![]() |
বাসন্তিক স্বপ্নম |
WBCHSE Class 12 Sanskrit Natok Basantik Sapnam
Class 12 Sanskrit Basontik Sopnom Questions and answers
Basantik Sapnam Prosno Uttor
দ্বাদশ শ্রেণী সংস্কৃত নাটক বাসন্তিক স্বপ্নম প্রশ্ন উত্তর
বহুবিকল্পক প্রশ্ন : (MCQ)
$ads={1}
প্রশ্ন ১. 'বাসন্তিকস্বপ্নম' নাটকটির রচয়িতা হলেন -
ক) কালিদাস খ) ভাস গ)কৃষ্ণমাচার্য ঘ) বিশাখদত্ত
উত্তরঃ গ) কৃষ্ণমাচার্য।
প্রশ্ন : ২. নাটকে উল্লিখিত রাজার নাম হল -
ক) যশোবর্মা খ) ইন্দুবর্মা গ) ইন্দ্রবর্মা ঘ) ইন্দ্রশর্মা
উত্তরঃ গ) ইন্দ্রবর্মা।
প্রশ্ন : ৩. নাটকে উল্লিখিত রাজার প্রেমিকা হলেন -
ক) কনকলেখা খ) কৌমুদী গ) ইন্দুমতী ঘ) সৌদামিনী
উত্তরঃ ক) কনকলেখা।
প্রশ্ন : ৪. নাটকে উল্লিখিত বৃদ্ধ হলেন -
ক) ইন্দ্রবর্মা খ) ইন্দ্রশর্মা গ) বসন্ত ঘ) ইন্দুশর্মা
উত্তরঃ ঘ) ইন্দুশর্মা।
প্রশ্ন : ৫. নাটকে উল্লিখিত বৃদ্ধের কন্যার নাম -
ক) কৌমুদী খ) সৌদামিনী গ) জ্যোৎস্না ঘ) কনকলেখা
উত্তরঃ ক) কৌমুদী।
প্রশ্ন: ৬. নাটকে উল্লিখিত রাজার ভৃত্যের নাম হল -
ক) প্রমহ খ) প্রমোদ গ) মকরন্দ ঘ) বসন্ত
উত্তরঃ খ) প্রমোদ।
প্রশ্ন : ৭. বৃদ্ধের কন্যার প্রেমিকের নাম হল -
ক) মকরন্দ খ) বসন্ত গ) প্রমোদ ঘ) প্ৰমোহ
উত্তরঃ খ) বসন্ত।
প্রশ্ন : ৮. বৃদ্ধ যার সাথে কন্যার বিয়ে দিতে চান তার নাম হল -
ক) বসন্ত খ)ইন্দ্রবর্মা গ) মকরন্দ ঘ) প্রমোহ
উত্তরঃ গ) মকরন্দ।
প্রশ্ন : ৯. বৃদ্ধ ব্যক্তিটির জাতি হল -
ক) শুদ্র খ) ক্ষত্রিয় গ) বৈশ্য ঘ) ব্রাহ্মণ
উত্তরঃ ঘ) ব্রাহ্মণ।
প্রশ্ন : ১০. বৃদ্ধের নামের যে বৈশিষ্ট্য দেখে তাঁর জাতির পরিচয় পাওয়া যায় তা হল
ক) শর্মা'-এই উপাধি খ) ইন্দু’-এই নাম গ) নামের উচ্চারণ ঘ) ইন্দু শর্মা এই সম্পূর্ণ নাম
উত্তরঃ শর্মা’-এই উপাধি।
$ads={2}
প্রশ্ন : ১১. মূল নাটকটি যে ইংরাজি নাটকের অনুবাদ সেটি হল -
ক) ম্যাক্বেথ্’ খ) 'হ্যামলেট্’ গ)‘রোমিও জুলিয়েট্’ ঘ)“এ মিডসামার নাইটস্ ড্রিম্
উত্তরঃ ঘ)“এ মিডসামার নাইটস্ ড্রিম্।
প্রশ্ন : ১২. মূল ইংরাজি নাটকের রচয়িতা হলেন -
ক) উইলিয়ম্ শেক্সপীয়ার্ খ) ও হেরি গ) কুশমন্ত সিং ঘ) টলস্টয়
উত্তরঃ ক) উইলিয়ম্ শেক্সপীয়ার ।
প্রশ্ন: (৩) কুহূ শব্দের অর্থ হল -
ক) পূর্ণিমা খ) অমাবস্যা গ) রাত্রি ঘ) দিন
উত্তরঃ খ) অমাবস্যা।
প্রশ্ন : ১৪. ‘নাড়িকা’-শব্দের অর্থ হল -
ক) এক মিনিট খ) তিন ঘণ্টা গ) নয় ঘণ্টা ঘ) এক ঘণ্টা
উত্তরঃ ঘ) এক ঘণ্টা।
প্রশ্ন : ১৫. উদ্বাহ শব্দের অর্থ হল
$ads={1}
ক) মৃত্যু খ) জন্ম গ) বিবাহ ঘ) বহন করা
উত্তরঃ গ) বিবাহ।
প্রশ্ন : ১৬ দর্শ' শব্দের অর্থ হল -
ক) অমাবস্যা খ) প্রতিপদ গ) চতুর্থী ঘ) দশমী
উত্তরঃ ক) অমাবস্যা।