Solution of New Bengali Model Activity Task of Class V 2021

Solution of New Bengali Model Activity Task of Class V
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজ আমরা আলোচনা করতে চলেছি, Class 5-এর বাংলা Model Activity Task New Part 4  নিয়ে। জুলাই মাসের Home Task পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জলাই এর প্রশ্নপত্র সকল শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়েছে কিন্তু সমস্ত প্রশ্নের সমাধান হয়তো শিক্ষার্থীদের আয়ত্তের মধ্যে নেই। তাই আমরা ডিজিট্যাল পড়াশোনা বা Digital Porasona -এর Online platform বা অনলাইন প্লাটফর্ম এ  Class 5 এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের সমাধান তুলে ধরলাম শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীবন্ধুরা আশা করি তোমরা উপকৃত হবে।     

তাছাড়া আমাদের এখানে তোমরা নার্সারি(Nursery) থেকে দ্বাদশ শ্রেণী(Class 12) পর্যন্ত বিষয়ভিত্তিক 
পাঠ্য বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর সহজ-সরল ভাষায় এবং মার্জিত ভাষায়, সমস্তশ্রেণীর বাংলা ব্যাকরণ এর সহজ সমাধান।  এছাড়া English Text Book এর সমস্ত প্রশ্নের উত্তর ও তার সহজ সরল ভাষায় বাংলাতে অনুবাদ Word by Word এখানে পাবে তোমরা।আশা করি তোমরা উপকৃত হবে।
তবে চলো আজকের বিষয় শুরু করি। 

Model activity task class 5 fully solved 
Model activity task class five Bengali fully solved
Solution of New Bengali Model Activity Task of Class V 2021

  

বাংলা

পঞ্চম শ্রেণি 

Activity-3

.একটি বাক্যে উত্তর দাও:

১.১! 'আয়রে ছুটে  ছোটরা'- ছোটদের কেন ছুটে আসতে হবে?

উত্তর - সুনির্মল বসু রচিত 'গল্পবুড়ো' কবিতায় ছোটদের ছুটে আসতে হবে। কারণ গল্পবুড়োর ঝোলাতে দুষ্প্রাপ্য গল্প সম্ভারে ভর্তি। রাজপুত্তুর, যক্ষীরাজ, পক্ষীরাজ ইত্যাদির আকর্ষণে ছোটরা ছুটে আসবে।

১.২! 'আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল' ।জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল?

উত্তর - লীলা মজুমদারের বুনোহাঁস গল্পে জওয়ানদের ঘাঁটি ছিল লাদাখের বরফাবৃত এক নির্জন স্থানে।

১.৩! 'দারোগাবাবু এবং হাবু' কবিতাই মেজদার পোষ্য কারা?

উত্তর- ভবানীপ্রসাদ মজুমদারের 'দারোগাবাবু এবং হাবু 'কবিতা ই মেজদার পোষ্য ছিল আটটি কুকুর।

১.৪! উলগুলান কাদের লড়াই?

 উত্তর- মহাশ্বেতা দেবী রচিত 'এতোয়া মুন্ডার কাহিনী' গল্পে উলগুলান হল মুন্ডাদের বিদ্রোহ।

১.৫! 'পাখির কাছে ফুলের কাছে' কবিতায় কোথায় কবিসভা বসবে?

উত্তর -'পাখির কাছে ফুলের কাছে' কবিতায় রক্ত জবার ঝোপের কাছে কবিসভা বসবে।

১.৬!' তাই বুঝি বিমলার কমে গেছে দাম ই' - বিমলার কেন মনে হয়েছে যে তার দাম কমে গেছে?

উত্তর - নবকৃষ্ণ ভট্টাচার্য এর বিমলার  অভিমান রচনায় বিমলা নিজেকে তুচ্ছ ভেবেছে কারণ তার দাদা ও ভাই অবনী কে মা বেশি ভালোবাসে বেশি খাবার দেয় আর মাঝখানে বিমলা নিজেকে ছাই এর নুড়ো ভেবেছে অর্থাৎ তার দাম কমে গেছে। 

১.৭!'  ও যেন দিনের বেলাকার  রাত্রি' - কোন সময় টিকে লেখক দিনের  বেলাকার রাত্রির বলেছেন?

