![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোই আছো। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ শ্রেণীভিত্তিক মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ Model Activity Task Class 4 Amader Poribesh এর প্রশ্ন-পত্র বিতরণ করেছে। হোম টাক্স হিসেবে উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয় জমা দিতে হবে। আমরা তোমাদের পাশে বন্ধুর মতো হাজির হয়ে চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান করে দিলাম । আশা করি তোমরা উপকৃত হবে।
Digital Porasona -এর Online Educational Platform- এর সকলকে সু-স্বাগতম। আমাদের এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ও অনুশীলনীর খুঁটিনাটি ব্যাখ্যা ও আলোচনা। তাছাড়া বাংলা ব্যাকরণ ও English Grammar এর সুস্পষ্ট, সহজ-সরল আলোচনা।আজকের পোষ্টে আমরা 2021 এর Model Activity Task Class 4 এর আমাদের পরিবেশ এর যথাযথ সমাধান নিয়ে আলোচনা করেছি। আগামীতে আমরা পরবর্তী Model Activity Task -এর সমাধান নিয়ে হাজির হবো। তবে এসো আমরা আজকের বিষয়ে প্রবেশ করি।
New Model Activity Task Amader Poribesh Class 4
Class 4 Model Activity Task Amader Poribesh Solution
চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ
১. ঠিক উত্তর নির্বাচন করো:
১.১. কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো –
(ক) বট
(খ) পলাশ
(গ) ফনিমনসা
(ঘ) আম
উত্তরঃ - (গ) ফনিমনসা
১.২. উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে
যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো –
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(গ) নিষ্ক্রিয় গ্যাস
(ঘ) কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ- (খ) অক্সিজেন
১.৩. পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি
প্রাণীর নাম হলো-
(ক) গন্ডার
(খ) ডোডো
(গ) কুমির
(ঘ) হরিণ
উত্তরঃ- (খ) ডোডো
২. শূন্যস্থান পূরণ করো:
২.১. সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের
আঙ্গুলগুলো.... জোড়া বা লিপ্তপদ।
২.২ বাটখারা দিয়ে কোনো জিনিসের....
ওজন মাপা যায়।
২.৩. লালাগ্রন্থি... থেকে বেরোয় লালারস।
৩. একটি বাক্যে উত্তর দাও:
৩.১. কি করে চাল থেকে ধানের খোসাকে
আলাদা করবে?
উত্তরঃ - আগেকার দিনে ঢেঁকির সাহায্যে কিন্তু বর্তমানে ধান
পেশাই মেশিন দ্বারা চাল থেকে ধানের খোসাকে আলাদা করতে পারব।
৩.২. ফুসফুস ভালো রাখার উপায় কি কি?
উত্তরঃ –
i) ভোরবেলা মুক্তবাতাস গ্রহণ করতে হবে।
ii) শ্বাস নিয়ে ছেড়ে দিতে হবে অর্থাৎ
শ্বাসের ব্যায়াম করতে হবে।
iii) মাস্ক পড়ে বাইরে বের হতে হবে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৪.১. "বর্তমানে বিভিন্ন প্রাণীর
বাসস্থান বিপন্ন "-কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়?
উত্তরঃ –
i) কারণ গাছ কেটে ফেলা হচ্ছে।
ii) প্রাণীদের পানীয় জল ও খাদ্যের
অভাব ঘটছে।
iii) জলাশয় বুজিয়ে গৃহ নির্মাণ করা
হচ্ছে
iv) জমিতে কীটনাশক ও রাসায়নিক সার
ব্যবহারের ফলে পশুপাখি মারা যাচ্ছে।
v) বন্যা খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারনে আজ বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন।
আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পোষ্টটি সহপাঠীদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। উপরিক্তি কোন প্রশ্নোত্তরে সমস্যা থাকলে আমাদের Comment Section-এ অবশ্যই জানাও। আমরা তা সমাধানে সদা তৎপর ও সচেষ্ট থাকব, ধন্যবাদ।