Class 8 Science February 2022 Model Activity Task Part 2 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ অষ্টম শ্রেণি পার্ট ২ পরিবেশ ও বিজ্ঞান

Model Activity Task February 2022 Class 8 Science
Model Activity Task February 2022 Class 8 Science




WBBSE Class 8 Poribesh O Biggan Model Activity Task February 2022 Solution

Class 8 Science Model Activity Task February 2022 Answer

Model Activity Task February 2022 Class 8 Science Part 2

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ অষ্টম  শ্রেণি  পার্ট ২   পরিবেশ ও বিজ্ঞান 


      মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২
পরিবেশ ও বিজ্ঞান 
অষ্টম  শ্রেণি, পূর্ণমান ২০


১. ঠিক উত্তর নির্বাচন করো : ১×৩=৩

১.১ যে কোশীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে তা হলো
(ক) গলজি বস্তু
(খ) নিউক্লিয়াস
(গ) মাইটোকনড্রিয়া
(ঘ) লাইসোজোম।
উত্তর : (গ) মাইটোকনড্রিয়া।
১.২ যে কোশীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তা হলো
(ক) লাইসোজোম
(খ) রাইবোজোম
(গ) সেন্টোজোম
(ঘ) গলজি বস্তু।
উত্তর :  (খ) রাইবোজোম।
 
 
১.৩ উদ্দীপনা পরিবহণ করা যে কলার কাজ সেটি হলো
(ক) আবরণী কলা
(গ) পেশি কলা
(খ) যোগ কলা
(ঘ) স্নায়ু কলা।
উত্তর :  (ঘ) স্নায়ু কলা।

২. সংক্ষিপ্ত উত্তর দাও : ১×৩=৩
২.১ উজ্জ্বল আলোয় বর্ণদর্শনে সাহায্য করে কোন কোশ?
উত্তর :  উজ্জ্বল আলোয় বর্ণদর্শনে সাহায্য করে কোণ কোশ।
২.২ আমি একটি পর্দাঘেরা কোশ অঙ্গাণু যার মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। আমার নাম কী?
উত্তর :  লাইসোজম। 

২.৩ ক্রোমোপ্লাস্টিডের কাজ কী?
উত্তর :  ক্রোমোপ্লাস্টিডের কাজ  ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করা।

February 2022 Class 8 Science Model Activity Task 


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২×৪= ৮
৩.১ “লোহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতো”— এর জন্য লোহিত রক্তকণিকার কী সুবিধা হয়?
উত্তর : লোহিত রক্তকণিকার আকৃতি দু-পাশ চ্যাপটা এবং চাকতির মতো হওয়ায় বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াত বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে।
৩.২ কোশপর্দা ও কোশপ্রাচীরের মধ্যে একটি মিল ও একটি অমিল উল্লেখ করো।
উত্তর : মিল – কোশপর্দা ও কোশপ্রাচীর উভয়ই কোষের বাইরে আবরণ রূপে কাজ করে।
অমিল-কোষপর্দা প্রাণী ও উদ্ভিদ উভয় কোশেই বিদ্যমান। কোষপ্রাচীর কেবলমাত্র
উদ্ভিদ কোশে লক্ষ্য করা যায়।
৩.৩ এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ উল্লেখ করো।
উত্তর :  ১)  কোশের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করে।
২) এন্ডোপ্লাজমীয় জালিকা কোশের সাইটোপ্লাজমকে অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে।
৩) ইহা ফ্যাট সংশ্লেষে সাহায্য করে।
 
 
৩.৪ যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
 
উত্তর :   ১) বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য ইহা ব্যাবহার করা হয়
২) উদ্ভিদ দেহের অন্তর গঠন পর্যবেক্ষণ করার জন্য আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় ।
৩) কোষের অভ্যন্তরে অঙ্গাণু ও কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য ইহা ব্যবহৃত হয়।

Model Activity task class 8 Science Part 10


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও : ৩×২=৬
৪.১ প্রাইমরডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয়?
উত্তর :  উদ্ভিদকোশে বৃহদাকার কোষগহ্বর থাকে কিন্তু গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না । গহ্বরের আকার  যখন ক্রমশ বাড়তে থাকে , তখন নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম কোশপ্রাচীরের ভেতরের দিকে কোশের পরিধির দিকে সরে আসতে থাকে । গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।
৪.২ স্থায়ী কলার কাজ কী কী?
উত্তর :   স্থায়ী কলার কাজ গুলির নিম্নরূপ—
(i) উদ্ভিদকে সুদৃঢ়তা প্রদান করে।
(ii) উদ্ভিদের খাদ্য উৎপাদনে সাহায্য করে।
(iii ) উদ্ভিদের খাদ্য ও জল সঞ্চয়ে সাহায্য করে ।
(iv) উদ্ভিদের জল সংবহনে  সাহায্য করে।


Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post