উত্তর -রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ছেলেবেলা' গল্পে দুপুর বেলাকে দিনের বেলার রাত্রির বলেছেন।

২. নিজের ভাষায় উত্তর দাও: ২.১!গল্পবুড়ো কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লিখিত হয়েছে?

উত্তর -' গল্পবুড়ো' কবিতায় যে সমস্ত রূপকথার বর্ণনা আছে তা হল রাজপুত্তুর, পক্ষীরাজ, যক্ষীরাজ, কড়ির সার বাঁধা পাহাড়, মানিক হীরা, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, ময়নামতি টলটলে, কেশবতি নন্দিনী, সোনার কাঠি ইত্যাদি।

২.২! 'এমনি করে  সারা শীত দেখতে দেখতে কেটে গেল' জাওয়ানদের সেই শীতকাল যাপনের কথা কিভাবে বুনোহাঁস গল্পে ফুটে উঠেছে ?

উত্তরলীলা মজুমদারের বুনোহাঁস গল্পে আমরা দেখছি শীতের সময় বুনোহাঁস দলবেঁধে উত্তর থেকে দক্ষিনে যাচ্ছে। ওই দলের একটি হাঁস জখম হয়ে লাদাখের জাওয়ানদের ঘাঁটিতে পড়ে তার সঙ্গী হাঁসটি ও তার সঙ্গে নিচে নেমে আসে। জওয়ানরা হাঁসদুটিকে তাঁবুতে এনে মুরগি রাখার খাঁচাতে রাখে। তারা আনন্দ সহকারে হাঁস দুটির দেখাশোনা করতে থাকে এইভাবে আস্তে আস্তে সারা শীতকাল কেটে গেল।

২.৩! নালিশ আমার মন দিয়ে খুব /শুনুন বড়বাবু থানায় বড় বাবুর কাছে হাবু কি কি জানিয়েছিল?

উত্তর- ভবানীপ্রসাদ মজুমদারের 'দারোগাবাবু এবং হাবু' কবিতায় হাবু থানায় গিয়ে নালিশ জানিয়েছিল যে বড় দা ঘরে সাতটি বিড়াল পোষেন মেজদা আটটী কুকুর এবং সেজদা দশটি ছাগল পোষেন এই কারণে হাবুর  দুর্দশার অন্ত নেই এবং এরই প্রতিকারের জন্য বড় বাবুর কাছে নালিশ জানাই।

২.৪! "এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া"  উদ্ধৃতির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও।

উত্তর - মহাশ্বেতা দেবীর 'এতোয়া মুন্ডার কাহিনী' গল্পের মূল চরিত্র এতোয়াকে দেখে দুরন্ত বাচ্চা ঘোড়া মনে হয়। সে গরু মোষ চরায় এবং কাঁধে রাখা বস্তায় আম, কাঠ, মেঠো আলু কুড়িয়ে ভরে নেয় এবং সুবর্ণরেখা নদীতে জাল পেতে নিজেকে রাজা মনে করে।

২.৫!  'ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর '-তার পরবর্তী পরিস্থিতির কথা পাখির কাছে ফুলের কাছে কবিতার অনুসরণে লিখ।

উত্তরআল মাহমুদ রচিত 'পাখির কাছে ফুলের কাছে' কবিতায় কবি নারকেল গাছের মাথায় ডাবের মতো চাঁদ দেখে ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে যান। মিনার টিকে দেখে কবির মনে হয়েছিল কেউ যেন দাঁড়িয়ে। গির্জাটাকে লাল পাথরের ঢেউ মনে হচ্ছিল।  দরগাতলা পারে ডানদিকের পাহাড় কবিকে আহ্বান করে। লালদিঘির পাড়ে জোনাকিদের মেলা বসেছে। ফুল, পাখি, দীঘির জল কবি কে কবিতা শোনাতে বললে তিনি পকেট থেকে ছড়ার বই বের করে নিজের কথা পাখিও ফুলেদের জানায়।

