Text Book W.B Class
Class 6 Mora Dui Sohodor Vai by kaji Nojrul Islam Part 1
Mora Dui Sohodor Vai by kaji Nojrul Islam Part 1 Class 6
মোরা দুই সহোদর ভাই কাজী নজরুল ইসলাম পার্ট ১ বাংলা ষষ্ট শ্রেণি
মোরা দুই সহোদর ভাই
কাজী নজরুল ইসলাম
হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই।
এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই
দুই সহোদর ভাই।।
সৃষ্টি যাঁর মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তাঁরই
মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি।
শাস্তি এত আজ আমাদের হীন -দশা এই তাই
দুই সহোদর ভাই।।
দই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে
বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যাই ভেসে।
দুই জনারই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে --
সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে
চাঁদ সুরুযের আলো কেহ কম-বেশি কি পাই
বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নাই
দুই সহোদর ভাই।