Model Activity Task Class 5 Part 7 Swaasthya o Sarir Shiksha Oct 2021 |
Model Activity Task Class 5 Part 7 Swaasthya o Sarir Shiksha Oct 2021
Class 5 Part 7 Swaasthya o Sarir Shiksha Oct 2021
Model Activity Task Class 5 Part 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পঞ্চম শ্রেণি
১.শূন্যস্থান পূরণ করোঃ
(ক) আগুন
যেকোনো স্থানে আগুন লাগলে
......................সৃষ্টি করে,
দাও দাও করে জলে আগুনের শিখা
থাকা যায়না তো ঘরে.
যেকোনো স্থানে আগুন লাগলে
......................সৃষ্টি করে,
দাও দাও করে জলে আগুনের শিখা
থাকা যায়না তো ঘরে.
উত্তরঃ যেকোনো স্থানে আগুন লাগলে
ভীতির সৃষ্টি করে,
দাও দাও করে জলে আগুনের শিখা
থাকা যায়না তো ঘরে.
ভীতির সৃষ্টি করে,
দাও দাও করে জলে আগুনের শিখা
থাকা যায়না তো ঘরে.
$ads={1}
(খ) আগুন
অযথা দৌড়াদৌড়ি না করে
নেমে এসো রাস্তায়,
নিকটবর্তী........................ যেন
খবর পৌঁছে যায়।
অযথা দৌড়াদৌড়ি না করে
নেমে এসো রাস্তায়,
নিকটবর্তী........................ যেন
খবর পৌঁছে যায়।
উত্তরঃ অযথা দৌড়াদৌড়ি না করে
নেমে এসো রাস্তায়,
নিকটবর্তী দমকলে যেন
খবর পৌঁছে যায়।
নেমে এসো রাস্তায়,
নিকটবর্তী দমকলে যেন
খবর পৌঁছে যায়।
(গ)আগুন
.....................গন্ধ যদি না কে আসে
হতে হবে সাবধান,
দ্রুততার সাথে বন্ধ করবে
গ্যাসেরই তো নবখান।
.....................গন্ধ যদি না কে আসে
হতে হবে সাবধান,
দ্রুততার সাথে বন্ধ করবে
গ্যাসেরই তো নবখান।
উত্তরঃ ..গ্যাসের.গন্ধ যদি না কে আসে
হতে হবে সাবধান,
দ্রুততার সাথে বন্ধ করবে
গ্যাসেরই তো নবখান।
হতে হবে সাবধান,
দ্রুততার সাথে বন্ধ করবে
গ্যাসেরই তো নবখান।
(ঘ) আগুন
শাড়ির..................... খাবার নামালে
বিপদ হইতে পারে
শাঁড়াশাড়িটা কাছে রাখতেই হবে
ঠিকমতো ব্যবহারে।
শাড়ির..................... খাবার নামালে
বিপদ হইতে পারে
শাঁড়াশাড়িটা কাছে রাখতেই হবে
ঠিকমতো ব্যবহারে।
উত্তরঃ শাড়ির..আঁচলে.. খাবার নামালে
বিপদ হইতে পারে
শাঁড়াশাড়িটা কাছে রাখতেই হবে
ঠিকমতো ব্যবহারে।
বিপদ হইতে পারে
শাঁড়াশাড়িটা কাছে রাখতেই হবে
ঠিকমতো ব্যবহারে।
(ঙ) আগুন
গ্যাসের গন্ধ পেলেই দরজা
........................ দাও খুলে,
জ্বলন্ত ষ্টোভে কেরসিন যেন
ঢালবে না কেউ ভুলে।
গ্যাসের গন্ধ পেলেই দরজা
........................ দাও খুলে,
জ্বলন্ত ষ্টোভে কেরসিন যেন
ঢালবে না কেউ ভুলে।
উত্তরঃ গ্যাসের গন্ধ পেলেই দরজা
..জানলা.. দাও খুলে,
জ্বলন্ত ষ্টোভে কেরসিন যেন
ঢালবে না কেউ ভুলে।
..জানলা.. দাও খুলে,
জ্বলন্ত ষ্টোভে কেরসিন যেন
ঢালবে না কেউ ভুলে।
(চ)আগুন
হকিং করাটা বড়ো........................
তেমনি ভয়ঙ্কর,
অসাবধানে তে আগুন লাগলে
উড়ে যাবে বাড়ি ঘর।
অসাবধানে তে আগুন লাগলে
উড়ে যাবে বাড়ি ঘর।
উত্তরঃ হকিং করাটা বড়ো...অপরাধ..
