Model Activity Task Class 8 Bengali Part 9 January 2022 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 অষ্টম শ্রেণি পার্ট 9 বাংলা

মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 অষ্টম শ্রেণি পার্ট 9 বাংলা
মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 অষ্টম শ্রেণি পার্ট 9 বাংলা



Model Activity Task Class 8 Bengali Part 9 January 2022

Model Activity Task January Part Class 8 Bengali 

Model Activity Class 8 Bengali Full Solution Part 9

মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022 অষ্টম শ্রেণি পার্ট 9 বাংলা


 Model Activity Task 2022

Class – VIII (অষ্টম শ্রেণী)

Bengali (বাংলা)

পূর্ণমান – ২০

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩ 

১.১ ‘বােঝাপড়া’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে — 

(ক) পুনশ্চ

(খ) খেয়া 

(গ) শেষলেখা

(ঘ) ক্ষণিকা 

উত্তর : ক্ষণিকা  l

১.২ ‘অনেক ___ কাটিয়ে বুঝি / এলে সুখের বন্দরেতে’ – শূন্যস্থানে বসবে 

(ক) ঝগড়া

(খ) শঙ্কা 

(গ) ঝঞ্ঝা

(ঘ) অশ্রু

উত্তর :(গ) ঝঞ্ঝা

১.৩ ‘আকাশ তবু  ___ থাকে’ – শূন্যস্থানে বসবে 

(ক) ডাগর

(খ) সুনীল 

(গ) আঁধার

(ঘ) মস্ত 

উত্তর :(খ) সুনীল

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩ 

২.১ ‘কতকটা এ ভবের গতিক’ – ‘ভবের গতিক’টি কী? 

উত্তর : আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বােঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে ৷ কবি বলেছেন কেউ আমাদের ভালােবাসে, কেউ বাসে না, কেউ সবকিছু বিকিয়ে দেয় আবার কেউ সিকি পয়সা ধার ধারে না এটাই ভবের গতিক।

২.২ ‘চলে আসছে এমনি রকম’ – কোন্ সময়ের কথা কবি এক্ষেত্রে স্মরণ করেছেন?

উত্তর : মানুষের ভাগ্য চিরদিন এক থাকে না। প্রত্যেক মানুষই একে অপরকে কখনো না কখনো ফাঁকি দিয়ে থাকে। তাই একজন মানুষ কিছুটা সুখ ভােগ করার পরেই দুঃখ  ধেয়ে আসে, তখন হয়তাে অপর ব্যাক্তি সুখ লাভ করে। মানুষের আবির্ভাবের আদিকাল থেকে এই নিয়ম চলে আসছে।

২.৩ ‘সেইটে সবার চেয়ে শ্রেয়’ – কোন্ বিষয়টিকে সবার চেয়ে শ্রেয় মনে করা হয়েছে? 

উত্তর : কবি রবীন্দ্রনাথ ঠাকুর কারাে সঙ্গে কোনাে রকম বিবাদ না করে যেন ভালাে মন্দ যাই আসুক তাকে মেনে নিয়ে এগিয়ে চলাকেই শ্রেয় বলেছেন।

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ৩ x৩=৯ 

৩.১ ‘তবু ভেবে দেখতে গেলে’ – কবি কী ভেবে দেখার কথা বলেছেন? 

উত্তর :  আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বােঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে।

জগতে কেউ কারাে মত নয়, সবাই ভিন্ন। তবু সবাই একে অপরকে পিছে ফেলে এগিয়ে যেতে চায়। তাই কবি বলেছেন, যে খুশির জন্য আমরা এমন করি সেটা একজনের প্রতি ভালােবেসে হাত বাড়িয়ে দিলেই পাওয়া যায়।

৩.২ ‘শঙ্কা যেথায় করে না কেউ | সেইখানে হয় জাহাজ-ডুবি’। – উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করাে।

উত্তর : আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘বােঝাপড়া’ কবিতা থেকে গৃহীত হয়েছে ৷

কবি বলেছেন জীবনে অনেক ঝড় ঝঞ্চা বাধা-বিপত্তির পরে মেলে সুখ, তা কখন কোন আঘাতে নষ্ট হয়ে যাবে তা আমরা কেউ জানি না। এমন অনেক কিছু যা আমরা সহজ মনে করি অথচ সেটা অপ্রত্যাশিত আঘাত দিতে পারে, কারণ যে কোনাে  সামান্য ঘটনাই ভয়ানক বিপদ আনতে পারে। এজন্য কবি  উদ্ধৃত উক্তিটি করেছেন।

৩.৩ ‘দোহাই তবে এ কাৰ্যটা / যত শীঘ্র পারাে সারাে। – কবি কোন্ কাৰ্যটা দ্রুত সারতে বলেছেন? 

উত্তর :  আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে  রবীন্দ্রনাথ ঠাকুরের বােঝাপড়া কবিতা থেকে l অন্ধকারাচ্ছন্ন জীবনের জন্য বিধিকে দায়ী করা ঠিক নয় l কবি ‘এ কাৰ্যটা’ বলতে অযথা দুঃখ করে সময় নষ্ট করার কথা বলেছেন l কবির মনে হয়েছে, এমন দ্বিধা-দ্বন্দ্ব না রাখাই ভালাে l

দুঃখের মেঘ ঘনিয়ে আসলে মানুষ নিজের ভাগ্যকে দায়ী করে। অর্থাৎ সে ভাগ্যের প্রতি নির্ভর হয়ে পড়ে। কিন্তু এতে নিজের ক্ষতি ক্রমশ বৃদ্ধি পায়। তাই কবি ভাগ্যের দোহাই ছেড়ে  নিজের চেষ্টাই এগিয়ে চলার উপদেশ দিয়েছেন।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে : ৫

‘ভালাে মন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে। 

পঙক্তিদুটি ‘বােঝাপড়া’ কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? এমন পুনরাবৃত্তির কারণ কবিতাটির বিষয়বস্তুর আলােকে বিশ্লেষণ করাে।   ১+৪

উত্তর : প্রশ্নে ব্যবহৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের “বােঝাপড়া” কবিতা থেকে নেওয়া হয়েছে। ‘ভালাে মন্দ যাহাই আসুক l সত্যেরে লও সহজে।’ এই পঙক্তিদুটি ‘বােঝাপড়া’ কবিতায় পাঁচবার ব্যবহার করা হয়েছে।

কবির মনে হয়েছে,বিবাদ-বিতর্ক-ঝগড়া না করে নিজের মতাে চলাই ভালাে। যেটা সত্য তাকে গ্রহণ করার মধ্যে জীবনের মধ্যে অন্য আর এক আনন্দ রয়েছে।

তাই কবি বার বার লিখেছেন—

ভালাে মন্দ যাহাই আসুক

সত্যেরে লও সহজে। 

চলার পথে সমস্যা থাকলেও তাকে গুরুত্ব না দিয়ে যদি এগিয়ে যাওয়া যায়, তবেই একসময় এই জীবনটা অর্থবহ হয়ে উঠবে। অন্ধকারের মধ্যেও আলাের দিশা মিলবে। সুতরাং বিধির দোহাই না দিয়ে সত্যের পথে এগিয়ে গেলেই জীবনের আনন্দ পাওয়া যাবে। কবি এসব বাস্তব কথা গুলাে  পরই আমাদের বলেছেন এই বাস্তব সত্যকে মেনে নিতে, তাই কবি  উল্লেখিত বাক্যটি প্রশ্নে ব্যবহার করেছেন।

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post