![]() |
Madrasah Mathematics Task |
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোই আছো।তোমরা নিশ্চয় তোমাদের বিদ্যালয় থেকে প্রশ্নপত্র সংগ্রহ করেছ। মাদ্রাসা শিক্ষা পর্ষদ শ্রেণীভিত্তিক টাস্ক সপ্তম শ্রেণির গণিত Solution Of New Inter High Madrasah Mathematics Task of Class 7 2021এর প্রশ্ন-পত্র বিতরণ করেছি।
Inter High Madrasah Mathematics Class-7
1ST SUMMATIVE EVALUATION-2021
CLASS : VII
SUBJECT : MATHEMATICS
Inter High Madrasah Mathematics Class-7
1. যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও
i) 2 বছরে 1/4 অংশ= কত মাস ?
উত্তর-
2 বছরে 1/4 অংশ
আমরা জানি, 2 বছর = 2x12= 24 মাস।
অতএব, (24 x 1 /4) মাস =6 মাস।
ii) যদি পূর্বপদ < উত্তর পদ হয়, তখন সেই অনুপাতকে _______বলে।
উত্তর- লঘু অনুপাত ।
iii) সংখ্যারেখায় পূর্ণ সংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে। - সত্য অথবা মিথ্যা লেখো।
উত্তর-সত্য।
iv) (3° + 2°) x(5° + 5°) = _______(শূন্যস্থান পূরণ করো)
উত্তর- (3° + 2°) x(5° + 5°)
= 5° x 10°
= 50°.
v) মিশ্র অনুপাত নির্ণয় করো: 4:5, X:Y, 3Y: 2X
উত্তর-
vi) মান নির্ণয় করো -(5) x(-2) x-(10) x( -8 )
উত্তর- (+10)x(-10) x(-8)
= (-100)x ( -8)
= (+800)
= 800 .
Inter High Madrasah Mathematics Class 6
আমাদের website-এ থাকার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ।
আশা করি তোমরা আমাদের উত্তর পত্র পেয়ে খুশি ও আনন্দ পেয়েছ বা হয়েছ তোমাদের মত তোমাদের আরো স্কুল ছাত্র ছাত্রী সহপাঠীদের এটা Share করে দাও, যাতে তারাও তোমার মতো আনন্দে লিখতে পারে ও সমস্ত প্রশ্নের সমাধান করে খুশি হতে পারে।এই প্রশ্নের উত্তর পত্র আর যদি কেউ প্রশ্নের উত্তর পত্র লিখতে বা বুঝতে অসুবিধে বোধ করছ, তাহলে তোমরা আমাদের নিচে Comment Box খুব শিগগিরই কমেন্ট করে পাঠিয়ে দাও। আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।
আগামীতেও তোমরা পরবর্তী টাস্ক এর সমাধান পাবে, আমাদের এই Digital Porasona বা ডিজিট্যাল পড়াশোনা website-এ। তাই শিক্ষা ও গৃহশিক্ষকের সহযোগিতা পেতে যুক্ত থেকো আমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো এবং ধারাবাহিকভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে শিক্ষা লাভ করতে থাকো।ধন্যবাদ।