Class 7 Health and Physical Education February 2022 Model Activity Task |
Model Activity Task February 2022 Class 7 Health and Physical Education Part 10
সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা ফেব্রুয়ারি 2022 মডেল অ্যাক্টিভিটি টাস্ক
WBBSE CLASS 7 Model Activity Task February 2022 Health and Physical education solution
February 2022 Class 7 Health and Physical Education Model Activity Task Answer
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
সপ্তম শ্রেণি
পূর্ণমান : ২০
(ক) খেলা (Play) কী?
(i) আইনের অনুশাসন
(ii) সহজাত প্রবৃত্তি
(iii) পেশ
(iv) সবকয়টি
উত্তর: (ii) সহজাত প্রবৃত্তি ✔
(খ) গ্রিক কোন শব্দ থেকে জিমনাস্টিক কথাটি এসেছে?
(i) অ্যাথলস
(ii) জিমনা
(iii) জিমনস
(iv) জিমনাস
উত্তর: (iii) জিমনস ✔
(গ) কখন উত্মীকরণ করা উচিত?
(i) খেলার সময়
(ii) খেলা শেষ হবার পরে
(iii) খেলা শুরুর আগে
(iv) খেলা শুরুর আগে ও পরে
উত্তর: (iii) খেলা শুরুর আগে ✔
(ঘ) ড্রিল কী?
(i) ছন্দময় ব্যায়াম
(ii) শৃঙ্খলাবদ্ধ ব্যায়াম
(iii) সৌন্দর্যমূলক ব্যায়াম
(iv) ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ ও সৌন্দর্যমুলক ব্যায়ামের সমষ্টি
উত্তর:(iv) ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ ও সৌন্দর্যমুলক ব্যায়ামের সমষ্টি ✔
(২) বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতাবিধান করাে :
উত্তর:
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
(ক) অ্যাথলেটিকস |
(vii)
১৯১১ সালে হয়েছিল |
(খ) শরীরচর্চা |
(v) শারীরিক সংস্কৃতি |
(গ) বিনােদন |
(i) তিন প্রকার |
(ঘ) ইন্ডিয়ান ফুটবল অ্যাসােসিয়েশন |
(ii) ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয় |
(ঙ) ইস্টবেঙ্গল ক্লাব |
(iii)
১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় |
(চ) মােহনবাগান ক্লাব প্রথম IFA শিল্ড চ্যাম্পিয়ান |
(vi) অ্যাথলস |
(৩) শব্দ ঝুড়ি থেকে সঠিক উত্তরটি বেছে শূন্যস্থানটি পুরণ করাে : ১x৬=৬
(ক) একটি দেশ কেবল কাগজের__নয়, তার অবস্থান মানুষের হৃদয়ে।
উত্তর: মানচিত্র
(খ) জাতির জাগরণের এবং উন্নয়নের জন্য____অত্যন্ত প্রয়ােজনীয়
বিষয়।
উত্তর:জাতীয় সংহতি
(গ)___ একটি খেলার উদাহরণ।
উত্তর: হকি
(ঘ) ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই____বলা হয়।
উত্তর: অ্যাথলেটিক্স
(ঙ) একতা ও অনুশাসন ____-র মূলমন্ত্র।
উত্তর: এম.সি.সি -র
(চ) ইস্টবেঙ্গল ক্লাবের জার্সির রঙ হলাে___
উত্তর: লাল হলুদ
(ক) জাতীয় সংহতিরক্ষায় শারীরশিক্ষার ভূমিকা বর্ণনা করাে ।
উত্তর: শারীরশিক্ষা বিভিন্ন কারণে অত্যন্ত প্রয়োজনীয়। মানব জীবনে এর গুরুত্ব অপরিসীম । এখানে শারীর শিক্ষা জাতীয় সংহতি রক্ষায় কি ভূমিকা পালন করে তা নিম্নে বর্ণিত হলো -
প্রথমত, শারীর শিক্ষার মাধ্যমে বন্ধুত্ব ভাবাপন্ন মনোভাব ও ভ্রাতৃত্ব বোধের উন্মেষ ঘটে । যেমন খেলার মাঠে দলীয় খেলায় সহ খেলোয়াড়দের সাথে মিলেমিশে শুধুমাত্র বিজয়ের লক্ষ্য পূরণে খেলা শুরু করে। সকলে মিলে একসাথে কাজ করে, যাকে আমরা বলি টিমওয়ার্ক । এ থেকে তাদের মধ্যে মমত্ববোধ ভাতৃত্ববোধ জাগরিত হয় ।
দ্বিতীয়তঃ জাতীয়তাবোধের উন্মেষ। দলীয় খেলায় কখনোই খেলোয়াড়রা হিন্দু-মুসলিম উঁচু-নিচু ভেদাভেদ করে না। তারা একাত্ম হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জয়ের জন্যই খেলে ।
তৃতীয়তঃ আন্তর্জাতিক সম্পর্ক -স্কুল-কলেজ বিদ্যালয় এমনকি খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে যাই তখন তারা ব্যক্তিগত ভেদাভেদ ভুলে একাত্ম হয়ে দেশের জন্য খেলে ।
চতুর্থত , খেলাধুলার মাধ্যমে ব্যক্তিজীবনে তথা আগামী দিনের নাগরিকদের মধ্যে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা বোধের উন্মেষ ঘটে । যা জাতীয় সংহতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে