Word Notes Of Relatives | আত্মীয় স্বজন ইংরেজি শব্দের বাংলা উচ্চারণসহ অর্থ

Relatives
Relatives

Word Notes Of Relatives

Vocabulary of Relatives

English Word Book Of Relatives

$ads={1}

Relative(রিলেটিভ) = আত্মীয়-স্বজন।  

Man(ম্যান) = মানুষ। 

Woman(ওম্যান) = স্ত্রী- লোক / মহিলা। 

Father(ফাদার) = বাবা।

Mother(মাদার) = মা। 

Boy (বয়) = বালক।

Girl(গার্ল) = বালিকা। 

Brother(ব্রাদার) = ভাই। 

Sister(সিস্টার) = বোন। 

Uncle(আঙ্কেল) = কাকা / চাচা / মামা / ফুফা / খালু। 

Aunt(আন্ট) = কাকি / চাচি / মামি / ফুফু / খালা ।

Cousin(কাজিন) = চাচাতো / মামাতো / খালাতো / ফুফাতো ভাই বোন। 

Nephew(নেফিউ) = ভাইপো / ভাগ্নে। 

Son(সন) = পুত্র। 

Daughter(ডটার) = কন্যা / মেয়ে। 

Husband(হাজব্যান্ড) = স্বামী। 

Wife(ওয়াইফ) = স্ত্রী / পত্নী। 

Family(ফ্যামিলি) = পরিবার। 

Gentleman(জেন্টাল ম্যান) = ভদ্রলোক। 

Female(ফিমেল) = মহিলা। 

Gurdian(গার্ডিয়ান) = অভিভাবক। 

Householder(হাউসহোল্ডার) = গৃহকর্তা। 

Lady(লেডি) = মহিলা। 

Maid(মেইড) = কুমারী। 

Male(মেল) = পুরুষ। 

Disciple(ডিসাইপল) = শিশ্য। 

Co-wife(কো- ওয়াইফ) = সতীন।  

Grandfather(গ্র্যান্ড ফাদার) = ঠাকুরদা / নানা / দাদু। 

Grandmother(গ্র্যান্ড মাদার) = ঠাকুরমা / দাদী / নানী। 

Grandson(গ্র্যান্ডসন) = নাতি। 

Grand-Daughter(গ্র্যান্ডডটার) = নাতনী। 

Parents(প্যারেন্ট) = পিতামাতা। 

$ads={2}

Neice(নিস) = ভাইজি /ভাগ্নি। 

Mother-in-law(মাদার-ইন-ল) = শাশুড়ি। 

Father-in-law(ফাদার-ইন-ল) = শ্বশুর। 

Sister-in-law(সিস্তার-ইন-ল) = শালী / ভাজ। 

Brother-in-law(ব্রাদার-ইন-ল) = শালা / দুলাভাই। 

Daughter-in-law(ডটার-ইন-ল) = পুত্রবধূ। 

Son-in-law(সন-ইন-ল) = জামাই। 

Baby(বেবি) = শিশু। 

Child(চাইল্ড) = শিশু। 

Infant(ইনফাণ্ট) = শিশু।  

Friend(ফ্রেন্ড) = বন্ধু। 

enemy(এনিমি) = শত্রু। 

Guest(গেস্ট) = অতিথি। 

Servant(সারভেন্ট) = চাকর। 

Master(মাস্টার) = প্রভু। 

Adopted-son(অ্যাডপটেড সন) = পালিত পুত্র।  

Heir(এয়ার)= উত্তরাধিকারী

Step-brother(স্টেপ ব্রাদার) = সৎ ভাই। 

Step-sister(স্টেপ সিস্টার) = সৎ বোন। 

Step-father(স্টেপ ফাদার) = সৎ পিতা। 

Step-mother(স্টেপ মাদার) = সৎ মা। 

 

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post