পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট সিলেবাস ২০২২ | WB Primary TET New Syllabus 2022 | প্রাইমারী TET এ নিশ্চিত পাশ করতে দেখুন এই প্রতিবেদন

 

WB Primary TET New Syllabus 2022
 WB Primary TET New Syllabus 2022

WB TET

প্রাইমারী TET

পশ্চিমবঙ্গ প্রাইমারী টেট সিলেবাস ২০২২

WBBPE TET

TET Exam

TET Syllabus 

WB Primary TET New Syllabus 2022


  অবশেষে স্বস্তি। দীর্ঘ লাঞ্ছনা, বঞ্ছনা, হতাশা ও নিরাশার অবসান হয়তো ঘটতে চলেছে এবারে। এক বিশাল সুখবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।সম্ভাব্য ১১ ই ডিসেম্বরে হতে পারে Primary TET. হাতে বাকি আর মাত্র ২মাস সময়।  শারদীয়ার শুভলগ্নে Primary TET পরীক্ষার্থীদের কাছে এটা একটা বড়ো চ্যালেঞ্জ। যারা ২০২২ প্রাইমারি টেট (Primary TET) পরীক্ষা দিতে যাচ্ছেন,পরীক্ষায় বসার আগে অবশ্যই পশ্চিমবঙ্গ প্রাইমারি সিলেবাস (WB Primary TET New Syllabus 2022) টি বিস্তারিতভাবে দেখে নিন। এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করলে আপনারা ১০০% পরীক্ষায় পাশ করতে পারবেন আশা করি। নিম্নে বিষয়ভিত্তিক ভাবে সিলেবাস লিপিবদ্ধ হইল... 

1. প্রাইমারী TET বাংলা সিলেবাস (৩০ নম্বর)

(ক)  বাংলা ব্যাকরণ

  •  ধবনি-বর্ণ-বর্ণ বিশ্লেষণ।
  • ধ্বন্যাত্মক শব্দ ও শব্দ দ্বৈত। 
  • বাক।
  •  লিঙ্গ।
  •  বচন।
  • সন্ধি।
  • পদ।
  • পদ-পরিবর্তন।
  • পুরুষ।
  • সম্বন্ধপদ।
  •  বিপরীত শব্দ।
  • সমার্থক শব্দ।
  • ভিন্নার্থক শব্দ।
  • সমােচ্চারিত ও প্রায় সমােচ্চারিত শব্দ।
  •  ক্রিয়ার কাল।
  •  উপসর্গ-অনুসর্গ।
  • এককথায় প্রকাশ।
  • বানানবিধি।
  •  ছেদ-যতিচিহ্ন।

(খ) বােধ পরীক্ষণ।

(গ) বাংলা ভাষা বিকাশের শিক্ষণবিদ্যা।

2. Primary TET English Syllabus (30 MARKS)

A. English Grammar

  • SUBJECT AND PREDICATE
  • NOUNS
  • ARTICLES
  • PREPOSITIONS
  • VERBS AND TENSES
  • ADJECTIVES
  • ADVERBS, PRONOUNS & CONJUNCTIONS
  • PUNCTUATIONS & WH-WORDS
  • VOCABULARY

B. Comprehension Test

C. Pedagogy for English Language

3.প্রাইমারী TET শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা সিলেবাস (৩০ নম্বর )

(ক). শিশু বিকাশ

  •  বিকাশের ধারণা এবং শিক্ষার সঙ্গে এর সম্পর্ক।
  • শিশুদের বিকাশের নীতি।
  •  বংশগতি ও পরিবেশের প্রভাব।
  •  সামাজিকীকরণ প্রক্রিয়া : সামাজিক জগত এবং শিশুরা (শিক্ষক, পিতামাতা, সমবয়সী)।
  • পাইগেট, কোহেলবার্গ এবং ভাইগটস্কি: গঠন এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি।
  • শিশু -কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা।
  • বুদ্ধিমত্তার চুক্তির সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি।
  • বহুমাত্রিক বুদ্ধিমত্তা।
  • ভাষা ও চিন্তা।
  • লিঙ্গ একটি সামাজিক গঠন হিসাবে। লিঙ্গ ভূমিকা। লিঙ্গ - পক্ষপাত এবং শিক্ষাগত অনুশীলন।
  • শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, বর্ণ, লিঙ্গের বৈচিত্র্যের উপর ভিত্তি করে পার্থক্য বোঝা , সম্প্রদায়, ধর্ম।
  • শেখার জন্য মূল্যায়ন এবং শিক্ষার মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল -ভিত্তিক মূল্যায়ন, ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়ন দৃষ্টিভঙ্গি এবং অনুশীলন।
  • শিক্ষার্থীদের প্রস্তুতির মাত্রা মূল্যায়নের জন্য যথাযথ প্রশ্ন প্রণয়ন।

(খ) অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থবােধ।

(গ) শিখন ও শিক্ষণবিদ্যা।

 4.প্রাইমারী TET গনিত সিলেবাস (৩০ নম্বর)।  

  • গড়।
  • ভগ্নাংশ।
  • ল.সা.গু এবং গ.সা.গু।
  • দশমিক ও আবৃত্ত দশমিক।
  • অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা।
  • বর্গ -বর্গমূল, ঘন-ঘনমূল।
  • সরলীকরণ।
  • অনুপাত ও সমানুপাত।
  • শতকরা।
  • লাভক্ষতি।
  • সময় ও কার্য।
  • সময় ও দূরত্ব।
  • অংশীদারি কারবার।
  • মিশ্রণ।
  • সরল সুদ।
  • জ্যামিতি।
  • পরিমিতি।
  • ঘড়ি ও সময়।
  • ক্যালেন্ডার।
  •  রিজনিং।


প্রাইমারী TET পরিবেশবিদ্যা  সিলেবাস  (৩০ নম্বর) 


  • মানবদেহ ও অন্যান্য প্রাণীর শরীর
  • পরিবেশের উপাদান ও জীবজগৎ
  • খাদ্য ও খাদ্য উৎপাদন
  • শক্তি সম্পদ
  • প্রাকৃতিক সম্পদ—খনিজ 
  • পশ্চিমবঙ্গ
  • পরিবেশ ও বনভূমি
  • জনবসতি ও জনসম্পদ
  • সমাজ ও সামাজিক সম্পদ
  • মহাকাশ ও পৃথিবী
  • পরিবেশ শিক্ষণবিদ্যা
  • আধুনিক সভ্যতা, পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণ



আর দেরি না করে আপনারা পাঠে মনোযোগী হয়ে আসন্ন প্রাইমারী টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এবং সিলেবাস টি অনুসরন করুন আশা করি সাফল্য মিলবে। 



Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post