Noukajatra Ranibdranath Thakur Class 3 Bangla Part 1 | নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর তৃতীয় শ্রেণি প্রথম পর্ব বাংলা

 

Noukajatra Ranibdranath Thakur Class 3 Bangla Part 1
Noukajatra Ranibdranath Thakur Class 3 Bangla Part 1
হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ হয়েছো তোমাদের পঠন-পাঠন পূর্বের ন্যায় শুরু হতে চলেছে তাই আর বসে না থেকে তোমরা তোমাদের পাঠ্য পুস্তকের পার্থ গুলি পড়ার জন্য প্রস্তুত হয়ে যাও আর সেই প্রস্তুতির জন্য আমরা তোমাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি কবিতা ও তার গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এবং কবি পরিচিতি সঙ্গে কবিতার মূল বিষয়বস্তু আজকে আলোচনা করব Noukajatra Ranibdranath Thakur Class 3 Bangla Part 1 | নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর তৃতীয় শ্রেণি প্রথম পর্ব বাংলা তবে চলো আর সময় নষ্ট না করে আজকের পাঠে মনোনিবেশ করি।

Noukajatra Ranibdranath Thakur Class 3 Bangla Part 1

নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর তৃতীয় শ্রেণি প্রথম পর্ব বাংলা

Class 3 Bangla Noukajatra Ranibdranath Thakur  Part 1

 নৌকাযাত্রা 

রবীন্দ্রনাথ ঠাকুর

মধু মাঝির ওই যে নৌকা খানা
বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে -----
কারো কোন কাজে লাগে না তো,
বোঝাই করা আছে কেবল পাটে।

আমায় যদি দেয় তারা নৌকাটি
আমি তবে  একশোটা দাঁড় আঁটি,
পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা---
মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে ,
আমি কেবল যাব একটিবার
সাত সমুদ্র তেরো নদীর পার।

তখন তুমি কেদোনা মা, যেন
বসে বসে একলা ঘরের কোণে
আমি তো মা, যাচ্ছি নাকো চলে 
রামের মতো চোদ্দো বছর বনে।

আমি যাব রাজপুত্র হয়ে
নৌকা ভরা সোনা মানিক বয়ে,
আশুকে আর শ্যামকে নেব সাথে,
আমরা শুধু যাব মা তিনজনে।
আমি কেবল যাব একটিবার
সাত সমুদ্র তেরো নদীর পার।

ভোরের বেলা দেবো নৌকা ছেড়ে,
দেখতে দেখতে কোথায় যাব ভেসে।
দুপুরবেলা তুমি পুকুরঘাটে,
আমরা তখন নতুন রাজার দেশে।

পেরিয়ে যাব তির পূর্ণিমার ঘাট,
পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ,
ফিরে আসতে সন্ধে হয়ে যাবে ---
গল্প বলব তোমার কোলে এসে।
আমি কেবল যাব একটিবার
সাত সমুদ্র তেরো নদীর পার। 

নৌকাযাত্রা কবিতার কবি পরিচিতি: আমরা চাষ করি আনন্দে কবিতায় কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে তোমরা সেখান থেকে দেখে নাও। 

নৌকাযাত্রা কবিতার শব্দার্থ:

নৌকাযাত্রা কবিতার সারাংশ: বিশ্ব কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি দেখতে পাচ্ছেন যে রাজগঞ্জের ঘাটে নদীতে একটি মধু মাঝির নৌকা বাঁধা রয়েছে। আর সেটা কারো কোন কাজে লাগে না সেটা অযথা সেখানে বাধা রয়েছে। 

কবি মনের আশা এই যে যদি সে নৌকাটি তিনি পান তাহলে সেই নৌকাটিতে একশটি দাঁড় এবং চারটে পাঁচটা ছটা পাল তুলে দিয়ে তিনি সেই নৌকাটিকে নিয়ে মিথ্যা কথাও এদিকসেদিক ঘোরাঘুরি করবেন না, একেবারে একটিবার মাত্র সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সাগর পাড়ি দিতে চান। 

আর সেই সময়  কবিতার মাকে বলতেছেন যে তিনি যেন কান্নাকাটি না করে ঘরের কোণে বসে তার জন্য কারন সে চৌদ্দ বছরের জন্য তার মাকে ছেড়ে চলে যাচ্ছে না রামের মত বনে। তিনি যাবেন রাজপুত্র হয়ে আর সঙ্গে তার দুই  বন্ধু অষু  এবং শ্যাম কে সঙ্গে নিয়ে, আরও নিয়ে যাবেন সোনা দানা। কবি ভোরবেলায় তার দের নৌকা যাত্রা শুরু করবে নৌকা ছেড়ে দেবে এবং সেই নৌকা ভাসতে ভাসতে বহুদূর চলে যাবে আর দুপুরবেলা হলে সে নৌকায় পৌঁছে যাবে 10 রাজার দেশে আর সেই সময় তার মা পুকুর পাড়ে র ঘাটে। কবি এভাবে তিরপুর নির্ঘাত তেপান্তরের মাঠ পেরিয়ে এক নতুন দেশে পৌঁছে যাবেন নতুন রাজার কাছে আর সেখান থেকে ফিরে আসতে তার সন্ধ্যা হয়ে যাবে আর ফিরে এসে তার মায়ের কোলে মাথা রেখে সমস্ত ঘটনাগুলি( সাত সমুদ্র পার হয়ে তেরো নদী পেরিয়ে যাওয়ার ঘটনা )তাঁর মাকে গল্পাকারে শোনাবেন। 

 Link For All Subject 



আলোচ্য বিষয়ে তোমাদের কোন প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও আর সেই প্রশ্নের উত্তর আমরা খুব শিগগিরই দেওয়ার চেষ্টা করব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো অযথা বাইরে ঘোরাঘুরি করবে না বাইরে যাওয়ার জন্য না খেয়ে অবশ্যই মাস্ক পরে বাইরে বের হবে এভাবে সর্তকতা বজায় রেখো।

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post