Class 7 Health and Physical Education February 2022 Model Activity Task Part 10 | সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা ফেব্রুয়ারি 2022 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 

Class 7  Health and Physical Education February 2022 Model Activity Task
Class 7  Health and Physical Education February 2022 Model Activity Task

Model Activity  Task February 2022 Class 7 Health and Physical Education Part 10

সপ্তম শ্রেণীর স্বাস্থ্য শারীর শিক্ষা ফেব্রুয়ারি 2022 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

WBBSE CLASS 7 Model Activity Task February 2022 Health and Physical education solution

February 2022 Class 7 Health and Physical Education Model Activity Task Answer

 

ডেল অ্যাক্টিভিটি টাস্ক

স্বাস্থ্য শারীরশিক্ষা 

সপ্তম শ্রেণি 

পূর্ণমান : ২০

 

সঠিক উত্তরটি বেছে নিয়ে চিহ্ন দাওx =  
() খেলা (Play) কী?
(i) আইনের অনুশাসন 
(ii) সহজাত প্রবৃত্তি 
(iii) পেশ
(iv) সবকয়টি
উত্তর(ii) সহজাত প্রবৃত্তি 
() গ্রিক কোন শব্দ থেকে জিমনাস্টিক কথাটি এসেছে?
(i) অ্যাথলস 
(ii) জিমনা
(iii) জিমনস
(iv) জিমনাস 
উত্তর: (iii) জিমনস
() কখন উত্মীকরণ করা উচিত?
(i) খেলার সময় 
(ii) খেলা শেষ হবার পরে 
(iii) খেলা শুরুর আগে 
(iv) খেলা শুরুর আগে পরে
উত্তর: (iii) খেলা শুরুর আগে 
() ড্রিল কী?
(i) ছন্দময় ব্যায়াম 
(ii) শৃঙ্খলাবদ্ধ ব্যায়াম
(iii) সৌন্দর্যমূলক ব্যায়াম
(iv) ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ সৌন্দর্যমুলক ব্যায়ামের সমষ্টি 
উত্তর:(iv) ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ সৌন্দর্যমুলক ব্যায়ামের সমষ্টি 
() বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতাবিধান করাে :
উত্তর:

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

() অ্যাথলেটিকস

(vii) ১৯১১ সালে হয়েছিল

() শরীরচর্চা

(v) শারীরিক সংস্কৃতি

() বিনােদন

(i) তিন প্রকার

() ইন্ডিয়ান ফুটবল অ্যাসােসিয়েশন

(ii) ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়

() ইস্টবেঙ্গল ক্লাব

(iii) ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়

() মােহনবাগান ক্লাব প্রথম IFA শিল্ড চ্যাম্পিয়ান

(vi) অ্যাথলস


(শব্দ ঝুড়ি থেকে সঠিক উত্তরটি বেছে শূন্যস্থানটি পুরণ করাে :  x=
() একটি দেশ কেবল কাগজের__নয়, তার অবস্থান মানুষের হৃদয়ে। 
উত্তর: মানচিত্র 
() জাতির জাগরণের এবং উন্নয়নের জন্য____অত্যন্ত প্রয়ােজনীয় বিষয়। 
উত্তর:জাতীয় সংহতি 
()___ একটি খেলার উদাহরণ। 
উত্তর: হকি 
() ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই____বলা হয়। 
উত্তর: অ্যাথলেটিক্স 
() একতা অনুশাসন ____- মূলমন্ত্র। 
উত্তর:  এম.সি.সি -
() ইস্টবেঙ্গল ক্লাবের জার্সির রঙ হলাে___ 
উত্তর: লাল হলুদ 

()  রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও          ৪
() জাতীয় সংহতিরক্ষায় শারীরশিক্ষার ভূমিকা বর্ণনা করাে ।
উত্তর:    শারীরশিক্ষা বিভিন্ন কারণে অত্যন্ত প্রয়োজনীয়।  মানব জীবনে এর  গুরুত্ব অপরিসীম এখানে শারীর শিক্ষা জাতীয় সংহতি রক্ষায় কি ভূমিকা পালন করে তা নিম্নে বর্ণিত হলো  -
 প্রথমতশারীর শিক্ষার মাধ্যমে বন্ধুত্ব ভাবাপন্ন মনোভাব ভ্রাতৃত্ব বোধের উন্মেষ ঘটে যেমন খেলার মাঠে দলীয় খেলায় সহ খেলোয়াড়দের  সাথে মিলেমিশে শুধুমাত্র বিজয়ের লক্ষ্য পূরণে খেলা শুরু করে।  সকলে মিলে একসাথে কাজ করেযাকে আমরা বলি টিমওয়ার্ক থেকে তাদের মধ্যে মমত্ববোধ ভাতৃত্ববোধ জাগরিত হয়  
দ্বিতীয়তঃ জাতীয়তাবোধের উন্মেষ।  দলীয় খেলায় কখনোই খেলোয়াড়রা হিন্দু-মুসলিম উঁচু-নিচু ভেদাভেদ করে না।  তারা একাত্ম হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জয়ের জন্যই খেলে  
তৃতীয়তঃ আন্তর্জাতিক সম্পর্ক -স্কুল-কলেজ বিদ্যালয় এমনকি খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে যাই তখন তারা ব্যক্তিগত ভেদাভেদ ভুলে একাত্ম হয়ে দেশের জন্য খেলে  

চতুর্থতখেলাধুলার মাধ্যমে ব্যক্তিজীবনে তথা আগামী দিনের নাগরিকদের মধ্যে নিয়মানুবর্তিতা শৃঙ্খলা বোধের উন্মেষ ঘটে যা  জাতীয় সংহতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 

 

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post