Model Activity Task Class7 Math | মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণি গণিত

Model  Activity Task Math, মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত
 মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত

সুপ্রিয় ছাত্র-ছাত্রীগণ আশা করি তোমরা ভালো আছ। "পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ "ও "পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ" প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সমস্ত Model Activity Task (মডেল অ্যাক্টিভিটি টাস্ক) বিতরণ করেছে। সেই প্রশ্নগুলির খুবই গুরুত্বপূর্ণ ও  তাৎপর্যপূর্ণ। তাছাড়া অধিকাংশই সমাধান তোমরা সহায়িকা  বা রেফারেন্স বই পাবে না হয়তো। তাই আজকের Article-এ আমরা Class 7,Math,Part 1, 2- এর সমাধান নিয়ে হাজির হয়েছিআমাদের এই যৎ সামান্য প্রচেষ্টাতে শিক্ষার্থীরা উপকৃত হয় সেই কামনা করি। প্রিয় শিক্ষার্থীগণ তোমরা এর সমাধান খাতায় লিখে ধার্য সময় নিজ নিজ বিদ্যালয়ে দাখিল করবে।

Digital Porsona-Online Educational Platform এ সকলকে সুস্বাগতম জানাই। এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল সুস্পষ্ট সমাধান। তাছাড়া পাবে English Grammarবাংলা ব্যাকরণ এর বিস্তারিত ও বোধগম্য আলোচনা।

 এই পোস্টে আমরা 2021 এর Model Activity Task Class 7 Math Part-1, 2 বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণীর গণিত এর সমস্ত বিষয়ে সুস্পষ্ট সমাধান করেছি।  আগামী পোস্টে  আমরা পরবর্তী Model Activity Task এর সমাধান নিয়ে হাজির হবো। চলো তবে সমাধানে আলোকপাত করি।

Model Activity Task Class 7 fully solved

Model Activity Task Math Class 7 fully solved

 গণিত

 সপ্তম শ্রেণি

Part-1 

নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

. অনুপাত বলতে দুটি ..........রাশির তুলনা বোঝায়।

উত্তর - সমজাতীয় বা একই

. অনুপাতে কোন ..........নেই ।

উত্তর-একক

.  ab-এতে নিধান.............।

উত্তর- a

. a : b = 2 :3  এবং b : c = 2 : 3 হয় ,

তবে a : b : c = কত?

উত্তর- a : b : c = 4 : 6 : 9.

. 9000কত টাকা তিন বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রথম বন্ধু যা পায়, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকা আর অর্ধেক পায়। কে কত টাকা পায়?

উত্তর- তাদের তিন বন্ধুর টাকার অনুপাত হয়-

  2 : 4 : 6

অতএব,

প্রথম বন্ধুর প্রাপ্য টাকা = 2000টাকা।

 দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা = 4000টাকা।

 এবং তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা = 3000টাকা।

Part- 2

1. কোনো অনুপাতের পূর্বপদ< উত্তরপদ হলে, অনুপাতটি হবে-

A) গুরু অনুপাত

B) লঘূ অনুপাত

C) সমানুপাত

D) অপ্রকৃত ভগ্নাংশ

উত্তর-  লঘু অনুপাত

2. শূণ্যস্থান পূরণ করোঃ- 

উত্তর-

3. দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখঃ

উত্তর- প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত= 2:5

দ্বিতীয় সরবতে সিরাপ ও জলের অনুপাত= 6:10

দ্বিতীয় সরবতে সিরাপ ও জলের অনুপাত বেশি-

অতএব, দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি।

4. গুণ করোঃ-

5. একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটা যদি সমবেগে চলে তবে লিফটা 6 মিনিটে কত মিটার নিচে থাকবে ? ওই লিফটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে।

উত্তর- 8 মিনিটে লিফটা নিচে নামে = 24 মিটার

1 মিনিটে লিফটা নিচে নামে = 24/8 =3 মিটার

6 মিনিটে লিফটা নিচে নামে = 24/8 = 3 মিটার x 6 = 18 মিটার

1 মিনিটে লিফটা নিচে নামে 3 মিটার

70 মিনিটে  লিফটা নিচে নামে= 3 x 70 = 210 মিটার।

এখন লিফটা 10 মিটার উঁচু থেকে নামতে শুরু করে-

অতএব, লিফটা ভূমির নিচে থাকবে = ( 210-10) = 200 মিটার।

 

আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী Model Activity Task পেতে আমাদের সাথে যুক্ত থাকা। বন্ধুদের সাথে এই পোস্ট শেয়ার (Share)করে তাদেরকেও সহযোগিতা করো। কোন সমস্যা থাকলে অবশ্যই জানাতে পারো। আমরা পূরণে যথাসাধ্য চেষ্টা করবো। ধন্যবাদ। 

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

5 Comments

Post a Comment
Previous Post Next Post