Madhyamik 2022 Geography Suggestion | WBBSE 2022 Madhyamik Geography Suggestion

 

Madhyamik 2022 Geography Suggestion
Madhyamik 2022 Geography Suggestion

মাধ্যমিক ২০২২ ভূগোল সাজেশন 

Madhyamik 2022 Geography Suggestion

WBBSE 2022 Madhyamik Geography Suggestion 

2021-2022 Madhyamik Test Paper's Geography Suggestion


 নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2x6=12


১  রসে মতানে কাকে বলে? অথবা, আবদ্ধ শৈলশিরা কাকে বলে? 


২ ‘অপসারণ গর্ত’ কীভাবে সৃষ্টি হয়? অথবা, বারখান কী?


৩ অন্তর্বাহিনী নদী কাকে বলে? অথবা, জায়িদ শস্য কাকে বলে?

উত্তর- যেসব নদী কোনাে দেশ বা মহাদেশের উচ্চভূমি বা পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ঐ দেশ বা মহাদেশের মধ্যেই কোনাে হ্রদ ,সাগর বা জলাশয়ে পতিত হয়  এবং সেখান থেকে আর বেরােতে পারে না অথবা মরুভূমিতেই  শুকিয়ে যায় সেগুলিকে অন্তর্বাহিনী নদী বলে । যেমন — ভারতের লুনি নদী ।

যেসব ফসল বসন্ত কালের শেষে অর্থাৎ মার্চ -এপ্রিল মাসে রোপণ করে বর্ষাকালের শুরুতে অর্থাৎ জুন মাসে কাটা হয় তাকে  জায়িদ শস্য বা চৈতালি ফসল বলা হয়। 

৪ আধি কী অথবা, রোহি কী?

উত্তর- গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে বিশেষ করে  রাজস্থানের মরুভূমিতে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয়, তাকে স্থানীয় ভাষায় আঁধি বলা হয় ।

আরাবল্লী পর্বত থেকে নির্গত নদীগুলি বাগারের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাগারের পশ্চিমে যে প্লাবনভূমি গঠন করে তাকে রোহী বলে।

৫ বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? উদাহরণ দাও। অথবা, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? 

উত্তর- যে সমস্ত কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার পর শিল্পজাত দ্রব্যের ওজন বিশেষ কমায়  না, তাদের বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলে। এই প্রকার কাঁচামালের পণ্য সূচক ১ বা ১ এর থেকে কম হয়।         উদাহরণ-কার্পাস বয়ন শিল্পের কার্পাস, পাট শিল্পের পাট প্রভৃতি ।

৬  প্রপাতকূপ কাকে বলে?

উত্তর- জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে বিশালাকার গহ্বরের সৃষ্টি হয়, একে প্রপাতকূপ বলে।

৭ মন্থকূপ কাকে বলে?

উত্তর- নদীর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার অমসৃণ গর্তের সৃষ্টি হয়, তাকে মন্থকূপ বলে।                                                                                                                                                                                                                                 

৮ দুন বলতে কী বোঝ?

উত্তর- দুন' কথার অর্থ - দুই পর্বতের মাঝে নীচু জমি। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা দুন নামে পরিচিত।

৯ লোয়েশের সংজ্ঞা দাও

উত্তর-  লোয়েশ  এক প্রকার সুক্ষ  হলুদ বর্ণের বায়ু বাহিত  ধুলো । সাধারনত মরুভুমি হতে অতি সুক্ষ  বালুকরাশি বায়ু দ্বারা বাহিত হয়ে বহুদুরে অবস্থিত  কোন নিম্নভুমিতে সঞ্চিত হলে তাকে লোয়েশ  বলে।

১০ নগ্নীভবন কাকে বলে?

উত্তর-   পুঞ্জিত স্খলন ও ক্ষয়ীভবন প্রক্রিয়ার ফলে নীচের মূল শিলা নগ্ন বা উন্মুক্ত হলে তাকে নগ্নীভবন বলে।

১১ মালনাদ ও ময়দান কাকে বলে?


১২  মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝ?

উত্তর- জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ক্ষুদ্র দানাশস্যকে একত্রে মিলেট বলে। এই ফসলগুলি পৃথিবীর মধ্যে ভারতেই বেশি উৎপন্ন হয়। সাধারণত দক্ষিণ ও পশ্চিম ভারতের  অধিবাসীরা খাদ্যশস্য হিসেবেই এই ফসলগুলি বেশি ব্যবহার করে। এগুলি থেকে রুটি, ছাতু ইত্যাদি তৈরি করা হয়।

১৩ মৌসুমী বিস্ফোরণ কাকে বলে?

উত্তর-  বিশেষ করে জুন মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ করে ভারতীয় উপমহাদেশে প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে। আকস্মিকভাবে সৃষ্ট এই ধরনের নিম্নচাপজনিত দমকা বাতাসসহ বৃষ্টিপাতকে  মৌসুমি বিস্ফোরণ বলা হয় ।

১৪) অনুসারী শিল্প বলতে কী বোঝ?

