![]() |
মডেল অ্যাক্টিভিটি টাস্ক |
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোই আছো। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ শ্রেণীভিত্তিক মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণি পরিবেশ ও ভূগোল Model Activity Task Class 7 Poribesh O Bhugol এর প্রশ্ন-পত্র বিতরণ করেছে। হোম টাক্স হিসেবে উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয় জমা দিতে হবে। আমরা তোমাদের পাশে বন্ধুর মতো হাজির হয়ে সপ্তম শ্রেণির পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান করে দিলাম । আশা করি তোমরা উপকৃত হবে।
Digital Porasona -এর Online Educational Platform- এর সকলকে সু-স্বাগতম। আমাদের এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ও অনুশীলনীর খুঁটিনাটি ব্যাখ্যা ও আলোচনা। তাছাড়া বাংলা ব্যাকরণ ও English Grammar এর সুস্পষ্ট, সহজ-সরল আলোচনা।
আজকের পোষ্টে আমরা 2021 এর Model Activity Task Class 7 এর Poribesh O Bhugol এর যথাযথ সমাধান নিয়ে আলোচনা করেছি। আগামীতে আমরা পরবর্তী Model Activity Task -এর সমাধান নিয়ে হাজির হবো। তবে এসো আমরা আজকের বিষয়ে প্রবেশ করি।
Model Activity Task Class 7 Poribesh O Bhugol
মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণি পরিবেশ ও ভূগোল এর উত্তর
পরিবেশ ও ভূগোল
নিচের প্রশ্নগুলির উত্তর দাও:
1. চিত্রসহ ঋতু পরিবর্তন কিভাবে সংঘটিত হয় তা বর্ণনা করো।
![]() |
ঋতু পরিবর্তন |
উত্তর- গ্রীষ্ম, শরৎ, বসন্ত ও শীত
এই চারটি ঋতু পৃথিবীতে পর্যায়ক্রমে ও চক্রাকারে আবর্তিত হয় একে ঋতুচক্র বলে।
গ্রীষ্মকাল- 21 শে মার্চ এর পর থেকে
পৃথিবী ধীরে ধীরে এমন অবস্থায় আসে যে সূর্য রশ্মি উত্তর গোলার্ধে লম্বভাবে পড়ে ফলে
দিন বড় ও রাত্রি ছোট হতে থাকে এরপর 21 শে জুন সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে
পড়ে বলে উত্তর গোলার্ধে 14 ঘণ্টা দিন ও 10 ঘন্টা রাত্রি হয়। একে কর্কট সংক্রান্তি
বলে। দক্ষিণ গোলার্ধের ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায়। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল
ও দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়।
শরৎ কাল - 21 জুনের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এবং পৃথিবী
নিজস্ব কক্ষপথে এগিয়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধ সূর্যের দূরবর্তী ও দক্ষিণ গোলার্ধ সূর্যের নিকটবর্তী হতে থাকে। এভাবে 23 শে সেপ্টেম্বর পৃথিবীর উভয় গোলার্ধ সূর্য থেকে
সমান দূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্ব ভাবে পতিত হয়। এই দিন
পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল
বিরাজ করে।
বসন্তকাল - 21 শে মার্চ পৃথিবী তার কক্ষপথের এমন অবস্থানে আসে যে
পৃথিবীর উভয় গোলার্ধে সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং সূর্য রশ্মি নিরক্ষরেখার
উপর লম্বভাবে পড়ে এদিন উভয় গোলার্ধের দিন রাত্রি সমান হয়। এসময় উত্তর গোলার্ধে
বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়।
শীতকাল - তেইশে 23 শে সেপ্টেম্বর এর
পর থেকে সূর্য রশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়ে ফলে দিন বড় ও রাত ছোট হয়।
উত্তর গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা হয়। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ
গোলার্ধে গ্রীষ্মকাল হয়। এভাবে ঋতু চক্র সম্পন্ন হয়।
2. একটি চিত্রের সাহায্যে কোন স্থানের
অক্ষাংশ নির্ণয় কিভাবে করা যায় ব্যাখ্যা করো।
![]() |
অক্ষাংশ |
উত্তর - পৃথিবীর কোন স্থানের অক্ষাংশ কত তা বের করতে হলে সেই স্থান P বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র Oবিন্দু পর্যন্ত একটি ব্যাসার্ধ টানতে হবে। আবার স্থানটি যে দাঘ্রিমাই আছে সেই দাঘ্রিমারেখা ও নিরক্ষরেখার ছেদবিন্দু Q থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি ব্যাসার্ধ QO টানতে হবে। এই QO ও PO ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্রে যে কোন উৎপন্ন করবে তা হবে নিরক্ষীয় তল থেকে সেই স্থানের কৌণিক দূরত্ব বা অক্ষাংশ। এই পদ্ধতিতে ভূপৃষ্ঠের উপহার যেকোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা যায়।
3. বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
উত্তর - প্রথমত, কোন অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ অপেক্ষাকৃত বেশি হলে উচ্চচাপ হয়। অন্যদিকে কোন অঞ্চলের নির্দিষ্ট আয়তনের বায়ুর চাপ অপেক্ষাকৃত কম হলে নিম্নচাপ হয়। দ্বিতীয়তঃ, উচ্চচাপ বোঝাতে ইংরেজি H অক্ষর বোঝানো হয় অন্যদিকে নিম্নচাপ বোঝাতে ইংরাজি L অক্ষর বোঝানো হয়। তৃতীয়তঃ ব্যারোমিটার যন্ত্রে বায়ুর উচ্চ চাপের মাত্রা 1013 মিলিবার পক্ষান্তরে ব্যারোমিটার যন্ত্রে বায়ুর নিম্নচাপের মাত্রা 986 মিলিবার।
4. এশিয়ার উষ্ণ মরু ও ভূমধ্যসাগরীয়
জলবায়ুর বর্ণনা দাও।
উত্তর - উষ্ণ মরু জলবায়ু অঞ্চলঃ
আরব মরুভূমি, ইরাক, ইরান ও থর মরুভূমিতে
এই জলবায়ু দেখা যায়।
বৈশিষ্ট্যঃ
১. এখানকার গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড
- 35 ডিগ্রি সেন্টিগ্রেড।
২. এখানকার শীতকালীন গড় উষ্ণতা 5 ডিগ্রি সেন্টিগ্রেড-10 ডিগ্রী সেন্টিগ্রেড।
৩. এখানে শীতকালে বৃষ্টিপাত হয় যা
25-50 সেমি।
৪. এখানে সমভাবাপন্ন ও রোদ্র ঝলমলে আবহাওয়া দেখা যায়।
আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পোষ্টটি সহপাঠীদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। উপরিক্তি কোন প্রশ্নোত্তরে সমস্যা থাকলে আমাদের Comment Section-এ অবশ্যই জানাও। আমরা তা সমাধানে সদা তৎপর ও সচেষ্ট থাকব, ধন্যবাদ।