পদ পরিবর্তন | Pod poriborton

পদ পরিবর্তন | Pod poriborton
পদ পরিবর্তন
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিখবো এবং জানবো পদ পরিবর্তন ( Pod poriborton ) সম্পর্কে। পদ পরিবর্তনকে সহজতরভাবে শিখতে হলে আমাদের অবশ্যই পদ পরিবর্তনের বেসিক সম্পর্কে জানা প্রয়োজন। তাই আমরা প্রত্যেক পদ পরিবর্তনের উদাহরণসহ শ্রেণীবিভাগ করে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি পদ পরিবর্তনের ক্লাস। চলো তবে শুরু করি পদ পরিবর্তনের বেসিক থেকে সম্পূর্ণ আলোচনা।
 {tocify} $title={Table of contents} 

$ads={1}

পদ পরিবর্তন কী?

এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত করাকে বলা হয় পদ পরিবর্তন।

পদ পরিবর্তন কাকে বলে?

বিশেষ্য পদ থেকে বিশেষণে এবং বিশেষণ পদ থেকে বিশেষ্য পদে পরিণতকে পদ পরিবর্তন বলে।

সাধারণত- পদ পরিবর্তন হয় বিশেষ্য ও বিশেষণ পদের ।

বিশেষ্য পদ থেকে বিশেষণে রূপান্তর-300+

আক্রমণ - আক্রান্ত

ইতিহাস ঐতিহাসিক

দেহ – দৈহিক

ঝগড়া – ঝগড়াটে

জন্ম – জাত

অংশ- আংশিক

দেব – দৈব

নগর – নাগরিক

অঞ্চল – আঞ্চলিক

গঙ্গা – গাঙ্গেয়

অন্তর- আন্তরিক

ঘুম- ঘুমন্ত

ইচ্ছা- ঐচ্ছিক

চরিত্র- চারিত্রিক

অভ্যাস- অভ্যস্ত

অনুবাদ- অনূদিত

কাজ- কেজো

গ্রহণ- গৃহীত

তর্ক- তার্কিক

কল্পনা- কাল্পনিক

ঘোষণা- ঘোষিত

দান- দাতব্য

ঋণ- ঋণী

আঘাত- আহত

ঈশ্বর- ঐশ্বরিক

জরা- জীর্ণ

পশু- পাশব

বসন্ত- বাসন্তিক

সমুদ্র- সামদ্রিক

শরীর- শারীরিক

ব্যবহার- ব্যবহৃত

পথ- পাথেয়

ভোজন- ভুক্ত

ভূত- ভৌতিক

রসায়ন- রাসায়নিক

মাংস- মাংসল

মান- মান্য

অণু- আণবিক

কর্ম- কৃত

বর্ণন- বর্ণনীয়

ঞ্জান- ঞ্জানী

ভূগোল- ভৌগোলিক

যোগ- যৌগিক

মন- মানসিক

দন্ত- দান্ত

কারণ- ক্রিয়ামান

গমন- গন্তব্য

পাক- পাচ্য

আলোচনা- আলোচ্য

ক্ষমা- ক্ষমা, ক্ষন্তব্য

প্রশ্ন- পৃষ্ঠ

ক্রয়- ক্রীত

নির্মাণ- নির্ণীয়মান

ঈশ- ঐশিক

জগৎ- জাগতিক

ন্যায়- ন্যায্য

ধন- ধনী

ঘর- ঘরোয়া

রাগ- রাগী

হিংসা- হিংসুটে

কৃপা- কৃপাময়

গৃহস্থ- গার্হস্থ্য

নীতি- নৈতিক

ঋষি- আর্য

বহন- বাহ্য

বন- বন্য

মেঘ- মেঘলা

সময়- সাময়িক

মঙ্গল- মাঙ্গলিক

বিদ্যুৎ- বৈদ্যুতিক

বিবাহ- বৈবাহিক

রক্ত- রক্তিম

খনন- খনিত

আবেশ- আবিষ্ট

ভ্রমণ- ভ্রাম্য

মাটি- মেটো

সংসার- সাংসারী

জেদ- জেদি

বীরত্ব- বীর

পিতা- পৈতৃক

প্রসঙ্গ- প্রাসঙ্গিক

দহন- দগ্ধ

মোহ- মুগ্ধ

মেয়ে- মেয়েলি

দুর্বলতা- দুর্বল

খাদ্য- খাদিত

গ্রাম- গ্রাম্য

ছেদন- ছেদ্য

আওসন- আসীন

গাওয়া- গাইয়ে

নিবারণ- নিবারিত

ঈক্ষণ- ঈক্ষমান

তমঃ- তামসিক

দম্পতি- দাম্পত্য

পঙ্ক- পঙ্কিল

ক্রোধ-ক্রোধী

পরস্পর- পারস্পরিক

নির্বাচন- নির্বাচিত

জাতি- জাত

কথা- কথিত

আশ্বাস- আশ্বস্ত

