Ama Chas Kori Anande |
স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা সকলে নিশ্চয় ভালো আছো অসুস্থ আছো আর আমরাও চাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বড় হয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দক্ষতা জানো তোমাদের মাঝে অর্জন করার ক্ষমতা প্রদান করেন ঈশ্বর।
সম্ভবত তোমাদের নভেম্বর-ডিসেম্বর মাসে বিদ্যালয়ের পঠন পাঠন শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে তার জন্য আমরা তোমাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদেরই বাংলা বই অর্থাৎ ধারাপাত বই এর কবিতা আমরা চাষ করি আনন্দে
এই কবিতায় আমরা আলোচনা করব কবি পরিচিতি ও পাঠ্য পুস্তকটির অর্থাৎ কবিতার লাইনগুলো সহজ-সরল ভাষায় সারসংক্ষেপ আর শব্দার্থ তবে আর দেরি না করে আমরা পড়ায় মনোযোগ দিই।
তৃতীয় শ্রেণি বাংলা পর্ব ১
Amra Chas Kori Anande Rabindranath Thakur Class 3 Bangla
আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর তৃতীয় শ্রেণি বাংলা পর্ব ১
Class 3 Amra Chas Kori Anande Rabindranath Thakur Part 1
আমরা চাষ করি আনন্দে
রবীন্দ্রনাথ ঠাকুর
আমরা চাষ করি আনন্দে
মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে
রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে,
বাঁশের বনে পাতা নড়ে,
বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে
সবুজ প্রাণের গানের লেখা
রেখায় রেখায় দেয় রে দেখা ,
মাতে রে কোন তরুণ কবি নিত্য -দোদুল ছন্দে।
ধানের শিষে পুলক ছোটে,
সকল ধরা হেসে ওঠে-------
অঘ্রানেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে।
আমরা চাষ করি আনন্দে কবিতার কবি পরিচিতি: বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর পরিবারের নাম কে তিনি চির স্মরনীয় করে রেখেছেন তার বিভিন্ন কৃতিত্বের মাধ্যম দিয়ে।
এই বিশ্বকবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে ৭মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতা সারদা দেবী সপরিবারে তারা কলকাতায় বসবাস করতেন। বালক রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকাল থেকেই তিনি স্কুলে পড়াশোনা করতে ভালোবাসতেন না তাই তিনি বাড়িতে পড়াশোনা করতেন গৃহশিক্ষক এর মাধ্যমে।
তেনে অতি মেধা সম্পন্ন ছাত্র ছিলেন আর বাল্যকাল থেকে লিখতে শুরু করেছিলেন, তিনি অল্প বয়স থেকেই ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। তার লেখা বই গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সহজপাঠ কথা কাহিনী রাজশ্রী ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্যকৌতুক ডাকঘর গল্পগুচ্ছ সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত করি ও কোমল সোনার তরী এছাড়াও তিনি বহু ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক ও গান অজস্র ছোট বড় কবিতা রচনা করেছেন এমনকি তিনি ছবি আঁকা তে ও পারদর্শিতা ছিলেন।
তিনি গীতাঞ্জলি নামক গ্রন্থ রচনা করেন এই গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করা হয় যার ফলে হাজার 913 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় হিসেবে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
তিনি জাতীয় সংগীত হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র জাতীয় সংগীত রচনা করেন ভারত ও বাংলাদেশের। এছাড়াও তিনি শিশুদের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠা করেন, তার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবথেকে বেশি উল্লেখযোগ্য হলো বোলপুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপে গণ্য।
এই মহান কবি লেখক ও চিত্রকার নাট্যকার হাজার 1941 খ্রিস্টাব্দে 8 আগস্ট পরলোকগমন করেন। তবে কেবল তাঁর দেহ চলে গেছে এই পৃথিবী ছেড়ে তিনি আজও বেঁচে রয়েছেন আমাদের সকলের মাঝে শ্রদ্ধার সঙ্গে তাঁর লেখনীর মধ্যে দিয়ে।
আমরা চাষ করি আনন্দে কবিতা শব্দার্থ:
১) চাষ: মাঠে লাঙ্গল দিয়ে ফসল ফলানোর পদ্ধতিক বলা হয় চাষ।
২) রৌদ্র- সূর্যের কিরণ
৩) চন্দ্র- চাঁদ
আমরা চাষ করি আনন্দে কবিতা সারসংক্ষেপ: আমরা চাষ করি আনন্দে, এখানে আমরা বলতে কবি চাষীদের কথা বুঝিয়েছেন। অর্থাৎ চাষিরা চাষ আনন্দের সহিত করে থাকে তাদের চাষ করতে বা মাঠে কাজ করতে সকাল থেকে সন্ধ্যে হয়ে যায় তারা কাজ করে চলে রোদ বৃষ্টি ঝড় সমস্ত কিছুকে মানিয়ে নিয়ে তাদের কাজ দ্বারা সম্পন্ন করে কখনো রোদ কখনো বৃষ্টি পরে আবার কখনো বাতাস বইতে থাকে সেই বাতাসে গাছপালার পাতাগুলো নড়তে থাক চাষ করার জমি অর্থাৎ নাঙ্গল দিয়ে থাকা জমিতে মাটির একটা গন্ধ হতে থাকে। সবুজ গাছপালা গুলির প্রানখলে হাসতে থাকে আর ধানের শেষ বলে হাওয়াই নড়তে থাকে অঘ্রানের সোনা রোদে ধান গুলি একেবারে সোনালী রংয়ের দেখতে হয় আর রাত্রের পূর্ণিমারই চন্দ্র ধান গুলি ও গাছগুলি দেখতে সুন্দর হয় চাঁদের আলোয়।