Class 6 Geography First Chapter | ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় আকাশভরা সূর্যতারা

আকাশভরা সূর্যতারা
আকাশভরা সূর্যতারা 


Class 6 Geography First Chapter

WBBSE Class 6 Bhugol Prothom Oddhay Akash vora surjo tara

ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় আকাশভরা সূর্যতারা 

Class 6 Geography First Chapter Question and Answer

আমাদের পৃথিবী (ভূগোল)

 ষষ্ঠ শ্রেণী

প্রথম অধ্যায় 

আকাশ ভরা সূর্য তারা


১) নীহারিকা  কী ?

উঃমহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাই হলো নীহারিকা

২) বিজ্ঞানের সবচেয়ে পুরোনো চর্চা কোনটি ?

উঃজ্যোতির্বিজ্ঞান ।

 ৩) ছায়াপথ কিভাবে তৈরি হয় ?

উঃলক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে ছায়া পথ তৈরি হয় 

৪) একটি ছায়াপথের উদাহরণ দাও।

উঃআকাশগঙ্গা

৫) নক্ষত্র কি ?

উঃতারা বা নক্ষত্র হল একটা জ্বলন্ত গ্যাসীয় পিন্ড যাদের

নিজস্ব আলো ও উত্তাপ আছে।

৬) আকাশে কোন তারার সংখ্যা সবচেয়ে বেশি ?

উঃছোটো লাল তারা (যাদের উষ্ণতা সবচেয়ে কম)

৭) কোন তারার উষ্ণতা সবচেয়ে বেশি?

উঃনীল তারা।

৮) খালি চোখে আমরা কোন তারাগুলোকে দেখতে পই ?

উঃপ্রকাণ্ড সাদা তারা।

৯) সূর্য ছাড়া সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি 

উঃপ্রক্সিমা সেনটাউরি।

১০) সূর্য  থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 

উঃপ্রায় ৮মিনিট ২০ সেকেন্ড।

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post