২.৬! 'বিমলার অভিমান' কবিতা অনুসরণে বিমলার অভিমান এর কারণ বিশ্লেষণ করো।

উত্তরনবকৃষ্ণ ভট্টাচার্য এর 'বিমলার অভিমান' রচনায় বিমলার অভিমান এর কারণ হলো তাকে ফাইফরমাশ শুনতে হয়। নুন আনা, ছাগল চরানো, খোকাকে সামলানো, ফুলতোলা, পূজার দ্রব্য সাজানো ইত্যাদি কিন্তু খেতে বসলে দাদা বড় ও অবনী ছোট বলে বেশী ক্ষীর দেওয়া হলে বিমলার অভিমান হয়।

২.৭! ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি- ছেলেবেলা রচনায় ছাদের প্রসঙ্গটি লেখক কিভাবে স্মরণ করেছেন ?

উত্তর - ছেলেবেলা রচনায় রবীন্দ্রনাথ ছাদটীকে তার প্রিয় জায়গা বলেছেন। তার পিতা বহু দিনের জন্য পাহাড়ে ভ্রমণে গেলে ছাদে যাওয়াটা রবির চরম  আনন্দের মনে হয় লেখক দুপুর বেলায় ছাদে যেতেন, ছিটকিনি খুলে সোফায় বসতেন। ঐসময় দারোয়ানরা ক্লান্ত ভাত ঘুম দিত। পাশের গলি দিয়ে চুড়িওয়ালা হাঁক দিয়ে যেতো। বাড়ির বৌদিদের, দিদিদের চুড়ি পরিয়ে যেত। প্রচণ্ড গরমে ছাদটাকে মরুভূমির মত মনে হতো।

 ৩. নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

সন্ধি করো :

৩.১.১. মিশি+কালো= মিশকালো।

৩.১.২. এত+দিন = এদ্দিন।

৩.১.৩. বড় +ঠাকুর = বটঠাকুর।

৩.১.৪. সৎ +গ্রন্থ = সদগ্রন্থ।

৩.১.৫. দিক+ নির্ণয় = দিঙনির্ণয়।

 ৩.২. নিচের পদগুলি ব্যঞ্জনসন্ধির কোন কোন নিয়ম মেনে বাধ্য হয়েছে লেখক :

৩.২.১. প্রচ্ছদ = প্র +ছদ (অ অথবা অন্য স্বরধ্বনির পরে ছ থাকলে তা বদলে চ্ছ হয়)

৩.২.২. প্রাগৈতিহাসিক = প্রাক্ +ঐতিহাসিক (প্রথম  ধ্বনির পরে স্বরধ্বনি থাকলে সন্ধিকালে বর্গের প্রথম ধ্বনি ঘোষীভবন এর ফলে বর্গের তৃতীয় ধ্বনি এর রূপ নিয়েছে)

৩.২.৩. সদিচ্ছা = সৎ +ইচ্ছা (দ্বিতীয় টি এর নিয়ম অনুসারে হয়েছে)

৩.২.৪. বিদ্যুৎবেগ = বিদ্যুৎ +বেগ (ব, ভ পরে থাকলে বর্গের প্রথম ধ্বনি র স্থানে বর্গের তৃতীয় ধ্বনি হয়েছে)

৩.২.৫. পদ্ধতি = পদ +হতি (ব্যঞ্জন সংগতির ফলে দ ও হ ধ্বনি যুক্ত হয়ে দধ গঠিত হয়)


আমাদের Digital Porasona web সাইটে চোখ রাখার জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।আগামীতেও তোমরা পরবর্তী অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান পাবে এখানে। উপরোক্ত প্রশ্নোত্তর নিয়ে কোন  সমস্যা থাকলে Comment Box -এ লিখে পাঠাও। ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ। 

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

1 Comments

Post a Comment
Previous Post Next Post