Model Activity Task January 2022 Class 8 History Part 9 |
Model Activity Task January 2022 Class 8 History Part 9
Model Activity Task Class 8 History Part 9 Solution
মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 অষ্টম শ্রেণি ইতিহাস পার্ট 9
Class 8 History January Part Model Answer
Model Activity Task January 2022
ইতিহাস (History)
Class – VIII (অষ্টম শ্রেণী)
পূর্ণমান – ২০
১. শূনস্থান পূরণ করাে : ১ x ৩ = ৩
(ক) ঔরঙ্গজেবের মৃত্যু হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর: 1707 খ্রিস্টাব্দে।
(খ) পলাশির যুদ্ধ হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর: 1757 খ্রিস্টাব্দে।
(গ) রাজাবলি বইটি লিখেছিলেন ___ ।
উত্তর:মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
Class 8 History Model Activity Task Part 9 Solution
২. ঠিক বা ভুল নির্ণয় করা : ১ x ৩ = ৩
(ক) উইলিয়ম ওয়েডারবার্ন-এর জীবনী লিখেছেন অ্যালান অক্টোভিয়ান হিউম।
উত্তর: ভুল
(খ) ১৯৩৮ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেস-সভাপতির পদ ত্যাগ করেছিলেন।
উত্তর: ঠিক
(গ) আধুনিক ইতিহাসের অন্যতম উপাদানফোটোগ্রাফ।
উত্তর: ঠিক
৩. স্তম্ভ মেলাও : ১ x ৩ = ৩
উত্তর:
ক-স্তম্ভ খ-স্তম্ভ
বাংলার নবাব সিরাজ উদ-দৌলা
দিল্লি সুলতান রাজিয়া
মুঘল সম্রাট আকবর
৪. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) : ২ x ৩ = ৬
(ক) সাম্রাজ্যবাদ কাকে বলে?
উত্তর: উনবিংশ শতকের মাঝামাঝি ও বিংশ শতকের গোড়ার দিক থেকে ইউরােপের শিল্পোন্নত দেশগুলি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ গড়ে তোলার জন্য জন্য এক তীব্র সংঘর্ষে যুক্ত হয়েছিল। এই ঘটনাকে সাম্রাজ্যবাদ বলা হয়।
(খ) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখাে।
উত্তর: সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার হলো সিধু ও কানু।
(গ) জেমস মিল ভারতের ইতিহাসকে কোন তিনটি ভাগে ভাগ করেছেন?
উত্তর: জেমস মিল ভারতের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছেন তা হল- হিন্দু যুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ।
৫. নিজের ভাষায় লেখাে (তিন-চারটি বাক্য) : ৫ x ১ = ৫
‘History of British India’ কে, কবে লিখেছিলেন? বইটি লেখার উদ্দেশ্য কী ছিল?
উত্তর: ‘History Of British India’ বইটি লেখেন জেমস মিল ১৮১৭ খ্রিস্টাব্দে। বইটা লেখার মূল উদ্দেশ্য - ভারতের অতীতকে একত্রিত করা। যা পড়ে ভারতবর্ষ সম্পর্কে সাধারণ ধারণা পেতে ব্রিটিশরা। কারণ, যে দেশ ও দেশের আপামর জনগণকে শাসন করতে হবে, সেই দেশের ইতিহাসটা জানা অবশ্যম্ভাবী।