![]() |
বুনো হাঁস |
Buno Has
Buno Has Class 5
Buno Has Class 5 Question Answer
পঞ্চম শ্রেণীর বুনো হাঁস গল্পের প্রশ্ন ও উত্তর
$ads={1}
👉১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার
লেখো :
১.১ আকাশের দিকে তাকালে তুমি দেখ___(
ঘরবাড়ি/গাছপালা/পোকামাকড়/মেঘ-রোদ্দুর )।
উত্তর- আকাশের দিকে তাকালে তুমি দেখি
মেঘ-রোদ্দুর ।
১.২ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি
পর্বতমালার নাম হলো__( কিলিমানজারো/আরাবল্লী/আন্দিজ/রকি )।
উত্তর- ২ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো
একটি পর্বতমালার নাম হলো আরাবল্লী।
১.৩ এক রকমের হাঁসের নাম হলো__( সোনা/কুনো/কালি/বালি
) হাঁস।
উত্তর- এক রকমের হাঁসের নাম হলো সোনা।
১.৪ পাখির ডানার__( বোঁ বোঁ/শোঁ শোঁ/গাক
গাক ) শব্দ শোনা যায়।
উত্তর- পাখির ডানার শোঁ শোঁ শব্দ শোনা
যায়।
👉২. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে
লেখো :
উত্তর-
ক |
খ |
বরফ বুনো কুঁড়ি চঞ্চল আরম্ভ |
হিমানী বন্য কলি অধীর শুরু |
👉৩. সঙ্গী-( ঙ + গ )-এমন ‘ঙ্গ’ রয়েছে-এমন
পাঁচটি শব্দ লেখো :
উত্তর-
i) মঙ্গল= ঙ + গ
ii) জঙ্গল= ঙ + গ
iii) দঙ্গল= ঙ + গ
iv) বিহঙ্গ= ঙ + গ
v) জঙ্গি= ঙ + গ
$ads={2}
👉৪. ঘটনাক্রম সাজিয়ে লেখো :
৪.১ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা
তুলবে।
৪.২ হাঁসের ডানা জখম হল।
৪.৩ সারা শীত কেটে গেল।
৪.৪ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।
৪.৫ আরেকটা বুনো হাঁস ও নেমে এসে এটা
চারদিকে উড়ে বেড়াচ্ছে।
উত্তর- বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে
যেত। আরেকটা বুনো হাঁস ও নেমে এসে এটা চারদিকে উড়ে বেড়াচ্ছে। হাঁসের ডানা জখম হল। সারা
শীত কেটে গেল। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।
👉৫. শূন্যস্থান পুরণ করো :
৫.১ ____একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে
আমাদের______একটা ঘাঁটি ছিল।
উত্তর- লাডাকের একটা বরফে ঢাকা নির্জন
জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল।
৫.২ জোয়ানদের____রাখার খালি জায়গা
ছিল।
উত্তর- জোয়ানদের মুরগি রাখার খালি
জায়গা ছিল।
৫.৩ আস্তে আস্তে হাঁসের ____ সারল।
উত্তর- আস্তে আস্তে হাঁসের ডানা সারল।
৫.৪ দলে দলে ____ তিরের ফলার আকারে,
কেবলই_____ দিকে উড়ে চলছে।
উত্তর- দলে দলে বুনো হাঁস তিরের ফলার
আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলছে।
৫.৫ _______ গাছে পাতার আর ফুলের____
ধরল।
উত্তর- ন্যাড়া গাছে পাতার আর ফুলের
কুঁড়ি ধরল।
👉৬. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ
আলাদা করে লেখো : বুনো, জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী, নির্জন,
বেচারি, চঞ্চল।
|
|
লাডাক,
শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী, বেচারি, |
বুনো,
জখম, গরম, ন্যাড়া, নির্জন, চঞ্চল |
👉৭. ক্রিয়ার নীচে দাগ দাও :
উত্তর-
৭.১ বাড়ির জন্য ওদের মন কেমন করত।
৭.২ পাখিরা আবার আসতে আরম্ভ করল।
৭.৩ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে।
৭.৪ সেখানে বুনো হাঁসরা রইল।
৭.৫ নিরাপদে তাদের শীত কাটে।
$ads={1}
👉৮. বাক্য বাড়াও :
৮.১ একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে
নেমে পড়ল।( কোথায় নেমে পড়ল ?)