উত্তর- কোন একটি বড়ো শিল্পকে কেন্দ্র করে তার চারপাশে যে সমস্ত ছোট ছোট শিল্প গড়ে ওঠে, তাদের অনুসারী শিল্প বলা হয় ।  

১৫) ভারতের দুটি অর্থকারী ফসলের নাম লেখ 

উত্তর- চা , কফি , রবার । 

১৬) অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে?


১৭) প্লাবন সমভূমি কাকে বলে?

উত্তর- বন্যা শেষে নদীর দু -পাশের ভুমিতে খুব পুরু স্তর কাদা,পলি জমে যে বিস্তৃত সমভুমির সৃষ্টি করে  তাকে প্লাবন সমভূমি বলে।

১৮) সোনালী চতুর্ভুজ কাকে বলে?

উত্তর- ভারতের উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, দক্ষিনে চেন্নাই এবং পশ্চিমে মুম্বাই, এই চারটি বৃহৎ মেট্রোপলিটন শহরকে যুক্তকারী চার বা ছয় লেন বিশিষ্ট সড়কপথ হল সোনালী চতুর্ভূজ। তৎকালিন বিজেপী সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ১৯৯৯ সালে এই প্রকল্পপের  শিলান্যাস করেন। এবং ২০০১ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। 

১৯) নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝ?

উত্তর-  কোনো কারণে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে, নদীর বহন ক্ষমতা ৬৪ গুণ বৃদ্ধি পায়, একে ষষ্ঠঘাতের সূত্র বলা হয় ।

২০) মৃত্তিকা ক্ষয়ের দুটি কারণ উল্লেখ কর



২১) পেট্রোলিয়াম শিল্পকে 'আধুনিক শিল্পদানব' বলা হয় কেন?

উত্তর- পেট্রো রসায়ন শিল্প ছাড়া ভাবাই যায় না,  অধিকাংশ আধুনিক শিল্পকেই পেট্রো রাসায়নিক শিল্প  গ্রাস করে নিয়েছে। এইভাবে পেট্রো রাসায়নিক শিল্প জাত দ্রব্য ব্যবহার করে বা পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র করে বিভিন্ন ধরনের শিল্প বিকাশ লাভ করে বলে একে আধুনিক শিল্প দানব বলা হয়।

২২) সামাজিক বনসৃজন কাকে বলে?

উত্তর- কোনো সামজিক পরিবেশের মধ্যে ফাঁকা জায়গায়, রাস্তার পাশে, পতিত জমিতে বা পরিত্যক্ত  জায়গায় বৃক্ষরোপণকে  সামাজিক বনসৃজন বলে।

২৩) করমণ্ডল উপকূলে বছরে দু'বার কেন বৃষ্টিপাত হয়?

উত্তর- শরৎকালে (অক্টোবর - নভেম্বর মাসে) যখন দক্ষিণ - পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাগমনকালে  বঙ্গোপসাগর সাগর থেকে জলীয়বাষ্প সংগ্রহ করে পূর্বঘাট পর্বতমালায় আবার  ধাক্কা খেয়ে করমন্ডল উপকূলে দ্বিতীয়বার বৃষ্টিপাত ঘটায়।

২৪) ভারতের একটি খনিজভিত্তিক ও কৃষিভিত্তিক শিল্পের নাম লেখ

উত্তর- লৌহ ইস্পাত শিল্প , কার্পাস বয়ন শিল্প । 

২৫) ডেকানট্র্যাপ বলতে কী বোঝ?

উত্তর-  প্রাচীন ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত সিঁড়ির মতো ধাপ যুক্ত দাক্ষিণাত্যের লাভা মালভূমির উত্তর পশ্চিমাংশকে ডেকানট্রাপ বলে।

২৬) হিমশৈল বলতে কী বোঝ?

উত্তর- সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তুপ কে হিমশৈল বলে । 

২৭) হিমরেখা বলতে কী বোঝ?

উত্তর- ভূ-পৃষ্ঠে যে সীমারেখার নীচে বরফ গলে  বা যে সীমারেখার উপরে সারাবছর বরফ জমে থাকে, তাকে হিমরেখা বলে।

২৮) নুনাটকস কী?

উত্তর- উচ্চ অক্ষাংশে অবস্থিত বরফমুক্ত পর্বতের শিখরদেশগুলিকে নুনাটকস বলে ।

২৯) ভারতের পশ্চিমঘাট পর্বতের দুটি গিরিপথের নাম লেখ

উত্তর- থলঘাট ও ভোরঘাট । 



আরো নতুন প্রশ্ন প্রতিদিন যুক্ত হবে এই পেজে । তা পেতে চোখ রাখো আমাদের  ওয়েবসাইট-এ 

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post