Model Activity Task February 2022 Class 8 Geography Part 2 Solution
WBBSE Model Activity Task 2022 Poribesh O Bhugol Part 2 Answer
Class 2 Geography Model Activity Task February 2022 Part 2 Solve
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারী ২০২২ অষ্টম শ্রেণি পরিবেশ ও ভূগোল পার্ট ২
অষ্টম শ্রেণি
পরিবেশ ও ভূগোল
পূর্ণমান ২০
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×৩=৩
১.১ মহীসঞ্চরণ তত্ত্বটির প্রবক্তা হলেন—
(ক) মর্গ্যান
(খ) পিচো
(গ) পার্কার
(ঘ) ওয়েগনার।
উত্তর : (ঘ) ওয়েগনার ।
১.২ দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে—
(ক) মহাদেশীয়-মহাদেশীয় পাতের সংঘর্ষে
(খ) মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে
(গ) মহাসাগরীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে
(ঘ) মহাদেশীয়-মহাদেশীয় পাতের পরস্পর বিপরীতমুখী চলনে।
উত্তর : (খ) মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে।
১.৩ সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে—
(ক) গাইজার
(গ) সুনামি
(খ) ম্যাগমা
(ঘ) অগ্ন্যুদ্গম।
উত্তর : (গ) সুনামি।
February 2022 Class 8 Geography Model activity task Solve
২.১ ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১×৩=৩
উত্তর :
ক-স্তম্ভ |
খ- স্তম্ভ |
২.১.১
গঠনকারী পাতসীমানা |
পরস্পর বিপরীতমুখী পাতের চলন |
২.১.২
পাহোহো |
লাভা |
২.১.৩
মাউন্ট পোপা |
মৃত আগ্নেয়গিরি |
২.২ একটি বা দুটি শব্দে উত্তর দাও : ১x২ = ২
২.২.১ কোন পাতসীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না?
উত্তর : নিরপেক্ষ পাত সীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না।
২.২.২ কোন ভূকম্প তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হয়?
উত্তর : প্রাথমিক তরঙ্গ পদার্থের তিনটি অবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত হয়।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 2×2 = 8
৩.১ অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন?
উত্তর : আভিসারি পাতসিমানাকে বিনাশকারী পাত সীমানা বলে । এই সীমানা বরাবর যখন একটি পাত অপর একটি পাতের কাছাকাছি আসে তখন ভারী মহাসাগরীয় পাতটি হালকা মহাদেশীয় পাতের তলায় প্রবেশ করে ও প্রচণ্ড উষ্ণতায় গলে যায় । এর ফলে যেহেতু পাতের বিনাশ ঘটে তাই এই আভিসারি পাতসীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় ।
৩.২ ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
ভুমিকম্পের কেন্দ্র
|
ভুমিকম্পের উপকেন্দ্র
|
ভু অভ্যন্তরে যে স্থান
বা বিন্দুতে ভুমিকম্পের জন্ম হয় তাকে ভুমিকম্পের কেন্দ্র বলে । |
ভু কম্প কেন্দ্রের
ঠিক ৯০ ডিগ্রি উলম্ব দিকে নিকটতম ভু পৃষ্টের বিন্দুকে উপকেন্দ্র বলে । |
কেন্দ্রে যে তরেঙ্গের
সৃষ্টি হয় তা উলম্বভাবে এগিয়ে আসে । |
এর তরঙ্গ অনুভুমিক
ভাবে ছড়ায় । |
Model Activity Task Class 8 Geography Part 10
‘প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্পপ্রবণ কেন?
উত্তর : পৃথিবীর বেশিরভাগ জীবন্ত আগ্নেয়গিরি গুলি প্রশান্ত মহাসাগরকে ঘিরে রেখেছে বলয়ের আকারে ,আবার প্রশান্ত মহাসাগরের পাতগুলি সর্বদায় চলমান হওয়ায় এখানে পর্বত গঠন ,ভূত্বক গঠ্ন , ভূত্বকের বিনাশ, অগ্নুৎপাত ঘটে । ফলস্বরূপ এখানে পৃথিবীর 80% ভূমিকম্প ঘটে।
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫×১=৫
কীভাবে দুটি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর : পাত সঞ্চালন তত্ব অনুসারে ভূ ত্বকের গতিশীল পাতগুলির মধ্যে যে দুটি পাত পরস্পরের কাছাকাছি চলে আসে, তখন ওই দুটি পাতের সংযোগরেখার মধ্যে শিলা চ্যুতি ঘটে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে নবীন ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় । যেমন –
১) ভু- আলোড়নের ফলে ভূপৃষ্ঠের কোনো চ্যুতি ঘটলে বা উচু হলে শিলাস্তরের মধ্যে ছোট ভাঁজের সৃষ্টি হয়। পরবর্তীকালে ভূ আলোড়ন বাড়লে ভাঁজগুলির বৃদ্ধি হয় ও উচু হয়ে পরস্পরের কাছে চলে আসে এবং ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়।
২) প্রচন্ড পার্শ্ব চাপের ফলেও শিলাস্তরে ভাঁজ হলে পার্শ্বচাপ বৃদ্ধির সঙ্গে এই ভাঁজ গুলো ক্রমশ উঁচু হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে ।