![]() |
বাংলা প্রাইমারী প্র্যাকটিস সেট ২০২২ |
সুপ্রিয় বন্ধুরা যারা TET পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের "Digital Porasona"-র পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন বাংলা প্র্যাকটিস সেট পর্ব ১ , এইভাবে পর্ব ভিত্তিক সমস্ত Primary TET বিষয়ের সম্যক ধারনা দেওয়ার প্রতি আমরা সচেষ্ট ও যত্নবান থাকব। তবে বন্ধুরা আর দেরি না করে চলুন আজকের বিষয়ে মনোনিবেশ করি...
WB Primary TET 2022
WB Primary TET Bengali Practice Set
বাংলা প্রাইমারী প্র্যাকটিস সেট ২০২২
বিষয়ঃ বাংলা
পর্বঃ ১
1. চৌহদ্দি কোন ধরনের শব্দ?
উত্তরঃ ফারসি+আরবি।
2. পকেট মার কোন কোন শব্দের মিশ্রণ?
উত্তরঃ ইংরেজি+বাংলা।
3. বর্তমানে পৃথিবীতে কত সংখ্যক লোকের ভাষা বাংলা?
উত্তরঃ প্রায় ৩০ কোটি।
4. ভাষার মূল উপাদান কি?
উত্তরঃ ধ্বনি।
5. কিসের দ্বারা ধ্বনির উৎপত্তি?
উত্তরঃ বাগযন্ত্র।
6. বর্তমানে পৃথিবীতে কত সংখ্যক ভাষার চল আছে?
উত্তরঃ প্রায় ৩ হাজারের বেশি।
7. মাতৃভাষা হিসাবে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কত?
উত্তরঃ চতুর্থ।
8. ভাষার মুলত কয়টি রূপ?
উত্তরঃ ২ টিঃ ১) মৌখিক ২) লৈখিক।
9. তৎসম কি ধরনের শব্দ?
উত্তরঃপারিভাষিক।
10. লেখ্য রুপের রীতি দুটি কি কি?
উত্তরঃ সাধু রীতি ও চলিত রীতি।
11. পেট কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ তামিল ভাষা।
12. চুলা কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ মুন্তারি।
13. ফারসি শব্দ কয় প্রকার?
উত্তরঃ দুই প্রকার।
14. পারিভাষিক শব্দ কি?
উত্তরঃ বিদেশী শব্দের ভাবানুবাদ মূলক প্রতিশব্দ।
15. রাজা- বাদশা কোন ধরনের শব্দ?
উত্তরঃ তৎসম +ফারসি।
16. আরবি শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ দুই ভাগে।
17. চোঙ্গা, গঞ্জ, কুলা কোন ধরনের শব্দ?
উত্তরঃ দেশি শব্দ।
18. কুড়ি কোন ভাষা থেকে এসেছে?
উত্তরঃ কোলভাষা থেকে ।
19. File শব্দের অর্থ কি?
উত্তরঃ নথি।
20. খ্রিস্টান, হেড পণ্ডিত কোন ধরনের শব্দ?
উত্তরঃ ইংরেজি+ তৎসম।
21. ভব শব্দের অর্থ কি?
উত্তরঃ উৎপন্ন।
22. হাত কোন ধরনের শব্দ?
উত্তরঃ তদ্ভব শব্দ।
23. তদ্ভব শব্দের অপর নাম কি?
উত্তরঃ খাঁটি বাংলা।
24. সূর্য, নক্ষত্র, চন্দ্র কি ধরনের শব্দ?
উত্তরঃ তৎসম শব্দ।
25. তৎসম শব্দের অর্থ কি?
উত্তরঃ সংস্কৃত।
আগামী পোষ্টে আমরা নিয়ে আসব পর্বঃ ২ এর প্রশ্নপত্র নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়তে থাকবেন আমাদের বিভিন্ন বিষয়ের টেস্টগুলি। ধন্যবাদ।।