![]() |
Madrasah Mathematics Task |
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোই আছো। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, উচচশিক্ষাপর্ষদ শ্রেণীভিত্তিক টাস্ক ষষ্ট শ্রেণির গণিত Solution Of New Inter High Madrasah Mathematics Task of Class 6, 2021 এর প্রশ্ন-পত্র বিতরণ করেছি হোম টাক্স হিসেবে। উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে জমা দিতে হবে।
Digital porasona সবথেকে বিশ্বস্ত ও জনপ্রিয় একমাত্র সহজ, সরল ভাষার Online Platform. আমাদের এই website -এ এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর সকল বিষয়ের Model Activity Tasks (মডেল অ্যাক্টিভিটি টাস্ক) এর সমাধান বা উত্তর পাওয়া যাবে।
প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা সহজ ও সরল অনুবাদ, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। এছাড়াও পাঠ্য বইয়ের সমস্ত প্রকৃতির প্রশ্নের উত্তর সহজ-সরল ভাষায় আলোচনা করা হয়েছে আমাদের এই Digital Porasona website -এ সাইটে।
আমরা তোমাদের পাশে বন্ধুর মতো হাজির হয়ে Inter High Madrasah Mathematics Class 6 বা ষষ্ট শ্রেণির গণিত টাস্ক এর সমাধান করে দিলাম। আশা করি তোমরা উপকৃত হবে।
Inter High Madrasah Mathematics Class 6
INTER HIGH MADRASAH মাদ্রাসা MATHEMATICS CLASS- 6
1.সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো
i) 4.025 x 100 এর মান হলো-
(a) 402.5
(b)40.25
(c) 4025
উত্তর- (a) 402.5
ii) 1 কিলোমিটারের মান
(a) 10 মিটার
(b) 1000 মিটার
(c) 100 মিটার
উত্তর- (b) 1000 মিটার
iii) শঙ্কুর বক্রতলের সংখ্যা
(a) 3 টি
(b) 2 টি
(c) 1 টি
উত্তর- (c) 1 টি
iv) 1 সরল কোণের মান হল
(a) 180°
(b) 90°
(c) কোনটি নয়
উত্তর- (a) 180°
2.শূন্যস্থান পূরণ কর (যে কোন তিনটি)
i) 19/100 = ......... %
উত্তর- 0.19
ii) -3 ...... = 0
উত্তর- (+3)
iii) সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা...........
উত্তর- ১
iv) দুটি সংখ্যার গুনফল = সংখ্যা দুটির গ. সা.গু x .............
উত্তর- ল. সা. গু
3.নিচের প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন তিনটি)
i) একইরকম 4 বিস্কুটের প্যাকেটের ওজন 12. 6 গ্রাম হলে, 1 টি প্যাকেটের ওজন নির্ণয় করো।
উত্তর- একইরকম 4 বিস্কুটের প্যাকেটের ওজন =12• 6 গ্রাম।
ঐরকম 1টি বিস্কুটের প্যাকেটের ওজন =(12•6 ÷ 4) গ্রাম।
= 3•15 গ্রাম ।
ii) 61℅ কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তর- 61%
= 61/100
= 0•61
iii) 0.54 সামান্য ভগ্নাংশে প্রকাশ করো।
উত্তর- 0•54
= 54 / 99 (উভয়কে 11 দিয়ে ভাগ)
= 6 / 11
iv) গ.সা.গু নির্ণয় করো- 24, 36, 54
উত্তর-
Inter High Madrasah Mathematics Class 6
আমাদের website থাকার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আগামীতেও তোমরা পরবর্তী টাস্ক এর সমাধান পাবে, আমাদের এই Digital Porasona বা ডিজিট্যাল পড়াশোনা সাইটে। সহপাঠীদের এটা Share করে দাও, যাতে তারাও তোমার মতো আনন্দে লিখতে পারে ও সমস্ত প্রশ্নের সমাধান করে খুশি হতে পারে। শিক্ষা ও গৃহশিক্ষকের সহযোগিতা পেতে যুক্ত থেকো আমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো এবং ধারাবাহিকভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে শিক্ষা লাভ করতে থাকো।