![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোই আছো। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ শ্রেণীভিত্তিক মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণি ইতিহাস New Model Activity Task Class 7 History এর প্রশ্ন-পত্র বিতরণ করেছে। হোম টাক্স হিসেবে উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয় জমা দিতে হবে। আমরা তোমাদের পাশে বন্ধুর মতো হাজির হয়ে সপ্তম শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান করে দিলাম । আশা করি তোমরা উপকৃত হবে।
Digital Porasona -এর Online Educational Platform- এর সকলকে সু-স্বাগতম। আমাদের এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ও অনুশীলনীর খুঁটিনাটি ব্যাখ্যা ও আলোচনা। তাছাড়া বাংলা ব্যাকরণ ও English Grammar এর সুস্পষ্ট, সহজ-সরল আলোচনা।
আজকের পোষ্টে আমরা 2021 এর Model Activity Task Class 7 এর ইতিহাস এর যথাযথ সমাধান নিয়ে আলোচনা করেছি। আগামীতে আমরা পরবর্তী Model Activity Task -এর সমাধান নিয়ে হাজির হবো। তবে এসো আমরা আজকের বিষয়ে প্রবেশ করি।
New Model Activity Task History Class 7
১. ক- স্তম্ভের সাথে খ- স্তম্ভ মিলিয়ে
লেখোঃ
উত্তর-
২. বেমানান শব্দটির নিচে দাগ দাও :
(ক) বিজয়ালয, দন্তী দুর্গ, প্রথম রাজ
রাজ, প্রথম রাজেন্দ্র।
উত্তর- দন্তী দুর্গ
(খ) বরেন্দ্র, হরিকেল, কৌনজ, গৌড়
উত্তর- কৌনজ
(গ) হলায়ুধ, জয়দেব, গোবর্ধন, উমাপতিধর
উত্তর- হলায়ুধ
৩. সংক্ষেপে শব্দের মধ্যে উত্তর দাও:
(ক) পাল সেন যুগে কেমনভাবে কর আদায়
করা হতো?
উত্তর- পাল ও সেন যুগের বিভিন্ন রাজারা
তাদের জমির কর আদায় করত বিভিন্ন পদ্ধতিতে,
এগুলি হল –
i) রাজারা উৎপন্ন ফসলের (১/৬ ভাগ) কৃষকদের
কাছ থেকে কর নিতেন।
ii) রাজারা নিজেদের ভোগ বিলাসের জন্য
ফুল, ফল, ও প্রজাদের কাছ থেকে কর হিসেবে আদায় করতেন।
iii) সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা ব্যবসা
বাণিজ্যের জন্য রাজামশাই কে কর দিতে বাধ্য হতেন পর ।
এই প্রকার ছাড়াও বিভিন্ন পদ্ধতিতে
নানা রকমের অতিরিক্ত কর আদায় করত
মেয়েরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত
করার জন্য প্রজারা রাজাকে কর দিতো , সমগ্র গ্রামের উপর উপরেও কর দিতে হতো। গ্রামবাসীদের
আবার হার্ট এবং খেলা খেয়াঘাটের উপর চাপানো হতো কর। এভাবে প্রজাদের কাছ থেকে কর আদায়
করতেন রাজা আদায় করতেন
(খ) সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন।
উত্তর- সেন রাজারা সাহিত্যের পৃষ্ঠপোষকতায়
নিদর্শন পাওয়া যায়। সেন যুগে ব্রাহ্মণ ধর্মের কঠোর অনুশাসন এর সঙ্গে সাহিত্যের যুগ
ছিল রাজা বল্লাল সেন এবং রাজা লক্ষণ সেন দুজনেই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন বল্লাল সেনের
লেখা চারটি বইয়ের মধ্যে দানসাগর ও অদ্ভুতসাগর বইটি পাওয়া গেছে।
লক্ষণ সেনের মন্ত্রী বৈদিক নিয়ম
"ব্রাহ্মণ সর্বোচ্চ" নামে তিনি লিখেছেন অভিধান সবার নাম এবং গণিতজ্ঞ এবং
জ্যোতির্বিদ বিন্যাস ছিলেন।
সাহিত্য হল সমাজের আয়না। লক্ষণ সেন
লক্ষণ সেনের বিভিন্ন মানুষ করণীয় জন্য তাকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে ।
জয়দেব বদ দই দুজন ছাড়াও আরও তিনজন
মিলে লিখেছিলেন পঞ্চরত্ন
ধোয়ী রচনা করেছিলেন 'পবনদূত'।
এসময় বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতির
পৃষ্ঠপোষকতা করেছিলেন বিভিন্ন রাজারা।
৪. নিজের ভাষায় লেখো( ১০০-১২০ শব্দের মধ্যে ):
বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ এরপর বাংলাতে
কি কি পরিবর্তন ঘটেছিল?
উত্তর- বকতিয়ার খলজি বহিরাগত এবং তুর্কি
শাসক ছিলেন এবং তিনি ভারতবর্ষে এসেছে বিভিন্ন স্থান দখল করেছিলেন।
আনুমানিক 1204 খ্রিস্টাব্দ বা 1205
খ্রিস্টাব্দের প্রথম দিকে তুর্কি সেনাপতি একটি আর উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি
বাংলার নদী দখল করেন সেই থেকে বাংলায় তুর্কি শাসক শুরু হয়েছিল।
তুর্কি শাসক বখতিয়ার খলজি তিনি বাংলা
জয়ের পর বিভিন্ন কৃতিত্ব রেখেছিলেন এবং বাংলার পরিবর্তন এনেছিলেন। তার আক্রমণের পর
বাংলায় যে সমস্ত পরিবর্তন হয়েছিল সেগুলি হল-
ক) তুর্কিরা বিনাযুদ্ধে নদীয়া জয়
করে এরপর বখতিয়ার, নদিয়া ছেড়ে দিয়ে লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী স্থাপন
করেন। এই শহরকে সমকালীন ঐতিহাসিকরা বলে উল্লেখ করেছেন।
খ) বকতিয়ার খলজী নিজে যে সমস্ত রাজ্য
বা স্থান দখল করেছিলেন সেই রাজ্য বা স্থানে প্রত্যেকটি জায়গায় তার নিজের সেনাপতিদের নিযুক্ত করেছিলেন শাসন করার জন্য।
গ) বকতিয়ার খলজি বিভিন্ন স্মৃতিসৌধ তৈরি করেছিলেন যেমন লখনৌতে মসজিদ
মাদ্রাসা এবং সুফি সাধকদের আস্তানা তৈরি করেছিলেন।
ঘ) বকতিয়ার খলজি যুদ্ধে বিভিন্ন স্থান
দখল করেছিলেন আর তার সীমানা কে উত্তর দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর শহর, দক্ষিনে
পদ্মা নদী, পূর্বে তিস্তা ও করতোয়া নদী এবং পশ্চিমে বকতিয়ার খলজি অধিকৃত পর্যন্ত
বিস্তারিত করেছিলেন।
অবশেষে তিনি তিব্বত আক্রমণ করে রাজ্য
বিস্তার করার চেষ্টা করেছিলেন কিন্তু তাতে দুর্ভাগ্যবশত সেই বিস্তারের স্বপ্ন পূরণ
করতে পারেননি তিনি 1206 খ্রিস্টাব্দে মারা যান।
আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পোষ্টটি সহপাঠীদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। উপরিক্তি কোন প্রশ্নোত্তরে সমস্যা থাকলে আমাদের Comment Section-এ অবশ্যই জানাও। আমরা তা সমাধানে সদা তৎপর ও সচেষ্ট থাকব, ধন্যবাদ।