Nuton Jibon by Hironmoyi Debi Class 9 Bangla |
তাই আমরা তোমাদের কথা মাথায় রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা পাতাবাহার বই এর কবিতা
Nuton Jibon by Hironmoyi Debi Class 9 Bangla | নূতন জীবন সুনীল গঙ্গোপাধ্যায় নবম শ্রেণি বাংলা আর দেরি নয় ,চল এবার পড়াশোনা সুরু করি। Nuton Jibon by Hironmoyi Debi Class 9 Bangla
Class 9 Bangla
Bangla Class 9
নূতন জীবন সুনীল গঙ্গোপাধ্যায় নবম শ্রেণি বাংলা
দেখ চেয়ে একবার অসীম রহস্যময়
অনন্ত এ বিশ্ব;
দেখ সেথা কিবা গায় কোন কথা বলে তোর
প্রতি নব দৃশ্য।...
প্রতিদিন ফুল ফুটে প্রতিদিন ঝরে তারা
ফোটে নব ফুল।
রবি অস্তাচলে যায় নূতন তপন আনে
আলোক অতুল।
একটি বিহঙ্গগীত চিরতরে থেমে যায়
শত পাখি গায়,
একটি বসন্ত যায়, আবার দক্ষিণে ছুটে
বসন্ত বায়।
একটি তারকা খসে আকাশের শত তারা
ঢালে জ্যোতি-হাসি
একটি জাহ্নবী ঢেউ সাগরে মিলায়ে যায়
আপনা বিনাশি।
হিমগিরি হতে পুন তটিনী বহিয়া আনে
নূতন জীবন,
বিরহের গীতখানি না হইতে অবসান
গাহে রে মিলন।
Link or All Subject