প্রসূতিকালীন ছুটি মঞ্জুরীর জন্য আবেদন পত্র | Maternity leave application

প্রসূতিকালীন ছুটি মঞ্জুরীর জন্য আবেদন পত্র | Maternity leave application
Maternity Leave

সুপ্রিয় ভাবী মায়েরা ও বোনেরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। অনেক মহিলা যারা বিভিন্ন স্থানে চাকুরিরত বা কর্মরত তারা মাতৃত্বকালীন/প্রসূতিকালীন ছুটি মঞ্জুরের জন্য আবেদন করতে গিয়ে নাজেহাল হয়ে পড়ে। কিভাবে লিখব এই আবেদন পত্র ? চলো দেখে নাও এর নমুনা কপি-


প্রসূতিকালীন ছুটি (Maternity Leave) মঞ্জুরীর জন্য আবেদনপত্র/ মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন পত্র।

 

মাননীয় অধ্যক্ষ

গুরুকুল পাবলিক স্কুল

রামপুরহাট, বীরভূম (পঃ বঃ)

 

বিষয়: প্রসূতিকালীন ছুটি মঞ্জুরীর জন্য আবেদন।

 

মহাশয় /মহাশয়া

আপনার প্রতি সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি ফারিহা খান, আপনাদের প্রতিষ্ঠান এর একজন নিয়মিত সহ-শিক্ষিকা। বর্তমানে আমি সন্তানসম্ভবা। ডাক্তারী রিপোর্ট অনুযায়ী প্রসূতির জন্য ২৪/০১/২০২২ তারিখ নির্ধারন করা হয়েছে। সেই অনুযায়ী আগামী ইংরেজি ৩১/১২/২০২১  তারিখ হইতে ৩০/০৭/২০২২ তারিখ পর্যন্ত মোট ০৭ (সাত ) মাস প্রসূতিকালীন/ মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করছি।(ডাক্তারি রিপোর্ট এর প্রত্যয়িত কপি চিঠির সঙ্গে সংযুক্ত করিলাম)

অতএব, মহোদয়ের নিকট একান্ত অনুরোধ  উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে মোট ০৭(সাত) মাসের প্রসূতিকালীন/মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করে দপ্তর ত্যাগের অনুমতি দান করিলে আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকিব।

 

আপনার অনুগত

ফারিহা খান

গুরুকুল পাবলিক স্কুল

 

 যদি তোমরা কোনো প্রতিষ্ঠানে আবেদন পত্র লিখতে গিয়ে সমস্যার সম্মুখীন হও তবে আমাদের Inbox-এ comment করে জানাতে পারো। আমরা তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর প্রদানে সদা তৎপর থাকব।  

আমাদের Article ভালো লাগলে লাইক, শেয়ার ও Subscribe করতে পারো। যাতে তোমাদের অনুপ্রেরনাকে পাথেয় করে আরো নিত্যনতুন বিষয়ের উপর সহজতর, বোধগম্য ও চিত্তাকর্ষক লেখনী নিয়ে হাজির হতে পারি। ততক্ষন তোমরা সুস্থ থাকো, ভালো থেকো এবং এভাবেই পড়তে থাকো।

ধন্যবাদ

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

1 Comments

Post a Comment
Previous Post Next Post