Class 8 History First Chapter Itihaser Dharona | অষ্টম শ্রেণী ইতিহাস (অতীত ও ঐতিহ্য) প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা

ইতিহাসের ধারনা
ইতিহাসের ধারনা 


অষ্টম শ্রেণী ইতিহাস ( অতীত ও ঐতিহ্য ) প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা 

Class 8 History First Chapter Itihaser Dharona

WBBSE Class 8 History First Chapter Question and Answer

Class 8 Itihas Prothom Oddhay



অষ্টম শ্রেণী

ইতিহাস (অতীত ও ঐতিহ্য)

প্রথম অধ্যায়

ইতিহাসের ধারণা


1.সাঁওতাল বিদ্রোহের নেতার নাম লিখ।

উত্তর → সিধু, কানহু 

$ads={1}

2. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী কোথায় আফিম রপ্তানী করত?

উত্তর → চীন দেশে (বাংলা, মালওয়া অঞ্চল থেকে সংগ্রহ করে)

3. আধুনিক শব্দটি এসেছে কি শব্দ থেকে?

উত্তর → অধুনা' থেকে। 

4. ভারতের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায়?

 উত্তর → তিনটি যুগে- প্রাচীন, মধ্য ও আধুনিক ।

5. পলাশীর যুদ্ধ কবে  ঘটেছিল ?

উত্তর  ১৭৫৭ খ্রিষ্টাব্দে। 

6. History of British India কার লিখা ?

উত্তর → জেমন মিল ।

7.জেমস মিল ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন ? 

উত্তর  তিনটি যুগে- হিন্দু যুগ, মুসলিম যুগ, ব্রিটিশ যুগ ।

8.কোন রাজার আমলে কলিঙ্গ যুদ্ধ ঘটেছিল ? 

উত্তর → সম্রাট অশোক এর আমলে ।

$ads={2}

9.পানিপথের প্রথম যুদ্ধ করে ঘটেছিল ?

উত্তর  ১৫২৬ খ্রি: 

10. ভারতবর্ষ করে স্বাধীন হয় ? 

উত্তর  ১৯৪৭ খ্রিঃ ১৫ই আগস্ট।

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post