Model Activity Task Class 6 Bengali | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ট শ্রেণি বাংলা

Model  Activity Task Class6 Bengali, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ট শ্রেণি বাংলা
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 
প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালোই আছো। পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ শ্রেণীভিত্তিক মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ট শ্রেণি বাংলা Model Activity Task Class 6 Bengali Part-1 এর প্রশ্ন-পত্র বিতরণ করেছে। হোম টাক্স হিসেবে উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয় জমা দিতে হবে। আমরা তোমাদের পাশে বন্ধুর মতো হাজির হয়ে ষষ্ট শ্রেণির বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান করে দিলাম । আশা করি তোমরা উপকৃত হবে।
Digital Porasona -এর Online Educational Platform- এ সকলকে সু-স্বাগতম আমাদের এখানে তোমরা পাবে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক ও অনুশীলনীর খুঁটিনাটি ব্যাখ্যা ও আলোচনা তাছাড়া বাংলা ব্যাকরণ ও English Grammar এর সুস্পষ্ট, সহজ-সরল আলোচনা।

Model Activity Task Class 6 Bengali

বাংলা

ষষ্ঠ শ্রেণি

Part-1

নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ:

.বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? কে কাকে একথা বলেছেন? তার একথা বলার কারণ কি?

উত্তর - শ্যামল গঙ্গোপাধ্যায়ের 'সেনাপতি শংকর' গল্পে আলোচ্য উক্তিটি শিক্ষক বিভীষণ দাস ছাত্র শংকর কে একথা বলেছিলেন। ক্লাস চলাকালীন শংকর অন্যমনস্ক হয়ে বাইরের দৃশ্য দেখছিল, তখন শিক্ষক মহাশয় তাকে বইয়ের পড়া ধরলে শংকর হতভম্ব হয়ে কাল্পনিক উত্তর দেয় তখনই শিক্ষক মহাশয় বলেন এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ।

.' তাই তারা স্বভাবতই নীরব'

বক্তা কে? কাদের সম্পর্কে, কেন তিনি একথা বলেছেন?

উত্তর - উক্তিটির বক্তা ক্যাসটাং  সাহেব। ক্যাসটাং সাহেব জঙ্গলের পশুদের প্রসঙ্গে উক্তিটি করেছেন। তিনি মনে করেন জঙ্গলের জন্তুর তুলনায় পোষা জন্তুরা বেশি চিৎকার করে কারণ জঙ্গলের পশুদের আত্মরক্ষার জন্য ভাবতে হয়, তাই স্বভাবতই তারা নীরব থাকে।

. 'বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস।' কোন রচনার অংশ? কাদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন? তার এমন মন্তব্যের কারন কি?

উত্তর - আলোচ্য অংশটি গোপাল চন্দ্র ভট্টাচার্য্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি থেকে গৃহীত।

লেখক কুমোরে পোকার সম্বন্ধে এমন মন্তব্য করেছেন। কুমোরে পোকা কালো রংয়ের লিকলিকে পোকা। ডিম ফুটে বাচ্চা বের হবার পর যাতে তারা খাবার পাই তার বন্দোবস্ত করে রাখে মা কুমোরে পোকা। তারপর বাচ্চা এবং বাসার ও খবর রাখেনা।

. 'আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে'।

- কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও।

উত্তর- কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী- র 'ভরদুপুরে' কবিতা থেকে আলোচ্য উক্তিটি গৃহীত। কবি মনে করেছেন সময়টা যেন ঘুমের দেশে চলে গেছে। কবির মনে হচ্ছে শুধুমাত্র মানুষ নয় সমগ্র পৃথিবী ঘুমের দেশে চলে গেছে, অশ্বথ গাছ দাঁড়িয়ে আছে, রাখালের উদাসীনতা, খেয়া ঘাটে নৌকা বাঁধা, কর্মচঞ্চল হীনতা প্রভৃতি দেখে মনে হয় বিশ্বভুবন আঁচল পেতে ঘুমোচ্ছে।

. বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখছে কেন?

