![]() |
আকাশভরা সূর্যতারা |
Class 6 Geography First Chapter
WBBSE Class 6 Bhugol Prothom Oddhay Akash vora surjo tara
ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় আকাশভরা সূর্যতারা
Class 6 Geography First Chapter Question and Answer
আমাদের পৃথিবী (ভূগোল)
ষষ্ঠ শ্রেণী
প্রথম অধ্যায়
আকাশ ভরা সূর্য তারা
১) নীহারিকা কী ?
উঃ⇒মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাই হলো নীহারিকা
২) বিজ্ঞানের সবচেয়ে পুরোনো চর্চা কোনটি ?
উঃ⇒জ্যোতির্বিজ্ঞান ।
৩) ছায়াপথ কিভাবে তৈরি হয় ?
উঃ⇒লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে ছায়া পথ তৈরি হয়
৪) একটি ছায়াপথের উদাহরণ দাও।
উঃ⇒আকাশগঙ্গা
৫) নক্ষত্র কি ?
উঃ⇒তারা বা নক্ষত্র হল একটা জ্বলন্ত গ্যাসীয় পিন্ড যাদের
নিজস্ব আলো ও উত্তাপ আছে।
৬) আকাশে কোন তারার সংখ্যা সবচেয়ে বেশি ?
উঃ⇒ছোটো লাল তারা (যাদের উষ্ণতা সবচেয়ে কম)
৭) কোন তারার উষ্ণতা সবচেয়ে বেশি?
উঃ⇒নীল তারা।
৮) খালি চোখে আমরা কোন তারাগুলোকে দেখতে পই ?
উঃ⇒প্রকাণ্ড সাদা তারা।
৯) সূর্য ছাড়া সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি
উঃ⇒প্রক্সিমা সেনটাউরি।
১০) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উঃ⇒প্রায় ৮মিনিট ২০ সেকেন্ড।