Class 10 Physical Science Model Activity Task Part 2 February 2022 Answer | দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক February 2022

Class 10 Physical Science Model Activity Task Part 2 February 2022 Answer
দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক February 2022

$ads={1}

প্রিয় ছাত্রছাত্রীরা, ডিজিট্যাল পড়াশোনা ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি এই পোস্টে অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান February 2022 নিয়ে আলোচনা করছি।

Class 10 Physical Science Model Activity Task February 2022 Answer

দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক February 2022

Ferbruary 2022 Model Activity Task Class 10

Subjects

Solution

বাংলা

Get solution

গণিত

Get solution

English

Get solution

ইতিহাস

Get solution

ভূগোল

Get solution

জীবন বিজ্ঞান

Get solution

বাংলা

Get solution


মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দশম শ্রেণি

ভৌতবিজ্ঞান

পূর্ণমান : ২০

১. ঠিক উত্তর নির্বাচন করো : ১×৩ = ৩

১.১ SATP বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণসংখ্যায় –

(ক) 263 K

(খ) 273 K

(গ) 298 K

(ঘ) 373 K

উত্তর: () 273 K

১.২ `PV=\frac {W}{M}RT` সমীকরণে (চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে) ‘M’ রাশির একক হল-

(ক) g

(খ) g mol

(গ) g/mol

(ঘ) mol-1

উত্তর: () g/mol

১.৩ কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়েলের সূত্রানুসারে চাপ ও আয়তনের লেখচিত্রটি হবে-

(ক) মূলবিন্দুগামী সরলরেখা

(খ) উপবৃত্তের অংশ

(গ) পরাবৃত্তের অংশ

(ঘ) আয়তনের অক্ষের সমান্তরাল সরলরেখা

উত্তর: (পরাবৃত্তের অংশ

$ads={2}

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো : ১×৩ = ৩

২.১ একটি গ্যাস অণুর আয়তন = (গ্যাস দ্বারা অধিকৃত আয়তন + গ্যাস অণুর সংখ্যা)।

উত্তর: সত্য।

২.২ 12C = 12.0000 u-এর পরিবর্তে অন্য কোনো সাংখ্যমান ধরা হলেও STP-তে কোনো গ্যাসের মোলার আয়তন একই থাকবে।

উত্তর: সত্য।

২.৩ নির্দিষ্ট উষ্ণতা ও চাপে দুটি আদর্শ গ্যাসের আয়তন অনুপাত গ্যাসদুটির মোল সংখ্যার অনুপাতের সমান।

উত্তর: সত্য।

৩. সংক্ষিপ্ত উত্তর দাও : ২×৪=৮

৩.১ মাত্রীয় বিশ্লেষণ থেকে গ্যাস ধ্রুবক ‘R’-এর একক কী হওয়া উচিত তা দেখাও।

উত্তর: 

আদর্শ গ্যাসের সমীকরণের (pV=nRT) মাত্রিক বিশ্লেষণ থেকে -এর একক নির্ণয়ের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ pV=nRT

সুতরাং R-এর SI একক হল J.mol-1.K-1 এবং R-এর CGS একক হল erg.mol-1.K-1

৩.২ প্রধানত কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়?

উত্তর: কেবলমাত্র নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। উপরি উক্ত কারণ ছাড়াও বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না নিম্ন লিখিত কারণে-

(a) গ্যাসের গতীয় তত্ত্বানুসারে গ্যাসের অণুগুলি বিন্দুভর, এই কারণে পাত্রের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন সামান্য, কিন্তু সামান্য হলেও গ্যাসের অণুগুলির আয়তনকে উপেক্ষা করা যায় না। এই সামান্য আয়তন উপেক্ষা করলে গ্যাসের অণুগুলির অবাধ সঞ্চারণের জন্য আয়তন পাত্রের আয়তনের সমান হয়। কিন্তু গ্যাসের অণুগুলি নিজেরাই কিছুটা আয়তন দখল করে থাকে।

(b) তাছাড়া গ্যাসের গতীয় তত্ত্বানুসারে গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে কোনোরকম আকর্ষন বা বিকর্ষণ বল অনুভূত হয় না, কিন্তু বাস্তবে গ্যাসের অনুগুলির মধ্যে সামান্য হলেও আকর্ষণ বল থাকে। 

