Class 2 Health and Physical Education February 2022 Model Activity Task Part 2 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ দ্বিতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট ২

 

Model Activity Task February 2022 Class 2 Health and Physical Education
Model Activity Task February 2022 Class 2 Health and Physical Education


Class 2 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Solution 

Model Activity Task February 2022 Class 2 Health and Physical Education Part 2


মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ দ্বিতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা পার্ট ২ 


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 
স্বাস্থ্য ও শারীরশিক্ষা 
দ্বিতীয় শ্রেণী,
পূর্ণমান – ১০

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানটি পূরণ করাে : ১x১০=১০

(ক) কাশি ও হাঁচির সময়________রুমাল চাপা দিতে হবে।
(i) মুখে (ii) নাকে(iii) নাকে ও মুখে (iv) চোখে
উত্তর – (iii) নাকে ও মুখে
(খ) পানীয় ও রান্নার জল ________ হওয়া চাই।  
(i) যে কোনাে ধরনের  (ii) শুধু স্বচ্ছ  (ii) শুধু গন্ধহীন  (iv) স্বচ্ছ, গন্ধহীন ও নিরাপদ 
উত্তর –  (iv) স্বচ্ছ, গন্ধহীন ও নিরাপদ 
(গ) খাবার ঢাকা না থাকা ________
(i) উচিৎ  (ii) ক্ষতিকর নয়  (iii) স্বাস্থ্যকর  (iv) বিপদের 
উত্তর – (iv) বিপদের 
(ঘ) রান্না ও পরিবেশনের আগে অবশ্য করে________ নিতে হবে। 
(i) শুধু জল দিয়ে ধুয়ে  (ii) হাত ভালােমতাে সাবান ও জল দিয়ে ধুয়ে   (ii) পরিষ্কার কাপড়ে হাত মুছে  
(iv) মাটি বা ছাই মেখে হাত ধুয়ে  
উত্তর –  (ii) হাত ভালােমতাে সাবান ও জল দিয়ে ধুয়ে
(ঙ) নিয়মিত কাপড় কাচার সাবান ব্যবহার করে________
– জল দিয়ে কাপড় কাচতে হবে। (i) দুষিত  (ii) পরিস্কার  (iii) নুন দেওয়া  (iv) আগে কাপড় কাচা হয়েছে এমন  
উত্তর –  (ii) পরিস্কার
(চ) শরীরে চর্মরােগের সমস্যা এড়াতে ________
(i) অন্যের পােশাক ব্যবহার করতে হবে | (ii) যে কারাের কথামতাে ওষুধ খেতে হবে 
(iii) মাঝে মধ্যে স্নান করতে হবে  (iv) সর্বদা নিজের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে । 
উত্তর –   (iv) সর্বদা নিজের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে । 
(ছ) বাইরে থেকে এলে অবশ্যই ________সাবান দিয়ে ধুতে হবে।
(i) হাত ও পা  (ii) শুধু পা  (iii) শুধু হাত (iv) শুধু আঙুল 
উত্তর –  (i) হাত ও পা
(ঝ)________ তলার ময়লাতে কৃমির ডিম থাকতে পারে। তাই নিয়মিত নখ কাটা দরকার। 
(i) নখের  (ii) চুলের (ii) জিভের  (iv) নাকের 
উত্তর – (i) নখের
(ঞ) পড়ার উপযােগী আলাে কম থাকলে________ ক্ষতি হয়। 
(i) দাঁতের  (ii) কানের  (ii) চোখের (iv) জিভের  
উত্তর –  (ii) চোখের
(ট) মুখের ভেতর যত্ন নিতে হলে________ পরিষ্কার করতে হবে।
(i) জিভ  ii) দাঁত (iii) জিভ ও দাঁত (iv) জিভ ও মাড়িসহ মুখের ভেতরের সমস্ত অংশ
 
উত্তর –  (iv) জিভ ও মাড়িসহ মুখের ভেতরের সমস্ত অংশ
Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post