবাচক
শব্দের দ্বারা সাধারণত সমষ্টি বোঝানো হয়।
পূরণবাচক- পূরণবাচক শব্দ
দ্বারা একটি নির্দিষ্ট স্থানকে বোঝানো হয়।
আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পোষ্টটি সহপাঠীদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। উপরিক্তি কোন প্রশ্নোত্তরে সমস্যা থাকলে আমাদের Comment Section-এ অবশ্যই জানাও। আমরা তা সমাধানে সদা তৎপর ও সচেষ্ট থাকব, ধন্যবাদ।
🥇🏆💐
ReplyDelete