Math Mane Chhut Kartik Ghoshh Bangla Part 1 Class 5 |
Math Mane Chhut Kartik Ghoshh Bangla Part 1 Class 5
Class 5 Math Mane Chhut Kartik Ghoshh Bangla Part 1
Text Book West Bengal
মাঠ মানে ছুট কার্তিক ঘোষ বাংলা পার্ট ১ পঞ্চম শ্রেণি
মাঠ মানে ছুট
কার্তিক ঘোষ
বাংলা
পঞ্চম শ্রেণি
কার্তিক ঘোষ
বাংলা
পঞ্চম শ্রেণি
মাঠ মানে কী মজাই শুধু মাঠ মানে কি ছুটি..
মাঠ মানে কী অথই খুশির অগাধ লুটোপুটি!
মাঠ মানে কী হল্লা শুধুই মাঠ মানে কি খুশি....
মাঠ মানে কী ঘুম তাড়ানো মন হারানোর বাঁশি!
মাঠ মানে কী নিকেল করা বিকেল আসা দিন,
মাঠ মানে কী নাচনা পায়ের বাজনা তাধিন ধিন!
মাঠ মানেতো সবুজ প্রাণের শাশ্বত এক দীপ. ..
মাঠ মানে ছুট এগিয়ে যাবার- পিপির পিপির পিপ।
মাঠ মানে কী অথই খুশির অগাধ লুটোপুটি!
মাঠ মানে কী হল্লা শুধুই মাঠ মানে কি খুশি....
মাঠ মানে কী ঘুম তাড়ানো মন হারানোর বাঁশি!
মাঠ মানে কী নিকেল করা বিকেল আসা দিন,
মাঠ মানে কী নাচনা পায়ের বাজনা তাধিন ধিন!
মাঠ মানেতো সবুজ প্রাণের শাশ্বত এক দীপ. ..
মাঠ মানে ছুট এগিয়ে যাবার- পিপির পিপির পিপ।
ছুট মানে কী ছোটাই শুধু ছুট মানে কি আশা..
ছুট মানে কী শক্ত পায়ের পোক্ত কোন ভাষা।
ছুট মানে কী সাহস শুধু ছুট মানে কি বাঁচা
ছুট মানে কী ছোট পাখির আগাল ভাঙ্গা খাঁচা।
ছুট মানে কী ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে
সাতটি সবুজ সমুদ্দুরের ঢেউ কে ডেকে আনে।
ছোট মানে কী তো জীবন এবং ছুট মানে যে সোনা
ছুট মানে কী ছুটেই দেখো -- আর কিছু বলবো না।