শোষণ- শোষিত

মরণ- ম্রিয়মাণ

উন্নয়ন- উন্নীয়মান

শয়ন- শয়ান

ঞ্জাত- ঞ্জাতব্য

বচন- বাচ্য

শিক্ষা-শিক্ষাণীয়

 $ads={2}

চক্ষুঃ- চাক্ষুষ

রেশম- রেশমি

শরৎ- শারদীয়

মাছ- মেছো

রোগ- রোগা

গোলাপ- গোলাপি

শাস্ত্র- শাস্ত্রীয়

আনয়ন- আনীত

ক্লেদ- ক্লিষ্ট

কষায়- কষায়িত

প্রহার- প্রহৃত

ধাবন- ধাবিত

অপনয়ন- অপনেয়

স্মরণ- স্মরনীয়

দেশি দেশীয়

ঈপ্সা- ঈপ্সিত

কর্ষণ- কর্ষণীয়

উপন্যাস- ঔপন্যাসিক

ষন্মাস- ষান্মাসিক

বিস্ময়- বিস্মিত

পুর- পৌর

নিষেধ- নিষিদ্ধ

প্রণাম- প্রণত

ইসলাম- ঐস্লামিক

উত্তাপ- উত্তপ্ত

অক্ষর- আক্ষরিক

আকর্ষণ- আকৃষ্ট

চন্দ্র- চান্দ্র

ঝড়- ঝোড়ো

জাতি- জাতীয়

খণ্ড- খন্ডিত

দর্শন- দার্শনিক

উদর- ঔদরিক

চরি- চৌর্য

আষাঢ়- আষাঢ়ে

জন্তু- জান্তব

$ads={1}

বিশেষণ পদ থেকে বিশেষ্যে রূপান্তর-200+

গুপ্ত- গোপন

দেয়- দান

ত্যাগী- ত্যাগ

উষ্ণ- উষ্ণতা

গোঁড়া-গোঁড়ামি

মহৎ- মহত্ত্ব

ভীত- ভয়

ঝাড়ন্ত- ঝাড়া

ফুটন্ত- ফোটা

বাধ্য- বাধিত

বাবু- বাবুয়ানা

নিন্দিত- নিন্দা

ধার্মিক- ধর্ম

দয়াবান- দয়া

ক্ষুদ্র- ক্ষুদ্রতা

উচ্চ- উচ্চতা

সভ্য- সভ্যতা

সফল- সাফল্য

ব্যবসায়ী- ব্যাবসা

দূর-  দূরত্ব

পরিণত- পরিণাম

সুখী- সুখ

নির্মিত- নির্মাণ

বিপরীত- বৈপরীত্য

চঞ্চল- চঞ্চলতা

হিংস্র- হিংস্রতা

আহ্নিক- অহ্ন

স্বাভাবিক- স্বভাব

তরুণ- তারুণ্য

সুন্দর- সৌন্দর্য

প্রচলিত- প্রচলন

গভীর- গভীরতা

রচিত- রচনা

দুর্বল- দুর্বলতা

সাবধানী- সাবধান

পার্বত্য- পর্বত

বৈঞ্জানিক- বিঞ্জান

বিরোধী- বিরোধ

মুক্ত- মুক্তি

বৃদ্ধ- বার্ধক্য

সৌর- সূর্য

বার্ষিক- বর্ষ

মুদ্রিত- মুদ্রণ

নির্বোধ- নির্বুদ্ধিতা

লজ্জিত- লজ্জা

শান্ত- শান্তি

পাঠ্য- পাঠ

তুচ্ছ- তুচ্ছতা

স্থানীয়- স্থান

সরল- সরলতা

হত- হনন

মহাত্মা- মাহাত্ম্য

প্রাচীন- প্রাচীনতা

প্রসিদ্ধ- প্রসিদ্ধি

স্বতন্ত্র- স্বাতন্ত্র্য

বিশাল- বিশালতা

বিশিষ্ট- বৈশিষ্ট্য

জয়ী- জয়

পৌরাণিক- পুরাণ

কেন্দ্রীয়- কেন্দ্র

স্বীকৃত- স্বীকার

ডাক্তারি- ডাক্তার

প্রধান- প্রাধান্য

অবস্থিত- অবস্থান

গৃহী- গৃহ

পারিবারিক- পরিবার

স্থির- স্থিরতা

দৃঢ়- দৃঢ়তা

জাত- জন্ম

মধুর- মধুরতা

কৃপণ- কৃপণতা

অলস- আলস্য

দাহ্য- দহন

নতি- নত

গীত- গান

ঘূর্ণিত- ঘূর্ণি

পালনীয়- পালন

চয়নিকা- চয়ন

উচ্চারিত- উচ্চারণ

চলতি- চলা

পড়তি- পড়া

আরণ্যক- অরণ্য

তালব্য- তালু

দৈহিক- দেহ

দয়াবান- দয়া

অগ্রজ- অগ্র

ঐহিক- ইহ

অনুকূল- আনুকূল্য

চতুর- চতুরতা

তরল- তরলতা

নূতন- নূননতা

দোষী- দোষ

নীল- নীলিমা

প্রসন্ন- প্রসন্নতা

জ্যেঠা- জ্যেঠামি

আগ্নেয়- অগ্নি

দুষ্টু- দুষ্টুমি

পাকা- পাকামি

$ads={2}

নীচের দেওয়া পদ্গুলিকে পদান্তরিত করোঃ-( M. C. Q )