$ads={1}

৩.৩ স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে V - t ও V - T লেখচিত্র কেমন হবে এঁকে দেখাও।

উত্তর: 

স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে V - t লেখচিত্র কেমন হবে এঁকে দেখাও

স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে V - T লেখচিত্র কেমন হবে এঁকে দেখাও

৩.৪ সম চাপে ও সম উষ্ণতায় সমায়তনের শুঙ্ক বাতাস ও আর্দ্র বাতাসের মধ্যে কোনটি হালকা হবে যুক্তিসহ ব্যাখ্যা করো।

উত্তর: সম চাপে ও সম উষ্ণতায় সমায়তনের শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়, কারণ- শুষ্ক বায়ুতে অন্যান্য অনেক গ্যাস থাকলেও প্রধানত N2 ও O2-এর ভাগ বেশি থাকে। সাধারণত শুষ্ক বায়ুতে 4 ভাগ N2 এবং 1 ভাগ O2 থাকে এবং N2-এর মোলার ভর 28g.mol-1 ও O2-এর মোলার ভর 32g.mol-1 হওয়ায় শুষ্ক বায়ুর গড় আণবিক ভর 28.8g হয়। কিন্তু জলীয় বাষ্পের মোলার ভর 18g.mol-1

সুতরাং, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়, এই কারণেই বাতাসে জলীয় বাষ্প থাকলে তার আণবিক ভর, শুষ্ক বায়ুর আণবিক ভরের চেয়ে কম হয়। 

৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও : ৩×২=৬

৪.১ একটি আদর্শ গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে (ধূলিকণা চাপে অনমনীয়)। উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে ধূলিকণাসহ গ্যাসের আয়তন 1000 mL থেকে কমে 500.25 mL হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন নির্ণয় করো।

উত্তর: 

 ধরি, ধূলিকণার সামগ্রিক আয়তন = V mL

গ্যাসটির প্রাথমিক আয়তন (V1) = (1000-V) mL

গ্যাসটির অন্তিম আয়তন (V2) = (500.25-V)mL

গ্যাসটির প্রাথমিক চাপ (P1) = P একক

গ্যাসটির অন্তিম চাপ (P2) = 2P একক (প্রাথমিক চাপের দ্বিগুণ)

বলয়ের সূত্রানুযায়ী, P1V1 = P2V2

বা, P(1000-V) = 2P(500.25-V)

বা, 1000-V = 1000.50-2V

বা, 2V-V = 1000.50-1000

বা, V = 0.50mL

∴ ধূলিকণার সামগ্রিক আয়তন = 0.50 mL

$ads={2}

৪.২ 760 mm Hg চাপে 0°C উষ্ণতায় 3.2 g যে গ্যাসের আয়তন 2.24 L তার গ্রাম আণবিক ওজন নির্ণয় করো। সাধারণ হাইড্রোজেনের অণু অপেক্ষা গ্যাসের একটি অণু কতগুণ ভারী? 

উত্তর: 

ধরি, আণবিক ওজন = M g/mol

প্রদত্ত চাপ (P) = 760 mm Hg = 1atm

উষ্ণতা (T) = 0° C = 273K

গ্যাসের ভর (W) = 3.2g

আয়তন (V) = 2.24L

সর্বজনীন গ্যাস ধ্রুবক (R) = 0.082 L.atm.mol-1.K-1

আমরা জানি, `PV=\frac {W}{M}RT`

বা, `M=\frac{WRT}{PV}`

বা, `M=\frac{3.2\times0.082\times273}{1\times2.24}`

∴ `M=32\;\frac g{mol}`

∴ নির্নেয় গ্রাম আণবিক ওজন 32g/mol

আবার, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব = D হলে,

∴ গ্যাসের একটি অণুর ভর D × H2 এর একটি অনুর ভর

∴ সাধারণ H2 অণু অপেক্ষা গ্যাসের একটি অণু D গুণ ভারী।

👉 এই পোস্টে সমাধান করা সকল প্রশ্নের সমাধান ও ব্যাখ্যা সম্পর্কে তোমার কোনো মতামত থাকলে নীচে কমেন্টের মাধ্যমে আমাদের জানাও।

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of English Grammar and Mathematics and the founder of DigitalPorasona.in, loves to share his knowledge. He is a content writer. Digital Porasona

Post a Comment (0)
Previous Post Next Post