Basantik Sapnam | Class 12 Sanskrit Basontik Sopnom Questions and answers | Basantik Sapnam Prosno Uttor

 

বাসন্তিক স্বপ্নম
বাসন্তিক স্বপ্নম 

WBCHSE Class 12 Sanskrit Natok Basantik Sapnam 

Class 12 Sanskrit Basontik Sopnom Questions and answers

Basantik Sapnam Prosno Uttor

দ্বাদশ শ্রেণী সংস্কৃত নাটক বাসন্তিক স্বপ্নম প্রশ্ন উত্তর 




বহুবিকল্পক প্রশ্ন : (MCQ)

$ads={1}

প্রশ্ন ১. 'বাসন্তিকস্বপ্নম' নাটকটির রচয়িতা হলেন - 

ক)  কালিদাস খ)  ভাস গ)কৃষ্ণমাচার্য ঘ) বিশাখদত্ত

উত্তরঃ গ) কৃষ্ণমাচার্য। 

প্রশ্ন : ২. নাটকে উল্লিখিত রাজার নাম হল - 

ক) যশোবর্মা  খ) ইন্দুবর্মা  গ) ইন্দ্রবর্মা ঘ) ইন্দ্রশর্মা 

উত্তরঃ গ) ইন্দ্রবর্মা। 

প্রশ্ন : ৩. নাটকে উল্লিখিত রাজার প্রেমিকা হলেন - 

ক) কনকলেখা খ) কৌমুদী  গ) ইন্দুমতী ঘ) সৌদামিনী

উত্তরঃ ক) কনকলেখা। 

প্রশ্ন : ৪. নাটকে উল্লিখিত বৃদ্ধ হলেন - 

ক) ইন্দ্রবর্মা  খ) ইন্দ্রশর্মা গ) বসন্ত ঘ) ইন্দুশর্মা

উত্তরঃ ঘ) ইন্দুশর্মা। 

প্রশ্ন : ৫. নাটকে উল্লিখিত বৃদ্ধের কন্যার নাম - 

ক) কৌমুদী খ) সৌদামিনী গ) জ্যোৎস্না ঘ) কনকলেখা

উত্তরঃ ক) কৌমুদী। 

প্রশ্ন: ৬. নাটকে উল্লিখিত রাজার ভৃত্যের নাম হল - 

ক) প্রমহ খ) প্রমোদ গ) মকরন্দ ঘ) বসন্ত

উত্তরঃ  খ) প্রমোদ। 

প্রশ্ন : ৭. বৃদ্ধের কন্যার প্রেমিকের নাম হল - 

ক) মকরন্দ খ) বসন্ত গ) প্রমোদ ঘ) প্ৰমোহ

উত্তরঃ খ) বসন্ত। 

প্রশ্ন : ৮. বৃদ্ধ যার সাথে কন্যার বিয়ে দিতে চান তার নাম হল - 

ক) বসন্ত খ)ইন্দ্রবর্মা  গ) মকরন্দ ঘ) প্রমোহ

উত্তরঃ গ) মকরন্দ। 

প্রশ্ন : ৯. বৃদ্ধ ব্যক্তিটির জাতি হল - 

ক) শুদ্র খ) ক্ষত্রিয় গ) বৈশ্য ঘ) ব্রাহ্মণ

উত্তরঃ ঘ) ব্রাহ্মণ। 

প্রশ্ন : ১০. বৃদ্ধের নামের যে বৈশিষ্ট্য দেখে তাঁর জাতির পরিচয় পাওয়া যায় তা হল

ক) শর্মা'-এই উপাধি খ) ইন্দু’-এই নাম গ) নামের উচ্চারণ ঘ) ইন্দু শর্মা এই সম্পূর্ণ নাম

উত্তরঃ শর্মা’-এই উপাধি।  

$ads={2}

প্রশ্ন : ১১. মূল নাটকটি যে ইংরাজি নাটকের অনুবাদ সেটি হল - 

ক) ম্যাক্‌বেথ্’ খ) 'হ্যামলেট্’ গ)‘রোমিও জুলিয়েট্’  ঘ)“এ মিডসামার নাইটস্ ড্রিম্ 

উত্তরঃ ঘ)“এ মিডসামার নাইটস্ ড্রিম্।   

প্রশ্ন : ১২. মূল ইংরাজি নাটকের রচয়িতা হলেন - 

ক) উইলিয়ম্ শেক্‌সপীয়ার্  খ) ও হেরি গ) কুশমন্ত সিং ঘ) টলস্টয়

উত্তরঃ ক) উইলিয়ম্ শেক্‌সপীয়ার ।

প্রশ্ন: (৩) কুহূ শব্দের অর্থ হল - 

ক) পূর্ণিমা খ) অমাবস্যা  গ) রাত্রি  ঘ) দিন

উত্তরঃ খ) অমাবস্যা। 

প্রশ্ন : ১৪. ‘নাড়িকা’-শব্দের অর্থ হল -

ক) এক মিনিট খ) তিন ঘণ্টা গ) নয় ঘণ্টা ঘ) এক ঘণ্টা

উত্তরঃ ঘ) এক ঘণ্টা। 

প্রশ্ন : ১৫. উদ্বাহ শব্দের অর্থ হল

$ads={1}

ক) মৃত্যু খ) জন্ম গ) বিবাহ ঘ) বহন করা 

উত্তরঃ  গ) বিবাহ। 

 প্রশ্ন :  ১৬ দর্শ' শব্দের অর্থ হল - 

ক) অমাবস্যা খ) প্রতিপদ  গ) চতুর্থী ঘ) দশমী

উত্তরঃ ক) অমাবস্যা। 

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post