উত্তর - পাইন গাছ বরফের দেশের গাছ কিন্তু সে স্বপ্ন দেখে, আশা করে তপ্ত মরুভূমির পাম গাছের দেশে থাকতে কারণ বরফের হিমশীতল দেশে তার আর থাকতে ইচ্ছে হয় না।

. ব্যুৎপত্তিগত অর্থ বলতে কী বোঝায়?

উত্তর - ব্যুৎপত্তিগত অর্থ বলতে বোঝায় বিশেষভাবে বিশ্লেষণ করা।

. সিদ্ধ অথবা মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও।

উত্তর - লাল, সাদা।

Part-2

Model Activity Task Class 6 Bengali

. নিচের  প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও:

১.১. 'ওতো পথিক জনের ছাতা '- পথিক জনের ছাতাটি কি?

উত্তর - কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুরে কবিতায় অশ্বথ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে।

১.২.'কি দেখছিলে বাইরে?' - এই প্রশ্নের উত্তরে শংকর কি বলেছিল?

উত্তর - আলোচ্য অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের 'সেনাপতি শংকর'গল্পের অংশ। শ্রেণি শিক্ষক বিভীষণ দাস ক্লাসে অমনোযোগী শংকর কে দেখে এই প্রশ্ন করেছিলেন। শংকর হতভম্ব হয়ে বলেছিল শঙ্খচিল দেখছে।

১.৩. 'স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে' । - কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে?

উত্তর - কবি হাইনরিখ হাইনের লেখা 'পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি' কবিতায় পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। সে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে।

১.৪. মন ভালো করা কবিতায় কবি রোদ্দুর কে কিসের সঙ্গে তুলনা করেছেন?

উত্তর - কবি শক্তি চট্টোপাধ্যায় 'মন ভালো করা' কবিতায় রোদ্দুর কে মাছরাঙ্গা পাখির গায়ের রং-এর সঙ্গে তুলনা করেছেন।

১.৫. একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে, পশুদের ভাষার জ্ঞান। - কে একথা বলেছেন?

উত্তর - আলোচ্য অংশটি সুবিনয় রায়চৌধুরীর লেখা 'পশুপাখির ভাষা'রচনার অংশবিশেষ। আলোচ্য উক্তিটির বক্তা হলেন ক্যাসটা্ং সাহেব।

১.৬.' ঘাসফড়িং' কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল?

উত্তর- 'ঘাসফড়িং' কবিতায় কবি যখন ঝিরঝিরেবৃষ্টির পর ভিজে ঘাসে পা দিয়েছিলেন তখনই ঘাসফড়িঙের সাথে কবির আত্মীয়তার শুরু হয়।

১.৭. কুমোরে পোকা কিভাবে মাকড়সা শিকার করে?

উত্তর - গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত 'কুমোরে পোকার বাসাবাড়ি' রচনায় কুমোর পোকা যখনই মাকড়সা দেখতে পাই ছুটে গিয়ে ঘাড় কামড়ে ধরে। তারপর মাকড়সার গায়ে হুল ফুটিয়ে বিষ ঢেলে দেয়

. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও:

২.১. বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয় - অতঃ+এব=অতএব/ ছন্দ +বদ্ধ =ছন্দবদ্ধ/সরঃ+বতী= সরস্বতী/নিঃ+অবধি= নিরবধি।

উত্তর - ছন্দঃ+বদ্ধ= ছন্দবদ্ধ।

২.২. যেটি জোড়বাধা সাধিত শব্দ নয় - দয়াময় /দশানন/ তেলেভাজা /সিংহাসন।

উত্তর - দয়াময়

২.৩. বিসর্গ সন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে এমন দুটি উদাহরণ দাও।

উত্তর - নিঃ+ধারন= নির্ধারণ।

নিঃ+বল= নির্বল।

আবিঃ+ভাব= আবির্ভাব।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ট শ্রেণি বাংলা এর উত্তর

আমাদের পোস্ট টি মনোযোগ সহকারে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ই পোষ্টটি সহপাঠীদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও উপরিক্তি কোন প্রশ্নোত্তরে সমস্যা থাকলে আমাদের Comment Section-এ অবশ্যই জানাও আমরা তা সমাধানে সদা তৎপর ও সচেষ্ট থাকব, ধন্যবাদ

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

Post a Comment (0)
Previous Post Next Post