উত্তর- একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে
নীচে ঝোপের ওপর নেমে পড়ল।
৮.২ ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার
ফিরে যাচ্ছে। ( কোথায় এবং কখন ফিরে যাচ্ছে?)
উত্তর- ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের
শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে।
৮.৩ পাহাড়ে বরফ গলতে শুরু করল।( কোথাকার
পাহাড় ?)
উত্তর- নীচের পাহাড়ের বরফ গলতে শুরু
করল।
৮.৪ আবার ঝোপঝাপ দেখা গেল।( কেমন ঝোপঝাপ?)
উত্তর- আবার সবুজ ঝোপঝাপ দেখা দিল।
৮.৫ গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।
(কেমন গাছে?)
উত্তর- ন্যাড়া গাছের পাতার আর ফুলের
কুঁড়ি ধরল।
👉৯. বাক্য রচনা করো- রেডিয়ো, চিঠিপত্র,
থরথর, জোয়ান, তাঁবু।
উত্তর-
রেডিয়ো- বর্তমানে মানুষের কাছে রেডিয়োর
ব্যবহার কমে গেছে।
চিঠিপত্র- ফোন হওয়ায় এখন চিঠিপত্র
বেশি পাঠানো হয় না।
থরথর- রেখা বাবার ভয়ে থরথর করে কাঁপছে।
জোয়ান- সেনাবাহিনীর জোয়ানরা দেশের
জন্য জীবন বলি দেয়।
তাঁবু- সেনাবাহিনীরা শীতে তাঁবু খাঁটিয়ে দেশের জন্য পাহারা দেয়।
👉১০. তোমার বইতে যে বুনো হাঁসের ছবি
দেওয়া আছে সেটি দেখে আঁক ও রং করো।
👉১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের
ভাষায় লেখো :
১১.১ জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?
উত্তর- লাডাকের একটা বরফে ঢাকা নির্জন
জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল।
১১.২ জোয়ানরা কী কাজ করে?
উত্তর- জোয়ানরা দেশের মানুষকে রক্ষার
কাজ করে। যাতে মানুষেরা শান্তিতে বাস করতে পারে সেই কাজই করে জোয়ানরা।
১১.৩ দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন?
উত্তর- একটি বুনো হাঁসের ডানায় জখম
ছিল। তাই সে উড়তে নাপারায় দলছুট হয়। অপর হাঁসটি ইচ্ছা করলে উড়ে যেতে পারত কিন্তু বন্ধু
হাঁসটিকে রেখে গেল না। সে-ও দলছুট হল।
১১.৪ বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত?
উত্তর- বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে
ভাত, তরকারি, ভুট্টা, ইত্যাদি খেত।
১১.৫ হাঁসেরা আবার কোথায়। কখন ফিরে গেল?
উত্তর- সারা শীতকাল জোয়ানদের তাঁবুতে
কাটিয়ে শীতের শেষে হাঁসেরা নিজের দেশে ফিরে গেল।
$ads={2}
১১.৬ ‘ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল’- কেমন করে সারা শীতকাল কাটল? এরপর কী ঘটনা ঘটল?
👉১২. কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতা একটা ছোট্ট ঘটনার কথা লেখো।
১৩.১ লীলা মজুমদারের জন্ম কোন শহরে?
উত্তর- লীলা মজুমদারের জন্ম কলকাতায়।
১৩.২ তাঁর শৈশব কোথায় কেটেছে?
উত্তর- তাঁর শৈশব শিলং পাহাড়ে কেটেছে।
১৩.৩ ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো।
উত্তর- ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম-‘ বদ্যিনাথের বড়ি’ ‘হলদে পাখির পালক’,।