All About A Dog By A.G Gardiner |
WBBSE Class 9 English Text All About A Dog Word By Word Bengali Meaning
Class 9 English Text Lesson 2 All About A Dog Analysis
All About A Dog By A.G Gardiner
Lesson- 2
All About A Dog
By A.G Gardiner
I was travelling in a bus. It was a bitterly cold night, and even at the far end of the bus the east wind cut like a knife. The bus stopped and two women and a man got in together and filled the vacant places. The younger woman carried a little Pekinese dog. The conductor came in and took their fares. Then his eye rested on the beady-eyed dog. I saw trouble coming up. This was the opportunity for which the conductor had been waiting, and he intended to make the most of it. I had marked him as the type who had a general vague grievance about everything. He seemed to have a particular grievance against passengers who came and sat in his bus while he shivered at the door.
বঙ্গানুবাদ
আমি বাসে করে ভ্রমণ করছিলাম। ইহা ছিল খুবই তিক্ত শীতের রাত, এমনকি বাসের একেবারে শেষ প্রান্তে পুব দিকের বাতাস ছুরির মতো কাটছিল। বাস থামল এবং দু’জন মহিলা ও একটি লোক একসঙ্গে বাসে উঠলেন এবং খালি জায়গা পূর্ণ করলেন। বয়সে ছোট মহিলাটি একটি ছোট্ট চীনা কুকুর নিয়েছিল। কন্ডাক্টর এসে তাদের ভাড়া নিল। তারপরে তার চোখ পড়েছিল গুটি গুটি চোখ বিশিষ্ট কুকুরটির উপরে । আমি দেখলাম এবার সমস্যা হবে। এই সুযোগটির জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিলেন, এবং সে চেয়েছিল আরো বড় করতে। আমি তাকে সেই রকম মানুষ হিসাবে চিহ্নিত করেছিলাম যার একটা সাধারণ অস্পষ্ট আক্রোশ ছিল সব কিছুর প্রতি। তার আজকে একটা নির্দিষ্ট ক্রোধ ছিল যাত্রীদের প্রতি। যারা তার বাসে এসে বসেছিল আসনে যখন সে কিনা দরজায় দাঁড়িয়ে কাঁপছিল।