তেমনি ভয়ঙ্কর,
অসাবধানে তে আগুন লাগলে
উড়ে যাবে বাড়ি ঘর।
তেমনি ভয়ঙ্কর,
অসাবধানে তে আগুন লাগলে
উড়ে যাবে বাড়ি ঘর।
$ads={2}
২। নিচের ছবি গুলি সনাক্ত করে ছবির বক্তব্য কয়েকটি বাক্যে বর্ণনা করো।
(ক) নিচের ছবি গুলি সনাক্ত করে ছবির বক্তব্য কয়েকটি বাক্যে বর্ণনা কর
Model Activity Task Class 5 Part 7 |
উত্তরঃ আমরা উপরের ছবিতে দেখতে পাচ্ছি যে
(a) গ্যাসটি উনুনের সঙ্গে চলন্ত অবস্থায় আছে।
(b) চলন্ত অবস্থায় থাকায় সেখান থেকে গ্যাস বেরিয়ে আসছে মা ও মেয়ে দুজনে তার গন্ধ পাচ্ছে।
(c) জ্বলন্ত গ্যাস এর গন্ধ পাওয়া মানে দুর্ঘটনার সংকেত তাই জ্বলন্ত গ্যাস বন্ধ করতে হবে।
(d) সেখান থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে।
(e) নিজে না পারলে গ্যাস সার্ভিস কর্মচারী দের ডেকে এনে তা বন্ধ করতে হবে।
(a) গ্যাসটি উনুনের সঙ্গে চলন্ত অবস্থায় আছে।
(b) চলন্ত অবস্থায় থাকায় সেখান থেকে গ্যাস বেরিয়ে আসছে মা ও মেয়ে দুজনে তার গন্ধ পাচ্ছে।
(c) জ্বলন্ত গ্যাস এর গন্ধ পাওয়া মানে দুর্ঘটনার সংকেত তাই জ্বলন্ত গ্যাস বন্ধ করতে হবে।
(d) সেখান থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে।
(e) নিজে না পারলে গ্যাস সার্ভিস কর্মচারী দের ডেকে এনে তা বন্ধ করতে হবে।
(খ) নিচের ছবি গুলি সনাক্ত করে ছবির বক্তব্য কয়েকটি বাক্যে বর্ণনা কর:
Model Activity Task Class 5 Part 7 |
উত্তরঃ উপরোক্ত ছবিতে দেখতে পাচ্ছি
(b) মেয়ে দাঁড়িয়ে আছে আর তার মা জ্বলন্ত স্টোভে কেরোসিন ঢালছে।
(c) জ্বলন্ত স্টোভে কখনো কেরোসিন ঢালা উচিত নয় এতে সম্পূর্ণভাবে আগুন ছড়িয়ে পড়বে আর ঘরবাড়ি পুড়ে যাবে।
(d)স্টোভের কেরোসিন শেষ হলে সেটিকে সর্বপ্রথম বন্ধ করতে হবে তারপর তাতে কেরোসিন ঢালতে হবে।
(a) যে মা ও মেয়ে জ্বলন্ত স্টোভ এর পাশে রয়েছে।
(b) মেয়ে দাঁড়িয়ে আছে আর তার মা জ্বলন্ত স্টোভে কেরোসিন ঢালছে।
(c) জ্বলন্ত স্টোভে কখনো কেরোসিন ঢালা উচিত নয় এতে সম্পূর্ণভাবে আগুন ছড়িয়ে পড়বে আর ঘরবাড়ি পুড়ে যাবে।
(d)স্টোভের কেরোসিন শেষ হলে সেটিকে সর্বপ্রথম বন্ধ করতে হবে তারপর তাতে কেরোসিন ঢালতে হবে।
(a) যে মা ও মেয়ে জ্বলন্ত স্টোভ এর পাশে রয়েছে।
(গ)নিচের ছবি গুলি সনাক্ত করে ছবির বক্তব্য কয়েকটি বাক্যে বর্ণনা কর:
Model Activity Task Class 5 Part 7 |
উত্তরঃ উপরের ছবিতে দেখতে পাচ্ছি যে এক জন ভদ্রলোক ঘুমিয়ে রয়েছে।
(b) ঘুমোনোর আগে মোমবাতিটি নিভিয়ে দিতে হবে তা নইলে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়বে।
(c) তবে ঘুমানোর আগে মোমবাতি জ্বালিয়ে রাখা উচিত নয় কারণ কখনো কখনো বিপদ হতে পারে জলন্ত মোমবাতি বিছানায় পড়ে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাবে বিছানায় আগুন লেগে যেতে পারে।
(d)যদি প্রয়োজন হয় জ্বালানোর তাহলে জানালাটা খুলে রাখতে হবে তাহলে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস বাইরে চলে যাবে এবং ঘর কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের পরিপূর্ণ হবে না।
(a) বিছানায় ঘুমিয়ে রয়েছে তার পাশে জানালার কাছে রয়েছে একটি জ্বলন্ত মোমবাতি।
(b) ঘুমোনোর আগে মোমবাতিটি নিভিয়ে দিতে হবে তা নইলে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়বে।
(c) তবে ঘুমানোর আগে মোমবাতি জ্বালিয়ে রাখা উচিত নয় কারণ কখনো কখনো বিপদ হতে পারে জলন্ত মোমবাতি বিছানায় পড়ে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাবে বিছানায় আগুন লেগে যেতে পারে।
(d)যদি প্রয়োজন হয় জ্বালানোর তাহলে জানালাটা খুলে রাখতে হবে তাহলে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস বাইরে চলে যাবে এবং ঘর কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের পরিপূর্ণ হবে না।
(a) বিছানায় ঘুমিয়ে রয়েছে তার পাশে জানালার কাছে রয়েছে একটি জ্বলন্ত মোমবাতি।
$ads={1}
Link For All Subject