Model Activity Task January 2022 Class 8 Geography Part 9 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 অষ্টম শ্রেণি ভূগোল পার্ট 9

Model Activity Task January 2022 Class 8 Geography Part 9
Model Activity Task January 2022 Class 8 Geography Part 9 

Model Activity Task January 2022 Class 8 Geography Part 9 

Class 8 Model Activity Task Geography Part 9 Answer

মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 অষ্টম শ্রেণি ভূগোল পার্ট 9



 Model Activity Task January 2022

পরিবেশ ও ভূগোল 

অষ্টম শ্রেণী

পূর্ণমান – ২০

Geography Class 8 Part 9 Model Task Solution

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :  ১ x ২ = ২

১.১ শিলামণ্ডলের নীচে গুরুমণ্ডলের ওপরের স্তর হলাে—

(ক) ভূত্বক

(খ) অ্যাস্থেনোস্ফিয়ার 

(গ) অন্তঃ গুরুমণ্ডল

(ঘ) বহিঃ কেন্দ্রমণ্ডল 

উত্তর: (খ) অ্যাস্থেনোস্ফিয়ার 

১.২ নীচের ছবিতে তির চিহ্ন দ্বারা নির্দেশিত বিযুক্তিরেখার নাম হলাে—

(ক) রেপিত্তি

(খ) কনরাড

(গ) গুটেনবার্গ

(ঘ) লেহম্যান

উত্তর: (ঘ) লেহম্যান

২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে : ১ x ৩ = ৩

২.১.১ ‘S’ তরঙ্গ __________ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। 

উত্তর:  তরল বা অর্ধতরল । 

২.১.২ পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলাের ঘনত্ব __________ ।

উত্তর:  বেশী ।

২.১.৩ ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে __________ । 

উত্তর:  শিলামণ্ডল । 

২.২ বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখাে : ১ x ৩ = ৩

২.২.১ P তরঙ্গ ভূঅভ্যন্তরের তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়। 

উত্তর: ভুল। 

২.২.২ কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ও সিলিকন।

উত্তর: ভুল। 

২.২.৩ সিমা অপেক্ষাকৃত ভারি হওয়ায় সিয়ালের নীচে অবস্থান করে।

উত্তর: ঠিক।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২ x ২ = ৪

৩.১ ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য নিরূপণ করাে।

 উত্তর: 

            বিষয়  

               ম্যাগমা 

               লাভা

 

১. সংজ্ঞা

ভূ অভ্যন্তরীণ তরল ও গ্যাসীয় খনিজের মিশ্রণকে  ম্যাগমা বলে।

ভূপৃষ্ঠের উপরে নির্গত কঠিন ও তরল পদার্থের মিশ্রণকে লাভা বলে ।

 

২. স্থানিকতা

ভূ- অভ্যন্তরে ম্যাগমার উপস্থিতি লক্ষ্য করা যায় যায়। 

ভূপৃষ্ঠের উপরিভাগে লাভা অবস্থান করে।

 

৩. প্রকৃতি

ম্যাগমা তরল প্রকৃতির হয়।

লাভা সান্দ্র বা অর্ধতরল প্রকৃতির হয়।

 

৩.২ ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে পার্থক্য নিরূপণ করাে। 

উত্তর:                               

              বিষয়  

     ক্রোফেসিমা

        নিফেসিমা

 

১. অবস্থান

 

ইহা গুরুমণ্ডলের উপরের অংশে অবস্থিত

ইহা গুরুমণ্ডলের নীচের অংশে অবস্থিত

২. বেধ

এর বেধ  প্রায় 670 কিমি.

এর বেধ প্রায় 2200 কিমি.

 

৩.বিস্তার            

এর বিস্তার 35-750 কিমি.

এর বিস্তার 750-2900 কিমি.

 

৪.ঘনত্ব

এর ঘনত্ব 3.4 – 4.5 গ্রাম/ঘন সেমি.

এর ঘনত্ব  4.5 – 5.6 গ্রাম/ঘন সেমি

৫.উপাদান

ক্রোমিয়াম (Cr.), লোহা (Fe), সিলিকন (Si), ও ম্যাগনেশিয়াম (Ma) প্রভৃতি উপাদান থাকে

 নিকেল (Ni), লোহা (Fe), সিলিকন (Si), ও ম্যাগনেশিয়াম (Ma) প্রভৃতি উপাদান থাকে

 

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :     ৩ × ১ = ৩

ভূ-অভ্যন্তরে পরিচলন স্রোত এর ভূমিকা উল্লেখ করো । 

উত্তর:  ভূ- অভ্যন্তরে সান্দ্র ও গলিত পদার্থগুলি উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে  অনুভূমিকভাবে প্রবাহিত হয় । আবার উপরে ভারী পদার্থ গুলি নীচের দিকে নেমে যায় । এইভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হয় । পৃথিবীর অভ্যন্তরে গুরুমন্ডলেএই স্রোত বাহিত হয়ে ভূমির পরিবর্তন ঘটায় । পরিচলন স্রোত ভূ-অভ্যন্তরের তাপকে ওপরের দিকে প্রবাহিত করে । পাতে সঞ্চালনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিচলন স্রোত ।

৫. নিচের প্রশ্নটির উত্তর দাও :    ৫ × ১ = ৫

পৃথিবীর অভ্যন্তর ভাগের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

উত্তর: পৃথিবীর অভ্যন্তরের প্রধান তিনটি স্তর রয়েছে।  উপরে রয়েছে ভূত্বক, এর নীচে রয়েছে গুরুমন্ডল আর সবচেয়ে নীচে রয়েছে কেন্দ্রমন্ডল । 

স্তর গুলির বৈশিষ্ট্য হল- 

 [1]ভূত্বক :  

i)  মহাসাগরের নীচে ভূত্বক গড়ে 5 কিমি ও মহাদেশের নীচে প্রায় 65 কিমি গভীর ।গড় গভীরতা প্রায় 30 কিমি ।

ii)  ভূত্বকের সিয়াল ও সিমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। 

[2] গুরুমন্ডল :  

i) এটি ভূত্বক ও কেন্দ্রমন্ডলের মাঝের অংশ । 

ii) এই স্তরে রয়েছে লোহা, নিকেল, ক্রোমিয়াম ম্যাগনেশিয়াম ও সিলিকন প্রভৃতি ।

iii) ভূত্বক ও গুরুমন্ডলের  মাঝে রয়েছে মোহো বিযুক্তি রেখা । 

 [3] কেন্দ্রমন্ডল : 

i) ইহা পৃথিবীর একেবারে কেন্দ্রে রয়েছে।

ii) এই স্তর ঘন ও অর্ধ তরল পদার্থ দ্বারা গঠিত।

iii)  কেন্দ্রমন্ডল ও গুরুমন্ডলকে আলাদা করছে গুটেনবার্গ বিযুক্তি রেখা । বহিঃকেন্দ্রমন্ডল ও অন্তঃগুরুমন্ডল এর মাঝে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা ।






Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post