Model Activity Task February 2022 Class 8 Health and Physical Education |
WBBSE Class 8 Model Task February 2022 Health and Physical Education Answer
Model Activity Task February 2022 Class 8 Health and Physical Education Part 2
Class 8 Health and Physical Education Model Activity Task 2022 February Part 2 Solution
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২অষ্টম শ্রেণী স্বাস্থ্য ও শারীর শিক্ষা পার্ট ২
অষ্টম শ্রেণী
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান – ২০
১। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে : ১ x ৬ = ৬
(ক) WHO এর পুরাে কথাটি হলাে – World _____________ Organization
উত্তর: Health
(খ) সংক্রামক রােগবিস্তারের প্রধান কারণগুলি নিয়ন্ত্রণের জন্য চাই – _____________ পানীয় জলের ব্যবস্থা।
উত্তর: নিরাপদ
(গ) সার্বিক স্বাস্থ্যবিধানের মূল উদ্দেশ্য হলাে প্রতিটি পরিবারকে নির্মল, দূষণহীন, রােগমুক্ত জীবাণুমুক্ত, স্বাস্থ্যসম্মত সবুজ সুন্দর _____________ গড়ে তােলা।
উত্তর: পরিবেশ
(ঘ) কোনাে দেশের _____________ নির্ভর করে সেই দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপরে।
উত্তর: উন্নয়ন
(ঙ) কেবলমাত্র শৌচাগারের ব্যবস্থা করলেই স্বাস্থ্য বিধানের উদ্দেশ্যে সফল হয় না, সংক্রামক রােগের যে পদ্ধতি বা শৃঙ্খল তাকে ভাঙাই হলাে _____________ মূল উদ্দেশ্য।
উত্তর: স্বাস্থ্যবিধানের
(চ) ১৫-৪৯ বছর বয়সের মহিলাদের মধ্যে ৫৬.২ শতাংশ মহিলা _____________ ভােগেন।
উত্তর: রক্তাল্পতায়
২. কয়েকটি বাক্যে উত্তর দাও : ২ x ৩ = ৬
উত্তর: দেশের আপামর জনগনের সার্বিক উন্নতির অন্যতম পদক্ষেপ হিসাবে সার্বিক স্বাস্থ্যবিধানের গুরুত্ব অপরিসীম lমলমুত্র ও সমস্ত রকম বর্জ্য পদার্থকে অপসারণ করে পরিবার এবং পরিবেশকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার ব্যবস্থাকেই এককথায় স্বাস্থ্যবিধান বলা হয়।যেমন- নিয়মিত নখ কাটা, স্নান করা, দাঁত মাজা, ঋতুস্রাবের সময় প্যাড ব্যবহার করা ইত্যাদি ।
(খ) স্বাস্থ্যবিধানের অভাবজনিত রােগের নামগুলি লেখাে।
উত্তর: স্বাস্থ্য বিধানের অভাবের ফলে যেসমস্ত রোগ দেখা যায় তা হল -চর্মরােগ, ফাইলেরিয়া, কৃমি, ম্যালেরিয়া, ডায়ারিয়া, পােলিয়াে, আলসার , কলেরা, টাইফয়েড, ডেঙ্গু, আমাশয়, টিটেনাস, করােনা ভাইরাস -কোভিড -১৯, অমিক্রন ভাইরাস ,দাদ, হাজা,চুলকানি ইতাদি ।
(গ) স্বাস্থ্যশিক্ষার সুফলগুলি লেখাে।
উত্তর:
১)স্বাস্থ্যসম্মত ও উন্নত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে।
২) শিক্ষার্থী বন্ধুদের শরীর নীরোগ থাকায় তারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারে ।
৩) স্কুলছুট পড়ুয়া হ্রাস পায় ।
৪) শিক্ষার্থীদের মানসিক দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে ।
৫) বিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্ন নির্মল পরিবেশ গড়ে ওঠে।
৩. রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। ৪ x ২ = ৮
(ক) নির্মল গ্রাম/নির্মল শহরের শর্তগুলি তালিকাভুক্ত করাে।
উত্তর:
১) গ্রামের কাছাকাছি , পুকুর পাড়ে এবং মুক্ত জায়গায় মল ত্যাগ করা চলবে না ।
৩) খোলা জায়গায় মলত্যাগকারীদের শাস্তি বা জরিমানার ব্যবস্থা করতে হবে ।
৪) স্তূপীকৃত কঠিন বর্জ্য পদার্থের স্বাস্থ্যসম্মত নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫) পঞ্চায়েত এলাকায় বর্জ্যপদার্থ জমা করা যাবে না।
৬) শৌচাগারগুলিকে পরিষ্কার পরিছিন্ন ও স্বাস্থ্যসম্মত করতে হবে ।
৭)গোয়ালঘরগুলিকে পরিষ্কার পরিছিন্ন করে রাখতে হবে ।
৮) প্রত্যেক পরিবারকে শৌচাগার প্রদান করতে হবে ।
(খ) আয়ােডিনের অভাবজনিত রােগের উপসর্গগুলি লেখাে।
উত্তর:
শিশুদের উপর প্রভাব ঃ
১. মানসিক ভাবে দুর্বল ও জড় বুদ্ধি সম্পন্ন প্রকৃতির হয়ে পড়ে ।
২.শিক্ষা ও কর্মে অবহেলা।
৩. শারীরিক বিকাশ ব্যাহত হতে পারে ।
৪. শরীর দুর্বল হতে পারে ।
বয়স্কদের উপর প্রভাবঃ
১.কাজে মনযোগী হতে পারবে না ।
২. শরীর মোটা হতে পারে ।
৩.গলগণ্ড বা গয়টার রোগ দেখা যায় ।
৪. গর্ভে বিকাসিত শিশুর মৃত্যু অথবা হঠাৎ গর্ভপাত হতে পারে l