Buno Has | Buno Has Class 5 Question Answer | বুনো হাঁস | পঞ্চম শ্রেণীর বুনো হাঁস গল্পের প্রশ্ন ও উত্তর

Buno Has Class 5 | বুনো হাঁস
বুনো হাঁস

Buno Has

Buno Has Class 5

Buno Has Class 5 Question Answer

পঞ্চম শ্রেণীর বুনো হাঁস গল্পের প্রশ্ন ও উত্তর 

বুনো হাঁস 
 লেখিকা- লীলা মজুমদার-( ১৯০৮-২০০৭): জন্ম কোলকাতায়, তাঁর জ্যাঠামশাই ছিলেন সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরি। বাবা প্রমদারঞ্জন রায়। তিনি ‘বনের খবর’ বইয়ের লেখক।তার শৈশব কেটেছে শিলং পাহারে। ১৯২০ শাল থেকে কলকাতায় বসবাস শুরু করেন। সারা জীবন সাহিত্য চর্চাই তাঁর সঙ্গী ছিল। তিনি শিশু সাহিত্য অনন্য অবদান রেখে গেছেন। প্রথম ছোটোদের বই ‘ বদ্যিনাথের বড়ি’। তাঁর প্রথম রচনা ‘ লক্ষী ছাড়া’। তাঁর দ্বিতীয় বই ‘দিন দুপুর’। অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ- ‘পদিপিসির বর্মি বাক্স’, ‘হলদে পাখির পালক’, ‘টং লিং’, ‘মাকু’। ছোটোদের জন্য ‘ সন্দেহ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কার সম্মানিত –যার মধ্যে ‘ রবিন্দ্র পুরস্কার’ আনন্দ পুরস্কার,’ ভারতের শিশু সাহিত্যের পুরস্কার’। ২০০৭ সালে এই মহান সাহিত্যের জীবনবসান ঘটে। 

👆সারসংক্ষেপ-

$ads={1}

শব্দার্থ- বাস- বসবাস, ফলা- তীক্ষ্ণ, বরফ- হিমানী, সয় না- সহ্য হয়না, খবর- সংবাদ, হিমালয়- পর্বতমালার নাম, তেড়ে- রেগে, দ্বীপ- চারদিকে জলবেষ্টিত স্থান, সঙ্গী- বন্ধু, নিরাপদ- যেখানে আপদ বা বিপদ নেই এমন, আস্তে- ধীরে, নির্জন- যেখানে লোকজন নেই, ঝোপঝাপ- বনবাদাড়, তাবু- কাপড়ে তৈরী/ ছাওয়া অস্থায়ী বাসস্থান, বাসা- ঘর, জখম- আহত, বেচারি- নিরীহ, খাঁটি- আস্তানা, কুঁড়ি- কলি, চঞ্চল- অস্থির, লাডাক- ভারতের উত্তরের বরফবেস্টিত ভূ-খন্ড, জোয়ান- সৈন্যদলের যোদ্ধা।
হাতে- কলমে

👉১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

১.১ আকাশের দিকে তাকালে তুমি দেখ___( ঘরবাড়ি/গাছপালা/পোকামাকড়/মেঘ-রোদ্দুর )।

উত্তর- আকাশের দিকে তাকালে তুমি দেখি মেঘ-রোদ্দুর ।

১.২ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতমালার নাম হলো__( কিলিমানজারো/আরাবল্লী/আন্দিজ/রকি )।

উত্তর- ২ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতমালার নাম হলো আরাবল্লী।

১.৩ এক রকমের হাঁসের নাম হলো__( সোনা/কুনো/কালি/বালি ) হাঁস।

উত্তর- এক রকমের হাঁসের নাম হলো সোনা।

১.৪ পাখির ডানার__( বোঁ বোঁ/শোঁ শোঁ/গাক গাক ) শব্দ শোনা যায়।

উত্তর- পাখির ডানার শোঁ শোঁ শব্দ শোনা যায়।

👉২. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

উত্তর- 

বরফ

বুনো

কুঁড়ি

চঞ্চল

আরম্ভ

হিমানী

বন্য

কলি

অধীর

শুরু

👉৩. সঙ্গী-( ঙ + গ )-এমন ‘ঙ্গ’ রয়েছে-এমন পাঁচটি শব্দ লেখো :

উত্তর-

i) মঙ্গল= ঙ + গ

ii) জঙ্গল= ঙ + গ

iii) দঙ্গল= ঙ + গ

iv) বিহঙ্গ= ঙ + গ

v) জঙ্গি=  ঙ + গ

$ads={2}

👉৪. ঘটনাক্রম সাজিয়ে লেখো :

৪.১ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।

৪.২ হাঁসের ডানা জখম হল।

৪.৩ সারা শীত কেটে গেল।

৪.৪ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।

৪.৫ আরেকটা বুনো হাঁস ও নেমে এসে এটা চারদিকে উড়ে বেড়াচ্ছে।

উত্তর- বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। আরেকটা বুনো হাঁস ও নেমে এসে এটা চারদিকে উড়ে বেড়াচ্ছে। হাঁসের ডানা জখম হল। সারা শীত কেটে গেল। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।

