Question and Answer Session of Ghyan Chokkhu Part 2 Class 10 |
জ্ঞানচক্ষুর সম্ভাব্য প্রশ্ন উত্তর দশম শ্রেণি
সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পর্ব
জ্ঞানচক্ষু গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর:
১. জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা কে?
উত্তর: জ্ঞানচক্ষু গল্পটির লেখিকা হলেন মহাশ্বেতা দেবী।
২. জ্ঞানচক্ষু গল্পটির উৎস কি?
উত্তর: জ্ঞানচক্ষু গল্পটির উৎস হল 'কুমকুম' নামক গল্প সংকলন।
৩. "কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল "-কথাটি কি?
উত্তর: তপনের মেসো একজন লেখক এই কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল।
৪. 'চোখ মার্বেল হয়ে যাওয়া'- এর অর্থ কি ?
উত্তর: চোখ মার্বেল হয়ে যাওয়া কথাটির অন্তর্নিহিত অর্থ হলো অবাক হয়ে যাওয়া।
৫. 'তিনি নাকি বই লেখেন'- তিনি কে?
উত্তর: তিনি হলেন তপনের ছোট মেসো।
৬. তপনের লেখক মেসোমশাই কে?
উত্তর: তপনের ছোট মাসির স্বামী।
৭. তপন এত কাছ থেকে কি দেখেনি ?
উত্তর: জলজ্যান্ত লেখক দেখেনি।
৮. তপনের চিরকালের বন্ধু কে ?
উত্তর: তার ছোট মাসি।
৯. ছোট মাসি তপনের থেকে বয়সে কত বড় ?
উত্তর: তপনের ছোট মাসি তার থেকে ৮ বছরের বড়।
১০. তপনের নতুন মেসো মশাই কোন পত্রিকার সঙ্গে পরিচিত?
উত্তর: সন্ধ্যাতারা পত্রিকা।
Link For Part 1