১) পাঠ্য-

২) প্রকৃত –

৩) ব্যবহার-

৪) দেহ –

৫) গ্রহণ –

৬) দৈব-

৭) উচ্চারিত-

৮) ঈশ্বর-

৯) ইতিহাস-

১০) অন্তর-

১১) উৎপন্ন-

১২) শিক্ষিত –

১৩) শান্তি-

১৪) বন্য-

১৫)  ন্যায্য-

১৬) পরিবার-

১৭) গৃহ-

১৮) গ্রাম-

১৯) প্রাধান্য-

২০) পর্বত-

২১) সাবধান-

২২) লজ্জা –

২৩) পৃষ্ঠ-

২৪) সভ্যতা-

২৫) প্রাচীন-

২৬) সরল-

২৭) পরিচয়-

২৮) ভোজন-

২৯) বীরত্ব-

৩০) বাসন্তিক-

৩১) নির্মাণ-

৩২) ভ্রমণ-

৩৩) মান-

৩৪) জগৎ-

৩৫) যোগ-

৩৬) ত্যাগী-

৩৭) ঘর-

৩৮) মাছ-

৩৯) দরিদ্র-

৪০) ধর্ম-

৪১) তালু-

 ৪২) জ্বলা-

৪৩) পদ্য-

৪৪) মন্দ-

৪৫) সংকেত-

৪৬) ছন্দ-

৪৭) ঝড়-

৪৮) সহজ-

৪৯) মধু-

৫০) অমর-

৫১) প্রকাশ-

৫২) দেশ-

৫৩) মাঠ-

৫৪) মিষ্টি-

৫৫) মূর্তি-

৫৬) সার্থক-

৫৭) চরিত্র-

৫৮) সুন্দর-

৫৯) গাছ-

৬০) কল্পনা-

৬১) দীপ্ত-

৬২) ফুল-

৬৩) মানস-

৬৪) আঠা-

উত্তর-   ১)পাঠ ২) প্রাকৃতিক ৩)ব্যবহৃত ৪)দৈহিক ৫) গৃহীত ৬) দেব ৭)উচ্চারণ ৮)ঐশ্বরিক ৯)ঐতিহাসিক ১০) আন্তরিক ১১)উৎপত্তি ১২) শিক্ষা ১৩) শান্ত ১৪)বন ১৫) ন্যায় ১৬) পারিবারিক ১৭)গৃহী ১৮) গ্রাম্য ১৯) প্রধান ২০)পার্বত্য ২১) সাবধানী ২২) লজ্জিত ২৩)প্রশ্ন ২৪) সভ্য ২৫) প্রাচীনতা ২৬)সরলতা ২৭) পরিচিত ২৮)  ভুক্ত ২৯) বীর ৩০)বসন্ত  ৩১)নির্মিত ৩২) ভ্রাম্য ৩৩)মান্য ৩৪) জাগতিক ৩৫)যৌগিক ৩৬)ত্যাগ ৩৭)ঘরোয়া ৩৮) মেছো ৩৯)দরিদ্রতা ৪০) ধার্মিক ৪১)তালব্য ৪২)জ্বলন্ত ৪৩) পদ্যময় ৪৪)মন্দতা ৪৫)সাংকেতিক ৪৬)ছন্দবদ্ধ ৪৭)ঝোড়ো ৪৮)সহজতা ৪৯)  মধুরতা ৫০) অমরত্ব ৫১) প্রকাশিত ৫২) দেশি ৫৩) মেঠো ৫৪)মিষ্টতা ৫৫) মূর্তিমান ৫৬) সার্থকতা ৫৭) চারিত্রিক ৫৮)সৌন্দর্য ৫৯) গেছো ৬০) কাল্পনিক ৬১) দীপ্তি ৬২) ফুলেল ৬৩)মানসিক ৬৪) আঠালো

 যদি পদ পরিবর্তনের সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা থাকে, তাহলে তোমরা নিচে Comment Box এ গিয়ে Comment করতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার।

আমাদের Article ভালো লাগলে লাইক, শেয়ার ও Subscribe করতে পারো। যাতে তোমাদের অনুপ্রেরনাকে পাথেয় করে আরো নিত্যনতুন বিষয়ের উপর সহজতর, বোধগম্য ও চিত্তাকর্ষক লেখনী নিয়ে হাজির হতে পারি। ততক্ষন তোমরা সুস্থ থাকো, ভালো থেকো এবং এভাবেই পড়তে থাকো।

ধন্যবাদ

 

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

Post a Comment (0)
Previous Post Next Post