![]() |
বনভোজনের ব্যাপার নারায়ণ গঙ্গোপাধ্যায় |
Class 8 Bengali Bonvojoner Byapar Narayan Gangapadhyay
WBBSE Class 8 Bengali Bonvojoner Byapar
Class 8 Bengali Bonvojoner Byapar Narayan Gangapadhyay Onusilonir prosnottor
বনভোজনের ব্যাপার নারায়ণ গঙ্গোপাধ্যায় অষ্টম শ্রেণী বাংলা অনুশীলনীর প্রশ্নোত্তর
বনভোজনের ব্যাপার নারায়ণ গঙ্গোপাধ্যায়
বনভোজনের ব্যাপার
$ads={1}
হাতে কলমে
নারায়ণ গঙ্গোপাধ্যায় (১৯১৭–১৯৭০) : জন্ম দিনাজপুরে। দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতায়
শিক্ষাজীবন অতিবাহিত করেন। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোটোগল্পকার ও ঔপন্যাসিক। তাঁর রচিত বখ্যাত গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে— বীতংস, দুঃশাসন, ভোগবতী প্রভৃতি। উপনিবেশ, বৈজ্ঞানিক, শিলালিপি, লালমাটি, সম্রাট ও শ্রেষ্ঠী, পদসঞ্জার তাঁর রচিত জনপ্রিয় উপন্যাস। শিশু ও কিশোরদের জন্য তাঁর অন্যতম স্মরণীয় সৃষ্টি টেনিদা চরিত্র।
হাতে কলমে
১.১ নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা?
উত্তরঃ টেনিদা।
১.২ তাঁর লেখা দুটি উপন্যাসের নাম লেখো।
উত্তরঃ 'শিলালিপি' ও 'লালমাটি'।
$ads={2}
২. নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও :
২.১ বনভােজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল ?
উত্তরঃ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছােটোগল্পকার ও ঔপন্যাসিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ‘বনভােজনের ব্যাপার’ গল্পে টেনিদা, ক্যাবলা, হাবুল ও প্যালার মধ্যে বনভােজনের উদ্যোগ দেখা গিয়েছিল।
২.২ বনভােজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল ?
উত্তরঃ বনভােজনের জায়গা ঠিক হয়েছিল বাগুইআটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির কাছে এক বাগানবাড়িতে।
২.৩ বনভােজনের জায়গায় কীভাবে যাওয়া যাবে ?
উত্তরঃ বনভােজনের জায়গায় যেতে প্রথমে শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চাপতে হবে। ওই ট্রেনে করে বাগুইআটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পার করে নামতে হবে। সেখান থেকে নেমে প্রায় মাইলখানেক রাস্তা হেঁটে গেলে বনভােজনের জায়গায় পৌঁছনাে যাবে।
২.৪ রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল ?
উত্তরঃ রাজহাঁসের ডিম আনার দায়িত্ব প্যালা নিয়েছিল।
২.৫ বনভােজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবাড় করেছিল ?
উত্তরঃ বনভােজনের বেশিরভাগ সামগ্রী বানরের দল সাবাড় করেছিল।
২.৬ কোন খাবারের কারণে বনভােজন ফলভােজনে পরিণত হল ?
উত্তরঃ বাগানের একটি গাছে পেকে থাকা জলপাই খাওয়ার ফলে বনভােজন পরিণত হয় ফলভােজনে।
৩ নীচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করাে : মােগলাই, রান্না, বৃষ্টি, পরীক্ষা, আবিষ্কার।
» মােগলাই = মােগল+ আই।
» রান্না =রাঁধ্ + না।
» বৃষ্টি = বৃষ্ + তি।
» পরীক্ষা = পরি + ঈক্ষা।
» আবিষ্কার = আবিঃ + কার।
$ads={1}
৬. ব্যাসবাক্য-সহ সমাসের নাম লেখাে : বনভােজন, দলপতি, বেরসিক, দ্রাক্ষাফল, রেলগাড়ি।
» বনভােজন = বনে ভােজন-অধিকরণ তৎপুরুষ সমাস।
» দলপতি = দলের পতি-সম্বন্ধ তৎপুরুষ সমাস।
» বেরসিক = বে (নয়) রসিক-- না তৎপুরুষ সমাস।
» দ্রাক্ষাফল = দ্রাক্ষা নামক ফল— মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
» রেলগাড়ি = রেল বাহিত গাড়ি—মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
৭ নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করা :
৭.১ লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল। (জটিল বাক্যে)
উত্তরঃ লাফিয়ে উঠে টেনিদা যেদিকে বাগান সেদিকে ছুটল।
৭.২। চোখের পলকে বানরগুলাে গাছের মাথায়। (জটিল বাক্যে) )
উত্তরঃ যেই-না চোখের পলক ফেলা, অমনি বানরগুলাে গাছের মাথায়।
৭.৩ দুপুর বেলায় আসিস। বাবা-মেজদা অফিসে যাওয়ার পরে। (একটি সরল বাক্যে)
উত্তরঃ দুপুর বেলায় বাবা-মেজদা অফিসে যাওয়ার পরে আসিস।
৭.৪ ইচ্ছে হয় নিজে বের করে নাও। (জটিল বাক্যে)
উত্তরঃ যদি ইচ্ছে হয় তাহলে নিজে বের করে নাও।
৭.৫ টেনিদা আর বলতে দিলে না। গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল। (একটি সরল বাক্যে)
উত্তরঃ টেনিদা আর বলতে না-দিয়ে গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল।
$ads={2}
৮ নীচের শব্দগুলির সমার্থক প্রবচনগুলি খুঁজে বের করাে এবং তা দিয়ে বাক্যরচনা করাে : চুরি, নষ্ট হওয়া, পালানাে, গােলমাল করে ফেলা, লােভ দেওয়া, চুপ থাকা।
» চুরি---(হাত সাফাই করা) = হাবুল দিদিমার ঘর থেকে আমের আচার হাতসাফাই করেছিল। )
» নষ্ট হওয়া --(বারােটা বাজা) = মহিম তার জল-খাবার নিয়ে যেতে যেতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় জলখাবারের বারােটা বাজল।
» পালানাে--(হাওয়া হওয়া)= কালীবাবুর বাগানের আম চুরি করে ধরা পড়ার ভয়ে বলাই সেই রাত্রে বাড়ি থেকে হাওয়া হল।
» গােলমাল করে ফেলা---(তালগােল পাকানাে)= অর্পিতা টিভি দেখতে দেখতে অঙ্ক করতে গিয়ে সব তালগােল পাকিয়ে ফেলেছে।
» লােভ দেওয়া ---(নজর দেওয়া) = অপরের সম্পত্তিতে নজর দেওয়া ভালাে নয়।
» চুপ থাকা—(মুখে কুলুপ আঁটা) = মার খাওয়ার ভয়ে ঈশান তার দাদার সামনে মুখে কুলুপ এটে রইল