Model Activity Task Class 3 Math | মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি গণিত

Model Activity Task Class 3 Math, মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি গণিত
MODEL ACTIVITY TASK

সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছোতোমরা সকলেই অবগত যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ গৃহবন্দি শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়নকে অব্যাহত রাখতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর জোগান দিচ্ছে আজ আমাদের Digital Porasona-প্রয়াস Class-3 এর Model Activity Task, Part-1 এর সহজ সম্পূর্ণ সমাধান শিক্ষার্থীর গণিত ভীতি দূর করতেই আমাদের প্রচেষ্টা।

তাছাড়া আমাদের Digital Porasona নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর সুবিধার্থে যোগান দিচ্ছে পাঠ্যভিত্তিক খুঁটিনাটি ব্যাখা, অনুশীলনীর সমাধান, English Grammar ব্যাকরণ এর সরলতম ব্যাখ্যা তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব

Model Activity Task Class 3 Math

Class 3 Math Model activity Task

গণিত
                       

নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

.           

    (+)       

-------------------

          ?        

উত্তর-

দশক    একক

             

(+) ২         

     ________

                 

ব্যাখ্যা: ফাঁকা ঘর টিতে অর্থাৎ ৭ এর আগে ৯ বসবে। কারণ, উপরে , একক ঘরে অঙক :৪' ও' ৩' যোগ করে '৭' হয়েছে হয়েছে এবং তার আগে অর্থাৎ দশঘর এর অংক '৭' এবং '২' যোগ করে ৯ হবে।

.    ৭ + ৭ + ৭ = (?) x ৭

উত্তর-  ৭ + ৭ + ৭ = x ৭

ব্যাখ্যা: বারবার যোগ করার অর্থই হচ্ছে গুন করা তাই সমান এর পূর্বে তিনটি '৭ ' রয়েছে যার যোগফল '২১' এবং সমানের পরে এক '৭' রয়েছে,ও জিজ্ঞাসা চিহ্ন বা ফাঁকা ঘর পড়ে রয়েছে ।

অতএব, সেখানেও '২১' করতে হলে ৭ টি কে ৩ দিয়ে গুণ করতে হবে । অথবা কয়টি সমান এর পর্বে ৭  রয়েছে তা গুনে নিয়ে সমান এরপরে ৭ এর আগে ততটি সংখ্যা বসাতে হবে।

.   ২৪৭ -এর আগে এবং পরের সংখ্যা দুটি লিখে > বা < চিহ্ন দাও ।

উত্তর- ২৪৭-এর আগের সংখ্যা টি হলো ২৪৬

এবং  পরের সংখ্যাটি হল ২৪৮

সাজিয়ে লিখলে পাই ২৪৬ < ২৪৭ < ২৪৮

অথবা,  

২৪৬ < ২৪৭ ,     

২৪৮ > ২৪৭

. মিহির ক্ষেত থেকে  ৩৮৭টি বেগুন তুলেছে। এই বেগুন গুলির মধ্যে ১০৫টি বেগুন খারাপ। ভালো বেগুনের সংখ্যা হিসাব করে লেখো।

উত্তর- মিহিরবাবু বেগুন তুলেছেন ৩৮৭টি ।

ঐ বেগুনের মধ্যে পচা বেগুন বা খারাপ বেগুন ১০৫টি ।

অতএব, ভালো বেগুনের সংখ্যা

 = (৩৮৭ - ১০৫)

= ২৮২ টি

আশা রাখি আজকের সামান্যতম প্রয়াস মডেল Model Activity Task, Part-1 এর সমাধান তোমাদের ভালো লেগেছেতবে আর দেরি না করে সহপাঠীদের এই পোস্ট শেয়ার করে। আগামী Part-এর সমাধান পেতে আমাদের সাথে যুক্ত থেকো। উপরিউক্ত প্রশ্নাবলির সমাধানে কোনো সমস্যা থাকলে Comment Section-এ Comment-এর মাধ্যমে অবশ্যই জানাও।

ধন্যবাদ

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

4 Comments

Post a Comment
Previous Post Next Post