Noukajatra Ranibdranath Thakur Class 3 Bangla Part 1 |
Noukajatra Ranibdranath Thakur Class 3 Bangla Part 1
নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর তৃতীয় শ্রেণি প্রথম পর্ব বাংলা
Class 3 Bangla Noukajatra Ranibdranath Thakur Part 1
নৌকাযাত্রা
রবীন্দ্রনাথ ঠাকুর
নৌকাযাত্রা কবিতার কবি পরিচিতি: আমরা চাষ করি আনন্দে কবিতায় কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও।
নৌকাযাত্রা কবিতার শব্দার্থ:
নৌকাযাত্রা কবিতার সারাংশ: বিশ্ব কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দেখতে পাচ্ছেন যে রাজগঞ্জের ঘাটে নদীতে একটি মধু মাঝির নৌকা বাঁধা রয়েছে। আর সেটা কারো কোন কাজে লাগে না সেটা অযথা সেখানে বাধা রয়েছে।
কবি মনের আশা এই যে যদি সে নৌকাটি তিনি পান তাহলে সেই নৌকাটিতে একশটি দাঁড় এবং চারটে পাঁচটা ছটা পাল তুলে দিয়ে তিনি সেই নৌকাটিকে নিয়ে মিথ্যা কথাও এদিকসেদিক ঘোরাঘুরি করবেন না, একেবারে একটিবার মাত্র সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সাগর পাড়ি দিতে চান।
আর সেই সময় কবিতার মাকে বলতেছেন যে তিনি যেন কান্নাকাটি না করে ঘরের কোণে বসে তার জন্য কারন সে চৌদ্দ বছরের জন্য তার মাকে ছেড়ে চলে যাচ্ছে না রামের মত বনে। তিনি যাবেন রাজপুত্র হয়ে আর সঙ্গে তার দুই বন্ধু অষু এবং শ্যাম কে সঙ্গে নিয়ে, আরও নিয়ে যাবেন সোনা দানা। কবি ভোরবেলায় তার দের নৌকা যাত্রা শুরু করবে নৌকা ছেড়ে দেবে এবং সেই নৌকা ভাসতে ভাসতে বহুদূর চলে যাবে আর দুপুরবেলা হলে সে নৌকায় পৌঁছে যাবে 10 রাজার দেশে আর সেই সময় তার মা পুকুর পাড়ে র ঘাটে। কবি এভাবে তিরপুর নির্ঘাত তেপান্তরের মাঠ পেরিয়ে এক নতুন দেশে পৌঁছে যাবেন নতুন রাজার কাছে আর সেখান থেকে ফিরে আসতে তার সন্ধ্যা হয়ে যাবে আর ফিরে এসে তার মায়ের কোলে মাথা রেখে সমস্ত ঘটনাগুলি( সাত সমুদ্র পার হয়ে তেরো নদী পেরিয়ে যাওয়ার ঘটনা )তাঁর মাকে গল্পাকারে শোনাবেন।
Link For All Subject
আলোচ্য বিষয়ে তোমাদের কোন প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও আর সেই প্রশ্নের উত্তর আমরা খুব শিগগিরই দেওয়ার চেষ্টা করব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো অযথা বাইরে ঘোরাঘুরি করবে না বাইরে যাওয়ার জন্য না খেয়ে অবশ্যই মাস্ক পরে বাইরে বের হবে এভাবে সর্তকতা বজায় রেখো।