![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
স্নেহের শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ(West Bengal Board of Secondary Education) চতুর্থ শ্রেণির জুলাই মাসের নতুন পাঠ গণিতের Model Activity Task-এর প্রশ্নপত্র শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন হিসেবে। তার সমাধান করে ধার্য সময়ের যাতে তারা শিক্ষক মহাশয়ের হাতে তুলে দেয়, সেই উদ্দেশ্যে কিন্তু অধিকার শিক্ষার্থী প্রশ্নপত্রের সমাধান করতে অসুবিধা হচ্ছে তাদের এই অসুবিধাকে দূর করতে আমরা তাদের পাশে সহযোগী স্বরূপ সমাধান পত্র উপস্থাপন করলাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের আবেদন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই সমাধান খাতায় লিখে নিজ নিজ বিদ্যালয়ে জমা করে।
Digital Porasona -এর Online Educational Platform- এর সকলকে সু-স্বাগতম। আমাদের এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ও অনুশীলনীর খুঁটিনাটি ব্যাখ্যা ও আলোচনা। তাছাড়া বাংলা ব্যাকরণ ও English Grammar এর সুস্পষ্ট, সহজ-সরল আলোচনা।
আজকের পোষ্টে আমরা 2021 এর Model Activity Task Class 4 এর Math Part 4 এর যথাযথ সমাধান নিয়ে আলোচনা করেছি। আগামীতে আমরা পরবর্তী Model Activity Task -এর সমাধান নিয়ে হাজির হবো। তবে এসো আমরা আজকের বিষয়ে প্রবেশ করি।
Solution of New Math Model Activity Task of Class IV 2021
চতুর্থ শ্রেণি
গণিত
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ:
১. বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন
(ক) চার অঙ্কের সংখ্যাটি হল
(a) ০৩০০
(b) ০৩০
(c) ০০৩০
(d) ৩০০০
উত্তর- (d) ৩০০০।
(খ) ৬৬৬৬ সংখ্যাটির শতকের ঘরের অংকটি
স্থানীয় মান
(a) ৬
(b) ৬০
(c) ৬০০
(d) ৬০০০
উত্তর- ৬০০
(গ) পাঁচ হাজার শূন্য শতক চার দশক পাঁচ, সংখ্যাটি হল
(a) ৫৪০৫
(b) ৫৪৫০
(c) ৫৫০৪
(d) ৫০৪৫
উত্তর- (d) ৫০৪৫।
(ঘ) ৩, ৫, ৪, ৭ এই চারটি অংক দিয়ে
গঠিত সবথেকে বড় চার অঙ্কের সংখ্যাটি হল
(a) ৭৪৫৩
(b) ৩৪৫৭
(c) ৭৫৩৪
(d) ৭৫৪৩
উত্তর- (d) ৭৫৪৩
২. সত্য /মিথ্যা লেখো :(T/F)
(ক) ৭ ৬
x ৫ ০
_____পাশের গুটিতে গূনফলে দশকের ঘরের অংকটি শূন্য।
উত্তর- সত্য।
(খ) ৯ x ১১ গুণফলটি ৭ x ১১ গূণফল থেকে ২২ বেশি ।
উত্তর- সত্য।
(গ) ২০৩ সংখ্যাটিতে ০ -এর স্থানীয় মান ১০।
উত্তর- মিথ্যা।
(ঘ) ৯৯৯- এর পরের সংখ্যাটি
তিন অংক বিশিষ্ট সংখ্যা।
উত্তর- মিথ্যা।
৩. স্তম্ভ মেলাও:
উত্তর-
৪. ফাঁকা ঘর পূরণ করো :
(ক) ৩ ৫ ৮ ৭
+ ১ ২ ৪ ......
+ ৩ .....
০
----------------
৫ .... ৫ ৭
উত্তর-
৩ ৫ ৮ ৭
+ ১ ২ ৪ ০
+ ৩ ৩ ০
---------------------
৫ ১ ৫ ৭
(খ) আজ শিশু দিবস। আমাদের স্কুলের বড়দি প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট
খাওয়াবেন। দিদি দোকান থেকে ৬৭০ টাকার বিস্কুট ও ৭৭৫ টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে
১০০০ টাকা আছে। আর কত টাকা লাগবে ?
উত্তর-
বড়দিদি বিস্কুট কিনবেন = ৬৭০ টাকার।
লজেন্স কিনবেন = ৭৭৫ টাকার।
দিদির কাছে ১০০০ টাকা আছে।
অতএব, এখনো আরো টাকা লাগবে = {(৬৭০
+ ৭৭৫) - ১০০০} টাকা
= {১৪৪৫ - ১০০০} টাকা
= ৪৪৫ টাকা।
আমাদের Digital Porasona web সাইটে চোখ রাখার জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ।আগামীতেও তোমরা পরবর্তী অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান পাবে এখানে। উপরোক্ত প্রশ্নোত্তর নিয়ে কোন সমস্যা থাকলে Comment Box -এ লিখে পাঠাও। ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।
Thanks❤
ReplyDeleteThanks
ReplyDelete