👉৫. শূন্যস্থান পুরণ করো :

৫.১ ____একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের______একটা ঘাঁটি ছিল।

উত্তর- লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল।

৫.২ জোয়ানদের____রাখার খালি জায়গা ছিল।

উত্তর- জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল।

৫.৩ আস্তে আস্তে হাঁসের ____ সারল।

উত্তর- আস্তে আস্তে হাঁসের ডানা সারল।

৫.৪ দলে দলে ____ তিরের ফলার আকারে, কেবলই_____ দিকে উড়ে চলছে।

উত্তর- দলে দলে বুনো হাঁস তিরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলছে।

৫.৫ _______ গাছে পাতার আর ফুলের____ ধরল।

উত্তর- ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।

👉৬. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো : বুনো, জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন, বেচারি, চঞ্চল।

বিশেষ্য

বিশেষণ

লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী, বেচারি,

বুনো, জখম, গরম, ন্যাড়া, নির্জন, চঞ্চল

👉৭. ক্রিয়ার নীচে দাগ দাও :

উত্তর-

৭.১ বাড়ির জন্য ওদের মন কেমন করত

৭.২ পাখিরা আবার আসতে আরম্ভ করল

৭.৩ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে

৭.৪ সেখানে বুনো হাঁসরা রইল

৭.৫ নিরাপদে তাদের শীত কাটে

$ads={1}

👉৮. বাক্য বাড়াও :

৮.১ একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল।( কোথায় নেমে পড়ল ?)

উত্তর- একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নীচে ঝোপের ওপর নেমে পড়ল।

৮.২ ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। ( কোথায় এবং কখন ফিরে যাচ্ছে?)

উত্তর- ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে।

৮.৩ পাহাড়ে বরফ গলতে শুরু করল।( কোথাকার পাহাড় ?)

উত্তর- নীচের পাহাড়ের বরফ গলতে শুরু করল।

৮.৪ আবার ঝোপঝাপ দেখা গেল।( কেমন ঝোপঝাপ?)

উত্তর- আবার সবুজ ঝোপঝাপ দেখা দিল।

৮.৫ গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। (কেমন গাছে?)

উত্তর- ন্যাড়া গাছের পাতার আর ফুলের কুঁড়ি ধরল।

👉৯. বাক্য রচনা করো- রেডিয়ো, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু।

উত্তর-

রেডিয়ো- বর্তমানে মানুষের কাছে রেডিয়োর ব্যবহার কমে গেছে।

চিঠিপত্র- ফোন হওয়ায় এখন চিঠিপত্র বেশি পাঠানো হয় না।

থরথর- রেখা বাবার ভয়ে থরথর করে কাঁপছে।

জোয়ান- সেনাবাহিনীর জোয়ানরা দেশের জন্য জীবন বলি দেয়।

তাঁবু- সেনাবাহিনীরা  শীতে তাঁবু খাঁটিয়ে দেশের জন্য পাহারা দেয়।

👉১০. তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁক ও রং করো।

👉১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১১.১ জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?

উত্তর- লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল।

১১.২ জোয়ানরা কী কাজ করে?

উত্তর- জোয়ানরা দেশের মানুষকে রক্ষার কাজ করে। যাতে মানুষেরা শান্তিতে বাস করতে পারে সেই কাজই করে জোয়ানরা।

১১.৩ দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন?

উত্তর- একটি বুনো হাঁসের ডানায় জখম ছিল। তাই সে উড়তে নাপারায় দলছুট হয়। অপর হাঁসটি ইচ্ছা করলে উড়ে যেতে পারত কিন্তু বন্ধু হাঁসটিকে রেখে গেল না। সে-ও দলছুট হল।

১১.৪ বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত?

উত্তর- বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে ভাত, তরকারি, ভুট্টা, ইত্যাদি খেত।

১১.৫ হাঁসেরা আবার কোথায়। কখন ফিরে গেল?

উত্তর- সারা শীতকাল জোয়ানদের তাঁবুতে কাটিয়ে শীতের শেষে হাঁসেরা নিজের দেশে ফিরে গেল।

$ads={2}

১১.৬ ‘ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল’- কেমন করে সারা শীতকাল কাটল? এরপর কী ঘটনা ঘটল?

👉১২. কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতা একটা ছোট্ট ঘটনার কথা লেখো।

১৩.১ লীলা মজুমদারের জন্ম কোন শহরে?

উত্তর- লীলা মজুমদারের জন্ম কলকাতায়।

১৩.২ তাঁর শৈশব কোথায় কেটেছে?

উত্তর- তাঁর শৈশব শিলং পাহাড়ে কেটেছে।

১৩.৩ ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো।

উত্তর- ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম-‘ বদ্যিনাথের বড়ি’ ‘হলদে পাখির পালক’,।

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of English Grammar and Mathematics and the founder of DigitalPorasona.in, loves to share his knowledge. He is a content writer. Digital Porasona

Post a Comment (0)
Previous Post Next Post